মেদিনীপুর, 5 জুলাই: অস্ত্রোপচারের মাধ্যমে ছ’কেজির টিউমার বের করা হল এক মহিলার পেট থেকে ৷ ঘটনাটি মেদিনীপুর শহরের ৷ স্থানীয় একটি নার্সিংহোমে এই অস্ত্রোপচার করেন স্ত্রী-রোগ বিশেষজ্ঞ ড. মণীশ অধিকারী ৷ তিনি জানান, অস্ত্রোপচারের পর রোগী সুস্থ রয়েছে ৷ শীঘ্রই তাঁকে ছেড়ে দেওয়া হবে নার্সিংহোম থেকে ৷
যে রোগীর অস্ত্রোপচার হয়েছে, তাঁর নাম বর্ষা মাইতি ৷ তিনি মেদিনীপুর পুরসভার তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা ৷ তাঁর স্বামী বিপ্লব মাইতি টোটোচালক ৷ বছর 34-এর ওই মহিলা বেশ কিছুদিন ধরেই পেটের ব্যথায় ভুগছিলেন ৷ প্রাথমিকভাবে তিনি সেটাকে গ্যাসের ব্যথা মনে করেছিলেন ৷ সেই অনুযায়ী তিনি ওষুধও খান ৷ সুস্থ হওয়ার জন্য রোজ ভোরে ও বিকেলে হাঁটতেও বেরোতেন ৷ তার পরও সমস্যার সমাধান হয়নি ৷
এর পর বর্ষা সরকারি হাসপাতালে যান ৷ সেখানকার চিকিৎসকরাও সঠিক রোগ ধরতে পারেননি বলে জানা গিয়েছে ৷ তার পর মেদিনীপুর শহরের একটি নার্সিংহোমে ড. মণীশ অধিকারীর কাছে যান বর্ষা ৷ ওই চিকিৎসকই টিউমারের বিষয়টি অনুমান করেন ৷ পরে প্রয়োজনীয় টেস্ট করানো হয় ওই মহিলার ৷ তার পরই টিউমারের বিষয়ে নিশ্চিত হন ওই চিকিৎসক ৷