দুবাই, 3 সেপ্টেম্বর: তৃতীয়বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত হবে কোথায়, জানিয়ে দিল আইসিসি ৷ আগামী বছর 11 জুন-15 জুন ঐতিহাসিক লর্ডসে অনুষ্ঠিত হবে চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, মঙ্গলবার এক ঘোষণায় জানাল বিশ্ব ক্রিকেটের গভর্নিং বডি ৷ 16 জুন টেস্ট চ্য়াম্পিয়নশিপ ফাইনালের জন্য অতিরিক্ত একটি দিন বরাদ্দ রেখেছে আইসিসি ৷
এদিন এক বিবৃতিতে বিশ্ব ক্রিকেট সংস্থার মুখ্য কার্যনিবাহী আধিকারিক জিওফ অ্যালার্ডাইস বলেন, "আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খুব কম সময়ের মধ্যেই ক্রিকেটের অন্যতম প্রতীক্ষীত ইভেন্ট হিসেবে উঠে এসেছে ৷ আমরা 2025 সংস্করণের দিন আনন্দের সঙ্গে ঘোষণা করছি ৷" সাউদাম্পটন (2021), দ্য ওভালের (2023) পর লর্ডসে অনুষ্ঠিত হতে চলেছে তৃতীয় সংস্করণের ফাইনাল ৷
এর আগে জোড়া টেস্ট চ্য়াম্পিয়নশিপ ফাইনালেই অংশগ্রহণ করেছে ভারতীয় দল ৷ কিন্তু দু'বারই ট্রফি হাতছাড়া হয়েছে তাদের ৷ প্রথমবার নিউজিল্যান্ডের কাছে এবং দ্বিতীয় সংস্করণে অস্ট্রেলিয়ার কাছে হেরে রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে ভারতকে ৷ চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপেও ফাইনালের লক্ষ্যে ভালোই এগোচ্ছে রোহিত শর্মা নেতৃত্বাধীন ভারতীয় দল ৷ 9 ম্য়াচে গত দু'বারের রানার্সদের ঝুলিতে 74 পয়েন্ট ৷ জয়ের হার 68.52 শতাংশ ৷ দ্বিতীয়স্থানে ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন অস্ট্রেলিয়া ৷ 12 ম্য়াচে তাদের ঝুলিতে 90 পয়েন্ট ৷
50 শতাংশ জয়ের হার নিয়ে তৃতীয়স্থানে রয়েছে প্রথমবারের চ্যাম্পিয়ন নিউজিল্য়ান্ড ৷ উল্লেখযোগ্যভাবে পাকিস্তানকে তাদের ঘরের মাটিতে টেস্ট সিরিজে হারিয়ে চারে উঠে এসেছে বাংলাদেশ ৷ আগামীতে বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে খেলবে ভারত এবং বর্ষশেষে অজিভূমে পাঁচ ম্যাচের বর্ডার-গাভাসকর ট্রফি খেলতে উড়ে যাবে রোহিত অ্য়ান্ড কোম্পানি ৷ ভারত টানা তৃতীয়বার ডব্লিউটিসি ফাইনাল খেলবে কি না, নির্ভর করছে এই তিন সিরিজের ফলাফলের উপর ৷