মেষ:আজকে হয়তো আপনি অনিশ্চিত পরিস্থিতিতে পড়বেন। আপনার মনে হবে আপনি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন ও স্রোতের বিপরীতে সাঁতরাতে চাইবেন, যা কি না আপনার প্রতিকূলে যাবে। আজকে মনে হবে কোনও কিছুই ঠিক করে হচ্ছে না। এরকম সময়ে একটু বিরতি নিলে চাপ কমতে পারে। আপনি বাস্তব ও অননুভবনীয় উপায়ে পুরষ্কার পাবেন, ফলে দিনের পরের দিকে আপনার জীবনে আনন্দ আসবে। অস্থিরতা অনেকটাই কমে যাবে ও আপনি আরো বেশি মনোনিবেশ করতে পারবেন।
বৃষ: আজ আপনি বেশি বাস্তববাদী হবেন। সঙ্গতি ধরে রাখার জন্য আপনাকে অনেক বেশি কূটনৈতিক হতে হবে। যেসব বাধার কারণে আপনি আটকে ছিলেন, আজ সেগুলিকে অতিক্রম করে যাওয়ার আদর্শ দিন। কোনও কিছুতেই সমঝোতা করবেন না। আপনার বাহ্য রূপের জন্য আপন আজ মোটা টাকা খরচ করার মেজাজে থাকবেন। কিন্তু অত্যধিক খরচ করে ফেলবেন না। আপনি ‘সেরা ডিল’টি খুঁজে বার করবেন বা কোনও কিছু কেনার আগে প্রচুর দরাদরি করবেন।
মিথুন: আপনার নিজের ভালোর জন্য হলেও আপনি অন্যের অনুভূতি যাতে আঘাত না পায় সেই দিকে লক্ষ্য রেখে সারা দিন কাটাবেন। এটি চরিত্রের সঙ্গে পুরোপুরি খাপ খায় না তা নয়, কিন্তু অস্বাভাবিক তো বটেই। দিনের বেশির ভাগ সময়টা আপনি পরিবার থেকে দূরে থাকবেন, অধিক অংশের জন্য ব্যবসায়িক বা প্রমোদ সফরের কারণে। আপনার 'শক্তির সঠিক প্রয়োগ' অনুশীলন করা উচিত। অর্থাৎ আপনার সেই সব কাজই করা উচিত যার থেকে ফল পাওয়া যাবে।
কর্কট: আপনার কর্মব্যস্ত স্বভাবের কারণে আপনি যাস আমলাতে পারবেন তার থেকে অনেক বেশি কাজ হাতে নিয়ে ফেলবেন। এত কাজের চাপ থাকবে যে তাদের বলিষ্ঠ কাঁধও ঝুঁকে যাবে। আপনাকে উপদেশ এই যে চাপ কম নিন ও না বলতে শিখুন। তাছাড়াও এটি একটি সাময়িক পর্যায়, এবং আপনি মাথা ঠাণ্ডা রাখলে কেউ আপনাকে হারাতে পারবে না। আজ আপনি চাপ-মুক্ত থাকবেন ও মানসিক শান্তি উপভোগ করবেন। ফলে আপনার মুখ হাসিতে ভরে যাবে।
সিংহ:নিজের ক্ষমতাতেই কখনো বিস্মিত হয়েছেন? আজকে হবেন। প্রতিকূল কার্যকলাপের অভাব ও বন্ধুত্বপূর্ণ আচরণের সঠিক মিশ্রণ, সব পরিস্থিতিতেই আপনাকে মনোযোগের কেন্দ্রবিন্দু করে তুলবে। এই দিনটি আপনার নমনীয় স্বভাব, নরমপন্থী মতামত ও পরিপূর্ণ বক্তব্যকে সামনে নিয়ে আসবে, যা কিনা একসঙ্গে অদম্য। মাঝরাত্রি অবধি সৃজনশীলতা আপনাত হৃদয় দখল করে রাখবে। প্রিয়তমকে আপনি খুব বেশি সময় দিতে পারবেন না।
কন্যা: বাচ্চারা শ্রেণিকক্ষে ও তার বাইরেও হাততালি ও প্রশংসা কুড়োবে! যুক্তি ও ও ন্যায়বিচারের ক্ষমতাও উন্নত হবে। আজকের দিনে যাই ঘটুক না কেন, আপনাকে উপদেশ দেওয়া হচ্ছে যে মাথা ঠাণ্ডা রেখে এই আনন্দের সময় উপভোগ করুন। আজ আপনার স্বাস্থ্য ও মেজাজ ভালো থাকবে। আপনার পরিকল্পনাও সঠিক ভাবে কাজে পরিণত হবে। ভাগ্য আপনার সহায় থাকবে। যে কাজ করতে ভালোবাসেন তা করে নিজেকে উদ্দীপ্ত করার এটিই সেরা সময়।
