রায়গঞ্জ, 25 জুলাই: দিনকয়েক আগের কুলতলির ঘটনার ছায়া এবার উত্তর দিনাজপুরের চোপড়ায় ৷ হানা দিতে গিয়ে আক্রান্ত হল পুলিশ । ধারালো অস্ত্রের আঘাতে জখম হয়েছেন চারজন পুলিশকর্মী । ঘটনাটি ঘটেছে চোপড়ার আমবাড়ি এলাকায় । আহতদের শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়েছে ।
চোপড়ায় হানা দিতে গিয়ে ধারালো অস্ত্রের কোপে জখম 4 পুলিশকর্মী (নিজস্ব ভিডিয়ো) প্রাথমিকভাবে জানা গিয়েছে, বুধবার গভীর রাতে চোপড়ার আমবাড়ি এলাকায় কোনও দুষ্কৃতীকে ধরতে গিয়েছিল পুলিশের একটি দল । সেখানেই পুলিশের উপরে পালটা হামলা চালায় দুষ্কৃতীরা । এই ঘটনায় পুলিশের দুই আধিকারিক, এক কনস্টেবল ও একজন গাড়ির চালক গুরুতর আহত হন । স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, যেখানে পুলিশই নিরাপদ নয়, সেখানে সাধারণ মানুষেরা কী সুরক্ষা পাবেন ?
নুরুল ইসলাম নামে এক গ্রামবাসী জানিয়েছেন, "গতকাল গভীর রাতে দিল মহম্মদের বাড়িতে পুলিশ এসে তাঁর ছেলেকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় পুলিশকে বাধা দেন দিল মহম্মদের পরিবারের সদস্যরা । পুলিশকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় । ধারালো অস্ত্রের আঘাতে চালক-সহ পাঁচজন গুরুতর আহত হন । আমরা এই ঘটনায় আতঙ্কে আছি ৷ কারণ ওদের জন্য পুলিশ আমাদের উপর এখন এসে অত্যাচার করবে ।"
যারা পুলিশের উপর হামলা চালিয়েছে তাদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন গ্রামবাসীরা । আকবর আলি নামে অন্য এক গ্রামবাসী জানিয়েছেন, "মেজর আলমের বিরুদ্ধে অপহরণের মামলা ছিল ৷ সেই মামলায় গতকাল রাতে মেজর আলমকে পুলিশ গ্রেফতার করতে এসেছিল । ফলে তাদের পরিবারের সঙ্গে পুলিশের গণ্ডগোল হয় ৷ সেই গণ্ডগোলে পুলিশকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তাঁদের পরিবার ।" পুলিশ সকাল থেকে এলাকায় বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে বলে জানান তিনি ।
এই ঘটনায় ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার জবি থমাস বলেন, "গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে এক দুস্কৃতীকে ধরতে পুলিশ ওই এলাকার একটি বাড়িতে যায় । সেই সময় ধারাল অস্ত্র নিয়ে দুষ্কৃতীরা পুলিশের উপরে অতর্কিতে আক্রমণ চালায় । এই ঘটনায় দু'জন আহত হয়েছেন । তাঁদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে । বর্তমানে তাঁরা অনেকটাই সুস্থ আছেন । পরবর্তীতে অতিরিক্ত পুলিশ ওই এলাকায় গিয়ে তল্লাশি চালাচ্ছে । যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে আমরা চিহ্নিত করতে পেরেছি । খুব শীঘ্রই তাদের গ্রেফতার করা হবে ।"
উল্লেখ্য, চলতি মাসেই এমন ঘটনা ঘটে দক্ষিণ 24 পরগনার কুলতলিতে ৷ প্রতারণার ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করতে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানো হয় ৷ জালাবেড়িয়া 2 গ্রাম পঞ্চায়েতের পয়তারহাট এলাকায়র ওই ঘটনায় দুইজন মহিলাকে আটক করে পুলিশ । তদন্তের পর ওই বাড়িরই খাটের নীচে মেলে বিরাট সুড়ঙ্গ ৷ এরপরই সামনে আসে কুলতলির বেতাজ বাদশা ও প্রতারণাকাণ্ডের মূল অভিযুক্ত সাদ্দাম লস্কর ওরফে সাদ্দাম সর্দারের কীর্তি ৷ সেই ঘটনায় বেশ কয়েকদিন পর ঝুপড়িঝাড়ার বানিরধল এলাকা থেকে সাদ্দামকে গ্রেফতার করে কুলতলি থানার পুলিশ ৷