পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কাটবে আইনি বাধা, বাড়বে অর্থ নিয়ে দুশ্চিন্তা; দেখুন শনিবারের রাশিফল - DAILY HOROSCOPE FOR 26TH OCTOBER

শনিবার বিশেষ একটি দিন ৷ এইদিনে গ্রহের গতিবিধি বিবেচনায় কোন রাশির কেমন কাটবে জানুন ইটিভি ভারতের রাশিফলে ৷

DAILY HOROSCOPE FOR 26TH OCTOBER
শনিবারের রাশিফল (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Oct 26, 2024, 12:30 AM IST

মেষ:আজ আপনি অনেক নতুন কিছু হওয়ার প্রত্যাশা করতে পারেন। আপনাকে চিন্তা করতে বারণ করা হচ্ছে, কেননা আপনি শীঘ্রই আপনি বেশ ভালো পরিমাণ অর্থ পেতে চলেছেন। আজকে রোমান্সের জন্য খুবই ভালো দিন। আপনার মানসিক ও শারীরিক শক্তি প্রায় সর্বাধিক থাকবে। আপনার কাজের ওপরে এর ইতিবাচক প্রভাব পড়বে এবং কর্মক্ষেত্রে আপনি ভালো কাজ করতে পারবেন। আগে আপনি যেসব বিষয় নিয়ে উদ্বিগ্ন থাকতেন, এখন সেগুলি সম্বন্ধে অনেক স্বস্তিতে থাকবেন।

বৃষ: আজকের দিনে আপনি সম্ভবত খুবই অধৈর্য ও অস্থির হয়ে পড়বেন। তা সত্ত্বেও যে আপনি যথেষ্ট ধীরস্থির থাকতে ও কাজে মন দিতে এবং সঠিকভাবে কাজ করতে ও প্রত্যাশা পূরণ করতে সক্ষম হবেন, তার জন্য নক্ষত্রদের ধন্যবাদ দিন। দিনের পরের দিকে সহকর্মী ও ওপরওয়ালারা বেশি সাহায্য করবে ও সাড়া দেবে। দিন ফুরোনোর সঙ্গে সঙ্গে, আপনি আপনার প্রিয়তমের কাছে সারা দিনের বিরক্তির কথা উজাড় করে দিতে চাইবেন। এরকম মানসিক বোঝা চাপিয়ে দেবেন না।

মিথুন: প্রচুর সুযোগ সহ একটি উর্বর দিন আপনার জন্য অপেক্ষা করছে। কর্মক্ষেত্রে আপনি সহজেই সব কাজ শেষ করে ফেলতে পারবেন। যদিও অন্যদের সন্তুষ্ট করার জন্য আপনাকে বেশি খাটতে হবে। পরের দিকে আপনি পরিবারের লোকজন ও প্রতিবেশীদের সঙ্গে আলাপ-আলোচনায় লিপ্ত হবেন। প্রত্যাশা বেশি থাকা এবং কাজ থেকে কোনও স্বীকৃতি না পাওয়ার কারণে আপনার মন ভেঙে যাবে। কম প্রত্যাশা করাই ভালো, কেননা সুখী থাকার সেটাই সেরা উপায়। আর্থিক বিষয় সামলানোর ধৈর্য আজ আপনার থাকবে না।

কর্কট: আজ আপনি যাই করবেন তাতেই বেশ শক্তিশালী প্রভাব ফেলবেন। রোমান্টিক সময় কাটিয়ে আপনি আনন্দ পাবেন। আজ আপনি অন্যদের অনুপ্রাণিত করায় শক্তি খরচ করবেন। আজকে আপনার ওপরওয়ালারা গুরুত্বপূর্ণ কাজ সামলানোর জন্য আপনার নাম সুপারিশ করবেন, তার ফলে পেশাগত ক্ষেত্রে আপনি প্রচণ্ড আনন্দে থাকবেন। এটি খুবই ভালো সুযোগ ও আপনি তার ভালোই সুবিধা নেবেন। আজ আপনি জীবনসঙ্গীর বুদ্ধিমত্তায় গর্বিত হবেন। স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি আপনার জন্য মাঝারি কাটবে।

সিংহ: স্বাস্থ্যের দিক থেকে খুব ভালোভাবে দিনটি শুরু না হলেও, দিনের দ্বিতীয় ভাগে নক্ষত্রের অবস্থানের পরিবর্তন আপনার দিনটিকে খুবই ভালো করে তুলবে। দিনের দ্বিতীয় অর্ধে আপনার অনেক অভীষ্টপূরণ হবে। বারবার হতে থাকা খরচগুলি আপনি কমানোর মেজাজে থাকবেন না, এমনকী আপনার জিনিস কেনার প্রবণতা নিয়ন্ত্রণও করতে চাইবেন না। অবিবেচকের মতো খরচ না করে ভালো লেনদেনের খোঁজ করুন।

