পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নাবালককে লাগাতার যৌন নির্যাতন প্রতিবেশী বন্ধুদের ! ধৃত তিন কিশোর - Sexual Harassment Case - SEXUAL HARASSMENT CASE

Sexual Harassment Case: শিলিগুড়িতে বছর দশেকের এক বালকের উপর যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে ৷ নির্যাতিত এখন হাসপাতালে চিকিৎসাধীন৷ ঘটনায় অভিযুক্ত তিন কিশোর ৷ তাদের ধরা হয়েছে বলে পুলিশ জানিয়েছে ৷

Sexual Harassment Case
নিউ জলপাইগুড়ি থানা (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Aug 31, 2024, 4:03 PM IST

শিলিগুড়ি, 31 অগস্ট: পাড়ার বন্ধুদের কাছে লাগাতার যৌন নির্যাতনের শিকার এক নাবালক । ঘটনায় ধরা হয়েছে তিনজনকে ৷ তারাও নাবালক । ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির এনজেপি থানা এলাকায় । আশঙ্কাজনক অবস্থায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ওই নির্যাতিত নাবালক ।

আরজি কর মেডিক্য়াল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি । এখনও প্রতিবাদ চলছেই । এরই মাঝে শিলিগুড়িতে শিউরে ওঠার মতো এই ঘটনা ঘটল, যেখানে প্রতিবেশী বন্ধুদের লালসার শিকার হতে হল দশ বছরের এক নাবালককে । শনিবার ঘটনাটি প্রকাশ্যে আসতেই হইচই শুরু হয়েছে গোটা এলাকায় ।

পরিবারের অভিযোগ, বিগত কয়েকদিন ধরেই আচমকা শারীরিক অবস্থার অবনতি হতে থাকে ওই নাবালকের । বিষয়টি পরিবারের নজরে আসতেই প্রকাশ্যে আসে পুরো ঘটনা । এলাকারই কয়েকজন নাবালক যুবক সেই কিশোরকে খেলার নাম করে নির্জন এলাকায় নিয়ে গিয়ে যৌন নির্যাতন করে চলছিল । পাড়ার এক প্রাচীর ঘেরা জায়গায় প্রায় মাসখানেক ধরে চলছিল ওই কাণ্ড । কখনও খাবারের লোভ দেখিয়ে, আবার কখনও ভয় দেখিয়ে, দিনের পর দিন যৌন নির্যাতন হচ্ছিল সেই নাবালকের উপর । এরপর শারীরিক অবস্থার অবনতি ঘটলে পরিবারের কাছে সমস্ত ঘটনা জানায় ওই নাবালক ।

এরপরই পরিবারের তরফে এলাকার তিনজনের বিরুদ্ধে নিউ জলপাইগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় । অভিযুক্ত তিনজন 15 থেকে 17 বছরের মধ্যে । তাদের বিরুদ্ধে বিরুদ্ধে পকসো আইনে মামলার রজু করা হয়েছে ।
নাবালকের বাবা বলেন, "আমার ছেলেকে যৌন নির্যাতন করেছে আমাদের এলাকারই তিনটি ছেলে । আমরা বিষয়টি জানতে পারার পর তাদের পরিবারকে জানাতে গেলে উলটে আমার ভাই ও বাবাকে মারধর করে । আমরা বিষয়টি স্থানীয় পঞ্চায়েতকেও জানিয়েছিলাম কিন্তু সে কোনও গুরুত্ব দেয়নি । আমরা পুলিশকে লিখিত অভিযোগ জানিয়েছি। ছেলে আশঙ্কাজনক পরিস্থিতিতে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ।"

অন্যদিকে ঘটনাকে কেন্দ্র করে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডিসিপি (জোন 1) দীপক সরকার বলেন, "অভিযোগ পাওয়ার পরই আমরা তিন জনকে গ্রেফতার করেছি । প্রত্যকেই নাবালক । গোটা ঘটনার তদন্ত চলছে ।"

ABOUT THE AUTHOR

...view details