তুলা: নতুন কাজ শুরু করার জন্য আজ খুবই পয়মন্ত দিন। আপনার আকর্ষণীয়তা দিয়ে আপনি সবার মন জয় করে নেবেন। আপনার বাড়ি ও তার শৈল্পিক অন্দরুজ্জা লোককে মুগ্ধ করবে। ইতিবাচকতার সদ্ব্যবহার করুন। আজ আপনি প্রকৃত প্রেমের কথা প্রকাশ করবেন। ভালোবাসার মানুষের কাছে অনুভূতির কথা খুলে বললে ভুল বোঝাবুঝির সম্ভাবনা অনেক কমে যায়। ক্লান্তিকর কাজ এড়িয়ে চলুন ও উদ্যমের মাত্রা ধরে রাখুন। মনে রাখবেন, স্বাস্থ্যই সম্পদ। এখন বিরতি নিয়ে আরাম ও উপভোগ করার সময়।
বৃশ্চিক:আপনি দূরদর্শী ও সফল ভবিষ্যত গড়ে তোলার লক্ষ্যে আজ আপনি কাজ করবেন। যদিও তাৎক্ষণিক ফল প্রত্যাশা করা ঠিক হবে না। জীবনে শক্তিশালী পরিবর্তন নিয়ে আসার জন্য ধৈর্য ধরে থাকতে হবে। অপেক্ষা করুন, সবুরে মেওয়া ফলবে! আপনার রসিকতাবোধ ভালোবাসার মানুষের কাছাকাছি আসতে আপনাকে সাহায্য করবে। আজকে যে অর্থ খরচ করবেন তা বিনিয়োগ স্বরূপ এবং তা নষ্ট হবে না।
ধনু:আজকে চিন্তার মেঘ আপনাকে বিষণ্ণ করে রাখবে। সেই মেঘ কাটানোর চেষ্টা করুন ও এমন সিদ্ধান্ত নিন যা আপনার সমস্যার সমাধান কুরবে। আপনি যদি চান যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠুক, তাহলে তাতে একটু বিলম্ব হতে পারে। যদিও দিনের শেষে লাভ আপনারই হবে। ক্ষিপ্রতার সঙ্গে কাজ করুন এবং নিজের সাধ্যের বাইরে গিয়ে কাজ করবেন না। আর্থিক বিষয়ে আপনি বাস্তববাদী থাকবেন এবং না ভেবেচিন্তে খরচ করার প্রলোভন জয় করবেন।
মকর: শিক্ষার্থীদের জন্য ভালো খবর! তুমি যদি এতদিন বিদেশে পড়তে যাওয়ার চেষ্টা করো, আজ তোমার জন্য শুভ দিন। কোন কাজকে অগ্রাধিকার দিতে হবে তা বুঝে নিন ও এক এক করে সেগুলি সম্পন্ন করুন, কেননা পরিকল্পিত পদক্ষেপই আপনাকে আপনার উচ্চাকাঙ্খার কাছাকাছি নিয়ে আসতে পারে। জীবনকে আকর্ষণীয় করে তোলার জন্য ফিটফাট হয়ে উঠুন। শেয়ার বাজারে লেনদেন করা থেকে বিরত থাকত বলা হচ্ছে। এই সময়ে আপনার দক্ষতাগুলিকে শানিয়ে নিতে পারেন।
কুম্ভ: আজ যোগাযোগ ও একত্রিত হওয়ার দিন। খুবই উৎপাদনশীল কিন্তু ক্লান্তিকর দিন। কোনও সম্পত্তির খোঁজ করার জন্য ভালো দিন। যদি বর্তমান বাড়ি নিয়ে আপনি খুশি থাকনে, তাহলে নতুন গাড়ির কথা ভাবুন। অফিসে ব্যস্ততার সম্ভাবনা আছে। সমস্যার সমাধান করেই আপনার দিনের প্রথম ভাগ নষ্ট হবে। সন্ধ্যাবেলা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে গুরুগম্ভীর বিষয়ে আলোচনা করে সন্ধ্যাবেলা আপনার প্রবল ব্যস্ততায় কাটবে।
মীন: সম্পর্কের ক্ষেত্রে সমঝোতাই সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় আর আপনি তাতে পারদর্শী। হৃদয় জেতার জন্য তর্কে হারার গুরুত্ব আপনি জানেন এবং অসাধারণ আত্মবিশ্বাসের সঙ্গে তা আপনি করেন। এই বিষয়ে সবাই আপনাকে অনুকরণ করতে চায়। আজকে আপনার হৃদয়ের থেকে মাথা বেশি জায়গা নেবে, যা কি না, আপনার স্বাভাবিক চরিত্র নয়। আপনি সুস্থ ও সবল থাকলেও মানসিক ভাবে ক্লান্ত বোধ করতে পারেন। তার ফলে কাজে আপনি কম মনোনিবেশ করতে পারবেন ৷