কন্যা: যেহেতু আপনি পেশা নিয়েই আজ বেশি চিন্তিত থাকবেন, ফলে আপনার প্রেম জীবন হয়তো একটু কম গুরুত্ব পাবে। দিনের দ্বিতীয় অর্ধে সম্ভবত আপনার স্বাস্থ্য আপনাকে একটু ভোগাবে, কাজেই কোনওরকম লক্ষণ বা সাবধানবাণী উপেক্ষা করবেন না। আজকে কোনোরকম ঝগড়া বা বিবাদে জড়িয়ে না পড়ার চেষ্টা করুন, তাহলে আপনার উদ্যমের মাত্রা কমে যাবে। আজকে মুখোমুখি বসে দরদাম করার জন্যও ভালো দিন না। এই ধরনের কাজের জন্য, গ্রহের আরো ভালো অবস্থানের জন্য অপেক্ষা করুন।

তুলা: আজকে আপনি বাড়ি নতুন করে সাজাতে ও সংস্কার করতে চাইবেন। আপনি হয়তো শেয়ার বাজারে নিজের ভাগ্য পরীক্ষা করবেন এবং সেখান থেকে পর্যাপ্ত লাভের আশা করতে পারেন। প্রেমের ক্ষেত্রে সবই খুব ভালো চলবে। আজকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের থেকে আপনি যে প্রশংসা পাবেন তা আপনার মনোবল বৃদ্ধি করবে। দিনের দ্বিতীয় অর্ধে আপনি বন্ধু বা সহকর্মীদের সঙ্গে কোনও কর্মসূচি বানাবেন। যদিও দিনটি মসৃণ ভাবে চালানোর জন্য আপনাকে কাজ ও বাড়ির মধ্যে ভারসাম্য রক্ষা করতে হবে।

বৃশ্চিক: আপনি আজকেই সব জমে থাকা সমস্যার সমধান খুঁজে বার করতে চাইবেন। আর ঠিকই, আপনার আশাবাদী মনোভাব ও সৃজনী দৃষ্টিভঙ্গি আপনাকে কঠিন পরিস্থিতি থেকে বার করে আনবে। এই সময়ে আপনার সহকর্মী ও ওপরওয়ালাদেরও সমর্থন পাবেন। দিনের প্রথম ভাগে আপনি কোনও কাজেই খুব বেশি আপত্তি করবেন না কিন্তু দিনের দ্বিতীয়ার্ধে আপনি কাজের ব্যাপারে একটু কম নমনীয় থাকবেন।

ধনু: আজকে আপনার ইতিবাচকতা একটু মেঘাচ্ছন্ন থাকবে। খুব সম্ভবত আপনি মাঝে মাঝেই একটু হতভম্ব হয়ে পড়বেন। আপনি সম্ভবত আপনার জীবনসঙ্গীর সঙ্গে বসে সমস্যাগুলি নিয়ে আলোচনা করবেন। জীবনসঙ্গী বা ব্যবসায়িক অংশীদারের সঙ্গে যৌথ অ্যাকাউন্ট খোলার জন্য আজ ভালো দিন। যৌথভাবে সম্পত্তি কেনার কথাও ভাবতে পারেন। তাড়াহুড়ো না করে, এইধরনের সিদ্ধান্তগুলি নিয়ে গভীরভাবে ভাবনাচিন্তা করুন।

মকর: আপনি সহজে কাউকে বিশ্বাস করেন না এবং সেই কারণে আপনি কোনওরকম অংশীদারীতে ঢোকেননি, কিন্তু আজকের দিনটি আলাদা। আজকে আপনি কর্মক্ষেত্রে ব্যতিক্রমীভাবে ভালো কাজ করবেন এবং কাজের জায়গায় সকলের প্রশংসা কুড়োবেন। আপনি ফল পাওয়ার লক্ষ্যে এগোচ্ছেন, কিন্তু আজকের দিনটি একটু বিশৃঙ্খলভাবে শুরু হবে। কাজের ক্ষেত্রে, অন্যদের বোঝানো এবং যুক্তিযুক্তভাবে কাজ করা সঠিক হবে।

কুম্ভ:আপনি যদি কোনও আইনি সমস্যায় জড়িয়ে থাকেন, তাহলে আপনাকে আদালতের বাইরে মিটমাট করে নিতে বলা হচ্ছে। আপনি বলিষ্ঠ এবং ধৈর্য ও অধ্যবসায়ের সাহায্যে আপনি সহজেই কঠিন সময় পেরিয়ে যাবেন। লোকজনের যদিও আপনাকে অনমনীয় ও উদ্ধত মনে হবে। আপনি ভালোবাসার মানুষকে নিয়ে উদ্বিগ্ন বোধ করবেন, কেননা তিনি একটু উদাসীন থাকবেন। কাজ নিয়ে খুব বেশি আবেগপ্রবণ হয়ে পড়বেন না। নিজের সহজাত বোধের ওপর বিশ্বাস রাখুন।

মীন: আপনার আর্থিক লক্ষ্যগুলি বোঝার জন্য আজ ভালো দিন। আপনি অন্যদেরও তাদের পায়ের তলায় মাটি শক্ত করতে সাহায্য করবেন। দিনের দ্বিতীয়ার্ধে স্বাস্থ্যের দিকে ভালো নজর রাখুন, কেননা অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা আছে। দিন এগোনোর সঙ্গে সঙ্গে দৈনন্দিন খরচগুলি আপনাকে বিব্রত করতে শুরু করবে। আবেগের বশে খরচ করবেন না, আরো বেশি হিসাবী হোন।

ABOUT THE AUTHOR

...view details