পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিস্ময় শিশু ! 3 বছরেই ঠোঁটস্থ গায়ত্রী মন্ত্র-গীতার শ্লোক, পড়ুন বিশেষ প্রতিবেদন - India Book Of Records - INDIA BOOK OF RECORDS

India Book Of Records: প্রখর স্মৃতিশক্তি ৷ একবার শুনেই মনে রাখতে পারে অনেক কিছু ৷ সংস্কৃত উচ্চারণে গায়ত্রী মন্ত্র থেকে গীতার শ্লোক মুখস্ত বলে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের পাতায় নাম তুলল বারাবনির অনুরাগ মণ্ডল ৷

India Book Of Records
India Book Of Records

By ETV Bharat Bangla Team

Published : Apr 3, 2024, 8:04 PM IST

বারাবনির বিস্ময়

বারাবনি, 3 এপ্রিল:লোকে তাকে ছোট বলে। তবে ছোট সে নয় ৷ বয়স মাত্র তিন বছর । আর এই বয়সেই অনেকের থেকে অনেক বেশি গুণের অধিকারী আসানসোলের বারাবনির বাসিন্দা অনুরাগ মণ্ডল ৷ মুখস্ত গায়ত্রী মন্ত্র থেকে শুরু করে গীতার শ্লোক ও মহা মৃত্যুঞ্জয় মন্ত্র । আধো আধো স্বরে কঠিন সংস্কৃত উচ্চারণেও টানা বলে দিতে পারে এগুলি সে ৷ সঙ্গে পৃথিবীর সমস্ত দেশের রাজধানীর নাম, রাসায়নিক মৌল থেকে শুরু করে ফল, ফুল, পাখি, রঙের নামও ঠোঁটস্থ তাঁর ৷ ছোট বয়সেই এই প্রতিভার অধিকারী হওয়ায় অনুরাগকে স্বীকৃতি দিয়েছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস ।

আসানসোলের বারাবনি ব্লকের পানুরিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দাসকেয়ারি গ্রামের বাসিন্দা অনুরাগ মণ্ডল । বাবা কাঞ্চন মণ্ডল পেশায় সিভিক ভলেন্টিয়ার। মা রীতা পঞ্চায়েতের সাধারণ কর্মী । অনুরাগের বয়স বর্তমানে তিন বছর । এক মাস হল সে গ্রামেরই একটি নার্সারি স্কুলে ভরতি হয়েছে । কিন্তু নার্সারি স্কুলে ভরতি হওয়ার অনেক আগে থেকেই তার বাবা মা লক্ষ্য করে অনুরাগ অদ্ভুত স্মৃতিশক্তির অধিকারী । একবার শুনে সমস্ত কিছু মনে রাখতে পারে । আর তাই তারপর থেকেই তার মা ও বাবা তাকে ধর্মীয় শ্লোক থেকে শুরু করে রাসায়নিক মৌল, দেশের রাজধানী-সহ আরও নানান কঠিন সমস্ত জিনিস পড়াতে শুরু করেন । আশ্চর্যভাবে অনুরাগও সবকিছু মুখস্ত বলে দিতে পারে অবলীলায় ।

শুধু তাই নয়, তার আধো আধো কথায় সংস্কৃত উচ্চারণও স্পষ্ট ধরা দিয়েছে । অনুরাগ গায়ত্রী মন্ত্র, মহা মৃত্যুঞ্জয় মন্ত্র-সহ বেদের আরো নানান সংস্কৃত মন্ত্র মুখস্ত বলে দিতে পারে । এছাড়াও গীতার অনেক শ্লোক তার ঠোঁটস্থ । এর পাশাপাশি অনুরাগ বিভিন্ন মৌলের নাম বলতে পারে । পৃথিবীর সব দেশের রাজধানী তার ঠোঁটস্থ । এছাড়াও ছবি দেখে সে ফল,ফুল, পাখি সব বলে দিতে পারে ।

বিস্ময়কর শিশুদের ইন্ডিয়া বুক অফ রেকর্ডস স্বীকৃতি দেয় এমন কথা শুনতে পেয়েছিলেন মা রিতা মণ্ডল । তারপরে তিনি অনলাইনে আবেদন করেছিলেন ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের কাছে । ইন্ডিয়া বুক অফ রেকর্ডস অনুরাগের বেশ কয়েকটি ভিডিয়ো চায় এবং তারপর তারা নিশ্চিত হয়ে স্বীকৃতি ও শংসাপত্র পাঠিয়েছে । অনুরাগের দাদু বলেন, "বাবা-মায়ের চেষ্টাতে অনুরাগ এই সব শিখেছে । তবে অনুরাগের স্মৃতিশক্তি দারুণ ৷ যা শোনে, যা দেখে তা একবার দেখেই মনে রাখতে পারে ।" অন্যদিকে, অনুরাগের এই সাফল্য থেকে খুশি প্রতিবেশী থেকে শুরু করে গ্রামের মানুষজন। অনুরাগের বাবা-মা জানিয়েছেন, আগামিদিনে বড় ও ভালো মানুষ করতে চান অনুরাগকে । অন্য কোনও আর স্বপ্ন নেই । অযথা পড়ার চাপ দিয়ে অনুরাগের পড়ার আনন্দকে নষ্ট করতে চান না বাবা-মা । তাই তাঁরা চাইছেন পাঠ্য পুস্তকের পড়ার বাইরেও অনুরাগ আরও নানান বিষয়ে জ্ঞান অর্জন করুক ।

আরও পড়ুন:

  1. মাত্র 2 বছর বয়সে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম গাইঘাটার অঙ্কনার
  2. তিনবছরেই আশ্চর্য স্মৃতি, ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম ঋদ্ধিতার
  3. দু'বছর বয়সেই ইন্ডিয়া বুক অফ রেকর্ড গড়ল হরিপালের অরণ্য

ABOUT THE AUTHOR

...view details