পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাজ্যে সংশোধনাগারে লালসার শিকার 196 মহিলা সন্তানের জন্ম দিয়েছেন ! বিস্মিত হাইকোর্ট - শারীরিক নির্যাতন

Calcutta High Court: রাজ্যের সংশোধনাগারগুলিতে শারীরিক নির্যাতনের শিকার হয়ে গর্ভবতী হয়ে পড়া 196 মহিলা সন্তানের জন্ম দিয়েছেন ৷ চাঞ্চল্যকর এই তথ্য জানতে পেরে বিস্মিত কলকাতা হাইকোর্ট ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Feb 8, 2024, 2:33 PM IST

কলকাতা, 8 ফেব্রুয়ারি: রাজ্যের সংশোধনাগারগুলির অমানবিক পরিস্থিতি নিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করলেন একজন আদালতবান্ধব আইনজীবী । বৃহস্পতিবার তিনি আদালতে অত্যন্ত চাঞ্চল্যকর এক তথ্য জানিয়েছেন । তিনি জানান, রাজ্যের বিভিন্ন সংশোধনাগারে লালসার শিকার 196 জন মহিলা সন্তানের জন্ম দিয়েছেন । তাঁদের বিভিন্ন সংশোধনাগারে আপাতত রাখা হয়েছে ।

কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি সুপ্রতীম ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চ বিষয়টি শোনার পর জানিয়েছে, এটা অত্যন্ত গুরুতর অভিযোগ । গুরুতর বিষয় । ফৌজদারি মামলার শুনানি করা হয় যে বেঞ্চে, এই বিষয়টি সেই বেঞ্চে পাঠিয়েছেন প্রধান বিচারপতি । কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে সম্ভবত এই বিষয়ে শুনানি করা হবে ।

উল্লেখ্য, সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি আরসি লাহোটি একটি চিঠি লিখে দেশের বিভিন্ন সংশোধনাগারে বন্দিদের অমানবিক পরিস্থিতি নিয়ে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিলেন । সুপ্রিম কোর্ট বিষয়টা স্বতঃপ্রণোদিত মামলা হিসাবে গ্রহণ করে এবং কিছু নির্দেশ দেয় । সেই নির্দেশ দেশের সমস্ত হাইকোর্টে পাঠানো হয় । কারণ বিষয়টি রাজ্যের অন্তর্ভুক্ত । হাইকোর্টের প্রধান বিচারপতিদের সংশোধনাগারগুলিতে বন্দিদের ভিড় এবং তাঁদের অন্যান্য সুযোগ সুবিধার বিষয়ে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে তা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয় । রাজ্যের হাইকোর্টগুলির প্রধান বিচারপতিরা বিষয়টি গ্রহণ করেনএবং একজনকে আদালত বান্ধব হিসাবে নিযুক্ত করেন ।

কলকাতা হাইকোর্টে তাপস কুমার ভঞ্জকে নিযুক্ত করা হয় সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর করার জন্য । সংশোধনাগারের বন্দিদের সমস্ত রকমের মানবাধিকার সংক্রান্ত বিষয় খতিয়ে দেখার জন্য তাঁকে দায়িত্ব দেওয়া হয় । রাজ্যের সংশোধনাগারগুলি ঘুরে দেখার সূত্রে তাপস ভঞ্জ বলেন, দুই ধরনের বন্দি এখানে দেখতে পেয়েছেন তিনি । বড় লোক এবং গরিব লোক । বড়লোক বন্দিরা নিজেদের ইচ্ছেমতো সুযোগ সুবিধা ভোগ করেন । আইনি সহযোগিতা নিতে পারেন । কিন্তু গরিবরা সমস্ত দিক থেকে বঞ্চিত ।

রাজ্যের কারা বিভাগের আইজি অজয় কুমার ঠাকুরের সঙ্গে তাপস ভঞ্জ রাজ্যের বিভিন্ন সংশোধনাগারে ঘুরেছেন । রাজ্য পরে তাপস ভঞ্জ ও কলকাতা হাইকোর্টকে রিপোর্ট দিয়ে জানায়, 196 জন মহিলা অন্তঃসত্ত্বা হয়ে পড়েন । তাঁদের বেশিরভাগ অভিযোগ জানিয়েছেন, তাঁরা বাড়িতে ফিরতে চান । বহুক্ষেত্রেই এই মহিলারা শারীরিক নির্যাতনের স্বীকার । তাপস ভঞ্জ আরও জানিয়েছেন, সম্প্রতি বাবলু পোলে নামে এক বন্দি, যিনি হাওড়া সংশোধনাগারে ছিলেন, তাঁকে অত্যাচার করার ফলে তাঁর মৃত্যু হয় । কিন্তু তাঁর দেহের ময়নাতদন্তের ভিডিয়োগ্রাফি করা হয়নি । আপাতত আগামী সোমবার মামলাটি কলকাতা হাইকোর্টে শুনানি হবে ।

আরও পড়ুন:

  1. পানশালায় গায়িকাকে 'ধর্ষণ' ব্যবসায়ীর, গ্রেফতার অভিযুক্ত
  2. দার্জিলিংয়ের তরুণীকে রাজধানীতে লাগাতার ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত 'বন্ধু'
  3. 'নৃশংসতা না থাকলেও ধর্ষণ সবসময়ই বর্বরোচিত', শিশুকে যৌন নিগ্রহে 30 বছরের কারাদণ্ড সুপ্রিম কোর্টের

ABOUT THE AUTHOR

...view details