মেদিনীপুর, 9 ফেব্রুয়ারি: আরজি করে নির্যাতিতা ডাক্তারি পড়ুয়ার 33তম জন্মদিন পালন করল ‘অভয়া মঞ্চ’ । পাশাপাশি বিনামূল্যে স্বাস্থ্য শিবির এবং নির্যাতিতা চিকিৎসকের পছন্দের ফুলের চারা গাছও বিলি করল তারা।
মঞ্চের দাবি, আদালতের রায় তারা খুশি নয় । এই নারকীয় ঘটনার সঙ্গে সঞ্জয় রায ছাড়া আরও একাধিক অপরাধী জড়িত ৷ গ্রেফতার করে তাদের সাজার ব্যবস্থা দিতে পারলে তবে নির্যাতিতা প্রকৃত বিচার পাবেন।
মেদিনীপুরে প্রতিবাদ অভয়া মঞ্চের (ইটিভি ভারত)
এই ঘটনায় ইতিমধ্যে সঞ্জয়ের সাজা ঘোষণা করেছে শিয়ালদা আদালত । তবে সেই রায়ে সন্তুষ্ট নয় নির্যাতিতার পরিবার ও তাঁর আত্মীয়-স্বজনরা। একই কথা নির্যাতিতার হয়ে লড়াই করা অভয়া মঞ্চেরও ৷ এই আদালতের রায়ে খুশি নন তারাও ৷ নির্যাতিতার পরিবার থেকে শুরু করে জুনিয়র চিকিৎসকরা বারবার দাবি করেছেন, এতবড় ঘটনা কোনও একজনের পক্ষে করা সম্ভব নয়। আরও অনেকেই এই কাজে জড়িত। তাদের ধরতে পারলে তবে মিলবে সুবিচার।
আরজি করে নির্যাতিতার 33তম জন্মদিন (ইটিভি ভারত)
এবার মেদিনীপুরে অভয়া মঞ্চের প্রতীকী অনশনে সামিল হলেন পড়ুয়া, শিক্ষক-সহ তেত্রিশ জন । নির্যাতিতা পড়ুয়ার জন্মদিন রবিবার। তাঁর স্মরণেই এই অনশন। পাশাপাশি, গরিব মানুষদের জন্য স্বাস্থ্য শিবিরেরও আয়োজন করা হয়েছে । চিকিৎসার পাশাপাশি বিনামূল্যে ওষুধও দেওয়া হয়েছে এই ক্যাম্প থেকে । জানা গিয়েছে, ফুলের বাগান নির্যাতিতার পছন্দের বিশেষ ছিল। তাই ফুলের চারা গাছও বিলি করা হয়েছে অভয়া মঞ্চ থেকে । সেই চারা গাছ নিতে রীতিমতো ভিড় জমান স্থানীয়রা ।
বিলি করা হল ফুলের চারা (ইটিভি ভারত)
অভয়া মঞ্চের সদস্যা মধুমিতা ভুঁইয়া বলেন, ‘‘আদালত যে রায় দিয়েছে, তাতে আমরা খুশি নই । আমাদের দাবি ছিল, এই ঘটনায় একজন নয়, অনেকে জড়িত । কিন্তু সেই রাঘব বোয়ালরা পার পেয়ে গিয়েছে। সাজা পেয়েছে একজন । তাই আমরা সেই বাকিদের শাস্তির দাবিতে এই অনশন মঞ্চে সামিল হয়েছি । পাশাপাশি, আমাদের এই জুনিয়র ডাক্তারের পছন্দের ছিল ফুলের বাগান । তাঁর পছন্দের ফুলের চারা গাছ আমরা এই মঞ্চ থেকে বিলি করলাম । সেই সঙ্গে সাধারণ মানুষের জন্য বিনামূল্য স্বাস্থ্য শিবিরেরও আয়োজন করা হয়েছে ।’’