আসানসোল, 20 ফেব্রুয়ারি: কুম্ভস্নানের উদেশ্যে প্রয়াগরাজ যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পুণ্যার্থীদের গাড়ি। এই ঘটনায় 2 জনের মৃত্যু হয়েছে ৷ আহত হয়েছেন 6 জন। আহতদের মধ্যে 4 জন মহিলা। এক মহিলার অবস্থা গুরুতর। মৃত ও আহতরা সবাই বাঁকুড়ার বিষ্ণুপুরের অযোধ্যা গ্রামের বাসিন্দা। আহতরা আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে 19 নম্বর জাতীয় সড়কে কুলটি থানার চৌরঙ্গি মোড়ের কাছে ৷
জানা গিয়েছে বাঁকুড়ার বিষ্ণপুরের অযোধ্যা গ্রাম থেকে একটি জায়লো গাড়িতে 8 তীর্থযাত্রী প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন ৷ বুধবার রাত 9টা নাগাদ খাওয়াদাওয়া সেরে তাঁরা বাঁকুড়া থেকে রওনা হন। আসানসোল পেরিয়ে কুলটি চৌরঙ্গি মোড় ঢোকার আগেই তাঁদের গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। পুলিশ জানিয়েছে, একটি লরির পিছনে সজোরে ধাক্কা মারে জায়লো গাড়িটি ৷ এই ঘটনায় শান্তনু মুখোপাধ্যায় (65) এবং শৈলেন বন্দ্যোপাধ্যায়ের (60) মৃত্যু হয় ৷
আসানসোল দুর্গাপুর পুলিশের এসিপি (কুলটি) জাভেদ হুসেন জানান, "বাঁকুড়ার থেকে গাড়িটি প্রয়াগরাজ যাচ্ছিল। গাড়িতে চালক-সহ 8 জন যাত্রী ছিলেন। দু'জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি ৷ গাড়ির গতি বেশি ছিল ৷ লরিটি রাস্তায় দাঁড়িয়ে ছিল কি না, পুলিশ তদন্ত করে দেখছে ।" দুর্ঘটনায় জায়লো গাড়িটি পুরো দুমড়ে-মুচড়ে গিয়েছে ৷ কারণ তদন্ত করছে পুলিশ। যে লরিটির পিছনে জায়লো গাড়িটি ধাক্কা মারে, সেটিকে পুলিশ আটক করেছে ৷