বুয়েনস আইরস, 6 সেপ্টেম্বর: অবসরে অ্যাঞ্জেল ডি'মারিয়া, চোটগ্রস্ত লিওনেল মেসি ৷ 11 বছরে প্রথমবার দলের দুই মহাতারকাকে ছাড়া চিলির বিরুদ্ধে স্কোয়াড ঘোষণা করেছিলেন লিওনেল স্কালোনি ৷ তবে ডি'মারিয়া ও মেসিকে ছাড়া চিলির বিরুদ্ধে পরীক্ষায় লেটার মার্কস নিয়েই পাশ করল বিশ্বচ্যাম্পিয়নরা ৷ বিশ্বকাপের যোগ্যতা অর্জনে শুক্রবার চিলিকে 3-0 হারিয়ে শীর্ষে অবস্থান মজবুত করল 'লা আলবিসেলেস্তে' ৷ বিশ্বচ্যাম্পিয়নদের হয়ে গোল করলেন ম্যাক অ্যালিস্টার, জুলিয়ান আলভারেজ এবং পাওলো দিবালা ৷
দল জিতলেও মাসদু'য়েক আগে যুক্তরাষ্ট্রের মাটিতে কোপা আমেরিকার ফাইনালে গোড়ালিতে চোট পেয়েছিলেন লিও ৷ চোট সারিয়ে কবে তিনি মাঠে ফিরবেন, এখনও নিশ্চিত নয় ৷ অন্যদিকে কোপা জিতেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন ডি'মারিয়া ৷ ফলত দুই তারকাকে ছাড়াই চিলি ও কলম্বিয়ার বিরুদ্ধে স্কোয়াড সাজিয়েছেন কোচ ৷ তাঁদের ছাড়া কেমন খেলে বিশ্বজয়ীরা, দেখার প্রতীক্ষায় ছিলেন অনুরাগীরা ৷ এই জয় নিঃসন্দেহে তাদের আশ্বস্ত করবে ৷
2026 বিশ্বকাপের প্রবেশ আগেই নিশ্চিত করে নিয়েছে আর্জেন্তিনা ৷ তবু চিলির বিরুদ্ধে এদিন দাপটের সঙ্গেই খেলল স্কালোনির ছেলেরা ৷ যদিও প্রথমার্ধ ছিল গোলশূন্য ৷ দ্বিতীয়ার্ধের 48 মিনিট, 84 মিনিট এবং সংযুক্তি সময়ে চিলির বিরুদ্ধে একে একে গোলগুলি করেন অ্যালিস্টার, আলভারেজ এবং দিবালা ৷ জয়ের ফলে 7 ম্য়াচে 18 পয়েন্ট নিয়ে শীর্ষে 'লা আলবিসেলেস্তে' ৷ 6 ম্যাচে 13 পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে উরুগুয়ে ৷ 7 পয়েন্ট নিয়ে ষষ্ঠস্থানে ব্রাজিল ৷ যোগ্যতা অর্জন পর্ব শেষে প্রথম ছ'টি দলই সরাসরি মূলপর্বে পৌঁছবে ৷ সপ্তম স্থানাধিকারীকে খেলতে হবে প্লে-অফ ৷
চিলির বিরুদ্ধে এদিন বুয়েনস আইরসের এস্তাদিও মনুমেন্টালে ম্যাচ শুরু আগে সংবর্ধনা দেওয়া হয় অ্যাঞ্জেল ডি'মারিয়াকে ৷ 16 বছরের বর্ণময় কেরিয়ারে দেশের জার্সিতে 145টি ম্যাচ খেলেছেন তিনি ৷ গোল 31টি ৷ 2021 কোপা ফাইনালে তাঁর গোলেই ব্রাজিলকে হারিয়েছিল আর্জেন্তিনা ৷ 2022 বিশ্বকাপ ফাইনালেও গোল ছিল ডি'মারিয়া ৷ এদিন ম্যাচ শেষে কোপা আমেরিকা ট্রফি নিয়ে চলে আর্জেন্তিনা ফুটবলারদের সেলিব্রেশন ৷