পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

অক্টোবরে এদেশে ডিকেচ, তুরস্ক শুটারের 'সোয়্যাগে' এবার মজবে ভারত! - YUSUF DIKEC TO COME INDIA

ISSF WORLD CUP FINAL 2024: ভারতে দেখা যাবে তুরস্কের শুটার ইউসুফ ডিকেচের সোয়্য়াগ ৷ সব ঠিক থাকলে আগামী মাসেই এদেশে আসছেন প্য়ারিস অলিম্পিক্সে সাড়া জাগানো অ্যাথলিট ৷

YUSUF DIKEC IN ACTION
লক্ষ্যে স্থির ইউসুফ ডিকেচ (GETTY)

By ETV Bharat Sports Team

Published : Sep 12, 2024, 3:16 PM IST

নয়াদিল্লি, 12 সেপ্টেম্বর:পকেটে হাত রেখে স্থির নিশানা ৷ সোয়্য়াগ দেখিয়ে পদক জিতে প্য়ারিসে মাসখানেক আগে আলোড়ন ফেলেছিলেন ইউসুফ ডিকেচ ৷ তুরস্কের শুটারের স্টাইলে মজেছিল নেটপাড়া ৷ সব ঠিক থাকলে আগামী মাসে ভারতের মাটিতে দেখা যাবে শুটিংয়ের নয়া সেনসেশনকে ৷ আগামী মাসে নয়াদিল্লিতে বসছে শুটিং বিশ্বকাপের ফাইনাল ৷ সেখানে ডিকেচ অংশগ্রহণ করবেন বলে নিশ্চিত করেছে আন্তর্জাতিক শুটিং ফেডারেশন (ISSF) ৷

আগামী 13-18 অক্টোবর রাজধানীর কর্নি সিং শুটিং রেঞ্জে বসছে বিশ্বকাপ ফাইনালের আসর, যা মরশুমের শেষ প্রতিযোগিতাও বটে ৷ ভারতের প্রথমসারির শুটার, অলিম্পিক্সে পদকজয়ীরা তো থাকছেনই; তবে আগামী মাসে ভারতের মাটিতে ডিকেচকে নিয়ে বাড়তি উন্মাদনা লক্ষ্য করা যাবে বলে ধারণা ওয়াকিবহাল মহলের ৷ indianshooting.com -কে দেওয়া বিবৃততে আন্তর্জাতিক শুটিং ফেডারেশন বলেছে, "নয়াদিল্লিতে আইএসএসএফ বিশ্বকাপ ফাইনালে ইউসুফ ডিকেচের অংশগ্রহণের জন্য আমরা গর্বিত ৷ শুটিংয়ের প্রতি তাঁর একাগ্রতা এবং উৎকর্ষ তাঁকে আজ সারা পৃথিবীর রোল মডেল করে তুলেছে ৷"

51 বছর বয়সি তুরস্কের ডিকেচ শুটিং রেঞ্জে রয়েছেন বহুদিন ধরেই ৷ তবে তাঁকে আলাদা পরিচিতি দিয়েছে 2024 প্য়ারিস অলিম্পিক্স ৷ 10 মিটার এয়ার পিস্তলের মিক্সড টিম ইভেন্টে রুপো তাঁকে প্রথম অলিম্পিক্স পদক এনে দিয়েছে ৷ কিন্তু তাঁর লাইমলাইটে আসা তাঁর শুটিংশৈলীর কারণে ৷ কোনওরকম শুটিং সরঞ্জাম ছাড়াই বাজিমাত করেছেন ডিকেচ ৷ রুপো জয়ের মুহূর্তে তাঁর চোখে ছিল কেবল নিত্য ব্যবহৃত চশমা ৷ তারপর থেকেই শিরোনামে তিনি ৷

ডিকেচের এই কৃতিত্ব নিয়ে আইএসএসএফের তরফে indianshooting.com -কে বলা হয়েছে, "অলিম্পিক্সে ইউসুফের ভাইরাল সেই মুহূর্ত শুটিংয়ের মান আরও উঁচুতে নিয়ে গিয়েছে ৷ বিশ্বব্যাপী আলোড়ন তৈরি করে অনুরাগী এবং তরুণ অ্যাথলিটদের যা অনুপ্রাণিত করছে ৷" উল্লেখ্য, ইউসুফের রুপোজয়ের ইভেন্ট থেকেই ভারতের হয়ে ব্রোঞ্জ এনেছিলেন মনু ভাকের-সরবজিৎ সিং জুটি ৷

ABOUT THE AUTHOR

...view details