রাজকোট, 17 ফেব্রুয়ারি: ভারতীয় ওপেনার হিসেবে যৌথভাবে দ্রুততম তিন নম্বর টেস্ট সেঞ্চুরি করলেন যশস্বী জয়সওয়াল ৷ এই রেকর্ড এতদিন শুধুমাত্র নজফগড়ের নবাব অর্থাৎ, বীরেন্দ্র সেহওয়াগের নামে ছিল ৷ ওপেনার হিসেবে মাত্র 13 নম্বর টেস্ট ইনিংসে কেরিয়ারের তৃতীয় সেঞ্চুরি করলেন যশস্বী ৷ তবে, সেঞ্চুরির পরপরই মাঠ ছেড়ে বেরিয়ে যান তিনি ৷ পীঠের ব্যাথা অনুভব হওয়ায় তাঁকে তুলে নেওয়া হয় ৷ দিনের শেষে 104 রানে রিটায়ার্ড হার্ট হন তিনি ৷
উল্লেখ্য, আন্তর্জাতিক স্তরে যৌথভাবে সাত নম্বর ক্রিকেটার হিসেবে দ্রুততম তৃতীয় টেস্ট সেঞ্চুরি করলেন যশস্বী জয়সওয়াল ৷ এই তালিকায় প্রাক্তন ভারতীয় মিডল-অর্ডার ব্যাটার সঞ্জয় মঞ্জরেকরও রয়েছেন ৷ এ দিন 122 বলে বাউন্ডারি মেরে সেঞ্চুরিতে পৌঁছন বাঁ-হাতি ওপেনার ৷ 13 ইনিংস শেষে যশস্বীর গড় সেহওয়াগের থেকে অনেকটাই বেশি ৷ 13 ইনিংসে বীরুর 66.63 স্ট্রাইক রেটে 53.31 গড় ছিল ৷ আর সেখানে যশস্বী জয়সওয়াল 65.87 স্ট্রাইক রেটে 62.25 গড়ে রান করেছেন ৷
তবে, ভারতের জন্য দিনের শেষে একটা অস্বস্তির কাঁটা থেকে গেল ৷ তা হল, যশস্বীর পীঠের টান ৷ সেঞ্চুরির সেলিব্রেশনের পরপরই পীঠে ব্যাথা অনুভব করেন তিনি ৷ এর জন্য বেশ কিছুক্ষণ খেলা বন্ধ থাকে ৷ তিনবার মাঠে ভারতীয় দলের ফিজিওকে আসতে হয় ৷ শেষে ড্রেসিংরুম থেকে কোচ রাহুল দ্রাবিড় তাঁকে উঠে আসতে নির্দেশ দেন ৷ দিনের শেষে তিনি 133 বলে 104 রান করে অপরাজিত রয়েছেন ৷ অন্যদিকে, প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান অধিনায়ক রোহিত শর্মা এদিন মাত্র 19 রানে জো রুটের শিকার হন ৷