বোলপুর, 1 অক্টোবর: গাঁজা পাচার ও কারবারের করিডর হয়ে উঠেছে বোলপুর ৷ দু’টি পৃথক ঘটনায় সব মিলিয়ে 170 কেজি গাঁজা উদ্ধার করল বোলপুর পুলিশ ৷ প্রথম ঘটনায় একটি চার চাকা গাড়ি আটক করে 145 কেজি গাঁজা উদ্ধার করা হয় ৷ দ্বিতীয় ঘটনায় একটি বাড়িতে হানা দিয়ে 25 কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ ৷ এই ঘটনায় দুই মহিলা-সহ তিনজনকে পুলিশ গ্রেফতার করেছে ৷
গতকাল, মঙ্গলবার বোলপুরের বিবেকানন্দপল্লীতে একটি বাড়িতে তল্লাশি চালিয়ে 65 কেজি গাঁজা উদ্ধার করেছিল পুলিশ ৷ ওই ঘটনায় দুই মহিলা মালা পাসোয়ান, আশা স্বর্ণকার-সহ রাম পোদ্দার নামে এক ব্যক্তিকে গ্রেফতারও করেছিল বোলপুর থানার পুলিশ । ধৃতদের জেরা করে বোলপুরের আনন্দপল্লী এলাকা থেকে 145 কেজি গাঁজা উদ্ধার করল পুলিশ ।
বোলপুরে 170 কেজি গাঁজা উদ্ধার (নিজস্ব চিত্র) মঙ্গলবার রাতে নাকা চেকিংয়ের সময় একটি গাড়ি আটক করা হয় । সেই গাড়িতে প্যাকেট প্যাকেট গাঁজা বোঝাই করা হয় ৷ তবে পুলিশ গাড়ি আটক করতেই পালিয়ে যায় দুষ্কৃতীরা ৷ তদন্ত করে পুলিশ জানতে পারে গাড়ির নম্বর প্লেটও ভুয়ো ৷ হুগলি থেকে বোলপুরে আসছিল এই বিপুল পরিমাণ গাঁজা ৷
অতিরিক্ত জেলা পুলিশ সুপার (বোলপুর) রানা মুখোপাধ্যায় বলেন, "পুজোর আগে ব্যবসা করতে একটা গাঁজা পাচারের বড় চক্র সক্রিয় হয়েছে । পুলিশ অনেক দিন ধরেই তল্লাশি চালাচ্ছে ৷ রাতে নাকা চেকিংয়ের সময় একটি গাড়ি আটক করা হয় ৷ সেখান থেকে 145 কেজি গাঁজা উদ্ধার হয় ৷ অন্য জেলা থেকে এই জেলায় আসছে গাঁজা ৷ এখনই রুট বলা যাবে না, কারণ তদন্ত চলছে ।"
বোলপুরে 170 কেজি গাঁজা উদ্ধার (নিজস্ব চিত্র) পরে বুধবার বোলপুরের সুঁড়িপাড়ায় একটি বাড়িতে হানা গিয়ে 24 প্যাকেট গাঁজা উদ্ধার করে বোলপুর থানার পুলিশ । আনুমানিক 25 কেজি গাঁজা উদ্ধার হয়েছে ৷ ঘটনায় দুই মহিলা পূর্ণিমা ঘোষ ও সুমিতা ঘোষ-সহ ভোলানাথ পাল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ ৷
বোলপুরে 170 কেজি গাঁজা উদ্ধার (নিজস্ব চিত্র) বীরভূম জেলার একদিকে বিস্তীর্ণ প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের সীমানা । অন্যদিকে, মুর্শিদাবাদ জেলা । সেটা পার হলে বাংলাদেশ । তাই যেকোনও বেআইনি কারবারের অন্যতম করিডর হল বীরভূম । সম্প্রতি বোলপুর গাঁজা কারবার ও পাচারের স্বর্গরাজ্য হয়ে দাঁড়িয়েছে ।
উল্লেখ্য, বোলপুর-শান্তিনিকেতন এলাকায় রমরমিয়ে গাঁজা ও মাদক কারবার অভিযোগ দীর্ঘদিনের ৷ বহুবার গাঁজা উদ্ধারের ঘটনা ঘটেছে এই এলাকায় ৷ গত 10 অগস্ট বোলপুরের মুলুকে একটি শববাহী গাড়ি আটক করেছিল পুলিশ । সেই গাড়ি থেকে 184টি প্যাকেটে 195 কেজি গাঁজা উদ্ধার হয়েছিল । সেই ঘটনায় পুলিশ সাতজনকে গ্রেফতার করেছিল ৷