পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শ্মশান ফেরত যাত্রী নিয়ে বাতিস্তম্ভে ধাক্কা চারচাকার! উলুবেড়িয়ায় মৃত 2 - Road Accident in Uluberia - ROAD ACCIDENT IN ULUBERIA

Road Accident in Uluberia: শেষকৃত্য সেরে বাড়ি ফিরছিল সবাই ৷ দ্রুতগতিতে আসা গাড়িটি লাইট পোস্টে ধাক্ক মারে ৷ মৃত্যু হয় 2 জনের ৷ গাড়িটি সম্পূর্ণরূপে দুমড়ে মুচড়ে যায় ৷

ETV Bharat
দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে গিয়েছে গাড়ি

By ETV Bharat Bangla Team

Published : Apr 11, 2024, 1:39 PM IST

ভোরে শেষকৃত্য করে ফেরার পথে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল 2 ব্যক্তির

উলুবেড়িয়া, 11 এপ্রিল: প্রিয়জনের শেষকৃত্য সেরে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হল দুই ব্যক্তির ৷ বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ হাওড়ার উলুবেড়িয়ায় মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে ৷ এদিন ভোরে হাওড়ার উলুবেড়িয়ার ফকিরপাড়ার 16 নম্বর জাতীয় সড়কে ধারে ল্যাম্পপোস্টে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে ৷ দুর্ঘটনায় আহত হন 10 জন ৷ পরে দুর্ঘটনাগ্রস্ত ওই গাড়িটির সঙ্গে আরেকটি গাড়ির সংঘর্ষ হয় বলে খবর ৷

সূত্রের খবর, স্থানীয় বাউরিয়া থেকে শেষকৃত্য সেরে ফিরছিল বাগনানের একটি পরিবারের সদস্যরা ৷ নিয়ন্ত্রণ হারিয়ে ওই গাড়িটি বাতিস্তম্ভে ধাক্কা মারে ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় দু'জনের ৷ আহত হন 6 জন ৷ দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি দুমড়ে মুচড়ে যায় ৷

এরপর ওই ভেঙেচুরে যাওয়া গাড়ির সঙ্গে আরেকটি গাড়ির সংঘর্ষ হয় ৷ ওই গাড়িটি বালি থেকে দিঘার দিকে যাচ্ছিল ৷ এই ঘটনায় চারজন আহত হন ৷ বেপরোয়া গতির কারণেই প্রথম গাড়িটির দুর্ঘটনায় পড়ে বলে জানিয়েছে পুলিশ ৷ দুর্ঘটনায় মৃত ব্যক্তিরা হলেন প্রশান্ত পাঠক ও বুলান ধারা দু'জনেই হাওড়ার বাগনানের বাসিন্দা ৷

বাগনানের মুরালিবার এলাকা এক মহিলার শেষকৃত্য করে বাউরিয়া থেকে ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে ৷ আহতরা উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৷ পুলিশ দু'টি গাড়ি বাজেয়াপ্ত করেছে ৷ ঘটনার জেরে 16 নম্বর জাতীয় সড়কে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। পরে কর্তব্যরত পুলিশ আধিকারিকদের সাহায্যে যান চলাচল স্বাভাবিক হয় ৷

এদিকে আজ ঈদের দিনেই সাতসকালে পথ দুর্ঘটনায় মৃত্যু হল 7 স্কুল ছাত্রের ৷ হরিয়ানায় স্কুলবাস উলটে এই দুর্ঘটনা ঘটেছে ৷ জখম হয়েছে একাধিক পড়ুয়া ৷ ঘটনাটি ঘটেছে হরিয়ানার মহেন্দ্রগড় জেলায় কানিনা মহকুমার উনহানি গ্রামের কাছে একটি মোড়ে ৷ জিএলপিএস কানিনা স্কুলের বাসটি উলটে গিয়েছে ৷ তবে ঈদে সরকারি ছুটির দিনে স্কুল খোলা থাকার বিষয়ে প্রশ্ন উঠছে ৷

আরও পড়ুন:

  1. স্কুলবাস উলটে মৃত 7 শিশু, আহত কমপক্ষে 20
  2. 50 কর্মীকে নিয়ে খনিতে উলটে গেল বাস, ছত্তিশগড়ে মৃত বেড়ে 12; শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

ABOUT THE AUTHOR

...view details