পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সোশালে প্রেম ! আরজি কর আবহেই গণ-লালসার শিকার কিশোরী, ধৃতদের মধ্যে নাবালক 3 - Minor Girl sexually assaulted

Minor Girl sexually assaulted in Siliguri: সোশাল মিডিয়ায় প্রেম ! স্বাধীনতা দিবসে সেই প্রেমিক ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে এক কিশোরীকে যৌন হেনস্থা করেছে বলে অভিযোগ উঠল ৷ আরও অভিযোগ, যুবককে অপরাধে সঙ্গ দেয় আরও তিন নাবালক ৷

ETV BHARAT
স্বাধীনতা দিবসে গণ-লালসার শিকার নাবালিকা (ফাইল চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Aug 16, 2024, 3:10 PM IST

শিলিগুড়ি, 16 অগস্ট:আরজি কর হাসপাতালে চিকিৎসক ছাত্রীর নৃশংস গণধর্ষণ ও খুনের ঘটনা নিয়ে যখন তোলপাড় রাজ্য তথা দেশ, ঠিক তখনই শিলিগুড়িতে এক কিশোরীকে যৌন নিগ্রহের অভিযোগ উঠল ৷ যে স্বাধীনতা দিবসের সন্ধিক্ষণে মেয়েদের রাতের দখল নেওয়ার দাবিতে গর্জে ওঠেন নারী-পুরুষেরা, সেই দিনই উঠল গণধর্ষণের অভিযোগ ৷ এই ঘটনায় ধৃত চারজনের মধ্যে আবার তিনজন নাবালক ৷

সোশাল মিডিয়ায় পরিচয় । এরপর স্বাধীনতা দিবসে নাবালিকাকে ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে শিলিগুড়িতে ৷ এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় । অভিযোগ পেতেই দ্রুত পদক্ষেপ করে সেই রাতেই চারজনকে গ্রেফতার করে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এনজেপি থানার পুলিশ । ধৃতদের মধ্যে তিনজন অভিযুক্ত নাবালক ।

ধৃত তিন নাবালককে শুক্রবার জুভেনাইল আদালতে তোলা হয় এবং ধৃত আরেক অভিযুক্ত যুবককে জলপাইগুড়ি আদালতে তোলা হয় । গোটা ঘটনায় পুলিশের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ উঠেছে । এই বিষয়ে অবশ্য শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকর বলেন, "ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে । ধৃতদের মধ্যে তিনজন নাবালক ও একজন সাবালক। গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে ।"

পুলিশ সূত্রে গিয়েছে, মাসখানে আগে সোশাল মিডিয়ায় মূল অভিযুক্ত অর্থাৎ ধৃত যুবকের সঙ্গে পরিচয় হয় শিলিগুড়ির বাসিন্দা 15 বছরের ওই কিশোরীর । তার বাড়ি প্রধাননগর থানা এলাকায় এবং অভিযুক্তদের বাড়ি শিলিগুড়ি থানা এলাকায় । স্বাধীনতা দিবসের ছুটির দিন দেখে মূল অভিযুক্ত আরও তিন নাবালকের সঙ্গে ঘুরতে যাওয়ার নাম করে ওই নাবালিকাকে নিয়ে যায় শিলিগুড়ি সংলগ্ন কাওয়াখালি এলাকায় । কাওয়াখালি এলাকায় একটি নির্জন জায়গায় তারা মদ্যপান করে । এরপরই অভিযোগ, ওই নাবালিকাকে একে একে যৌন নিগ্রহ করা হয় ।

নির্যাতিতা নাবালিকা বাড়িতে গিয়ে তার পরিবারের কাছে সব কথা খুলে বলে । এরপরই পরিবারের সদস্যরা অভিযুক্ত চারজনের বিরুদ্ধে এনজেপি থানায় অভিযোগ দায়ের করেন । অভিযোগ পেতেই দ্রুত পদক্ষেপ করে এনজেপি থানার পুলিশ । নাবালিকাকে চিকিৎসা ও পরীক্ষার জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় । এরপর এদিন রাতেই অভিযান চালিয়ে মূল অভিযুক্ত-সহ চারজনকে গ্রেফতার করা হয় ।

ABOUT THE AUTHOR

...view details