নয়াদিল্লি, 12 সেপ্টেম্বর:পকেটে হাত রেখে স্থির নিশানা ৷ সোয়্য়াগ দেখিয়ে পদক জিতে প্য়ারিসে মাসখানেক আগে আলোড়ন ফেলেছিলেন ইউসুফ ডিকেচ ৷ তুরস্কের শুটারের স্টাইলে মজেছিল নেটপাড়া ৷ সব ঠিক থাকলে আগামী মাসে ভারতের মাটিতে দেখা যাবে শুটিংয়ের নয়া সেনসেশনকে ৷ আগামী মাসে নয়াদিল্লিতে বসছে শুটিং বিশ্বকাপের ফাইনাল ৷ সেখানে ডিকেচ অংশগ্রহণ করবেন বলে নিশ্চিত করেছে আন্তর্জাতিক শুটিং ফেডারেশন (ISSF) ৷
আগামী 13-18 অক্টোবর রাজধানীর কর্নি সিং শুটিং রেঞ্জে বসছে বিশ্বকাপ ফাইনালের আসর, যা মরশুমের শেষ প্রতিযোগিতাও বটে ৷ ভারতের প্রথমসারির শুটার, অলিম্পিক্সে পদকজয়ীরা তো থাকছেনই; তবে আগামী মাসে ভারতের মাটিতে ডিকেচকে নিয়ে বাড়তি উন্মাদনা লক্ষ্য করা যাবে বলে ধারণা ওয়াকিবহাল মহলের ৷ indianshooting.com -কে দেওয়া বিবৃততে আন্তর্জাতিক শুটিং ফেডারেশন বলেছে, "নয়াদিল্লিতে আইএসএসএফ বিশ্বকাপ ফাইনালে ইউসুফ ডিকেচের অংশগ্রহণের জন্য আমরা গর্বিত ৷ শুটিংয়ের প্রতি তাঁর একাগ্রতা এবং উৎকর্ষ তাঁকে আজ সারা পৃথিবীর রোল মডেল করে তুলেছে ৷"