পাঁচখুরি, 2 অগস্ট: হস্টেলে রাতের খাবার খেয়ে অসুস্থ 40 জন পড়ুয়া ৷ সকলেই ভর্তি পাঁচখুরি হাসপাতালে ৷ যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুরের কোতোয়ালি থানার পাঁচরার তেল্যা বিদ্যাসাগর বিদ্যামন্দিরের হস্টেলে । পড়ুয়াদের অভিযোগ, গরম ডালের সঙ্গে মিশিয়ে বাসি খাবার দেওয়া হয়েছিল তাদের ৷ প্রধান শিক্ষক জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে ।
হস্টেলে বাসি খাবার দেওয়ার অভিযোগ, অসুস্থ 40 পড়ুয়া ! - Students Hospitalised - STUDENTS HOSPITALISED
Students fall Sick after eating Stale Food: প্রথমে টক টক গন্ধ লাগলেও খিদের চোটে হস্টেলে রাতের দেওয়া খাবার খেয়ে নিয়েছিল পড়ুয়ারা ৷ সকাল হতেই অস্বস্তি শুরু হয় শরীরে ৷ অসুস্থ বোধ করায় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয় 40 জন পড়ুয়াকে ৷
Published : Aug 2, 2024, 10:03 PM IST
ছাত্রছাত্রীদের অভিযোগের ভিত্তিতে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে হস্টেলে দেওয়া খাবারে টক গন্ধ বেরোচ্ছিল ৷ কিন্তু কিছু বুঝে ওঠার আগেই খিদের চোটে সেই খাবার খেয়ে নেয় পড়ুয়ারা । এরপর তারা ঘুমিয়ে পড়ে । তবে শুক্রবার সকাল থেকেই অসুস্থতা বোধ করে কয়েকজন ছাত্রছাত্রী । এরপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে অসুস্থতার সংখ্যা । স্কুলে যাওয়ার পর বমি, পায়খানা ও পেটের যন্ত্রণা শুরু হয় তাদের । এরপরই স্কুল কর্তৃপক্ষ স্থানীয়দের সহযোগিতায় 40 জন অসুস্থ পড়ুয়াকে ভর্তি করে পাঁচখুরি হাসপাতালে । এই ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে সংশ্লিষ্ট হস্টেলের মধ্যে । যদিও এই ঘটনায় ক্ষোভপ্রকাশ করেছেন অভিভাবকরা ।
এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক অরূপ ঘোষ বলেন,"আমাদের হস্টেলে 160 জন ছাত্রছাত্রী থাকে ৷ বৃহস্পতিবার ওরা খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিল ৷ কিন্তু শুক্রবার সকাল থেকে কয়েকজন পড়ুয়ার বমি, জ্বর এবং পায়খানা দেখা দেয় । এরপর প্রায় 40 জন পড়ুয়াকে এই স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয় ।যদিও তাদের মধ্যে চার পাঁচজনের জ্বর-বমি রয়েছে বাকিরা সুস্থ । তবে বাসি খাবার দেওয়ার বিষয়টি খোঁজখবর নিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করব ।"