কলকাতা, 18 জুলাই: এবার পাঠ্যপুস্তকে কলকাতার তিন প্রধান ফুটবল ক্লাব ৷ দেশের ফুটবলের ইতিহাসে মোহনবাগান, মহমেডান ও ইস্টবেঙ্গলের অবদান প্রচুর । শুধু তাই নয়, কলকাতার তিন প্রধানকে ঘিরে রয়েছে স্বাধীনতা আন্দোলনের সঙ্গে জড়িত নানা ঘটনাও ৷ সেই কারণেই এবার মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মহমেডানের স্পোর্টিংয়ের ইতিহাস তুলে ধরা হচ্ছে পাঠ্যপুস্তকে। রাজ্য সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে ময়দানের তিন বড় ক্লাব।
এই তিন ক্লাবের কী অবদান, তা নিয়ে পাঠ্যবইয়ে বিস্তারিত রয়েছে। পাঠ্যবইয়ে স্থান পেয়েছে বিভিন্ন সময়ে এই তিন ক্লাবে খেলে যাওয়া উল্লেখযোগ্য খেলোয়াড়দেরও নামও ৷ চলতি শিক্ষাবর্ষ থেকেই ছাত্রছাত্রীরা স্কুলে পড়বে তিন ক্লাবের ইতিহাস ৷ একাদশ শ্রেণিতে তিন ক্লাবের ইতিহাস অন্তর্ভুক্ত করা হয়েছে । মোহনবাগানের আইএফএ শিল্ড পাওয়া থেকে শুরু করে বিভিন্ন সময়কার ট্রফি জয়ের ইতিহাস তুলে ধরা হয়েছে পাঠ্যবইয়ে ৷
শতাব্দীপ্রাচীন তিন ক্লাবকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার ব্যাপারে কোনও সিদ্ধান্ত আগে হয়নি ৷ উচ্চশিক্ষা পর্ষদের এই সিদ্ধান্তে অভিভূত তিন প্রধান ৷ মোহনবাগান সচিব দেবাশিস দত্ত বলেন, “এই সিদ্ধান্তের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ দিচ্ছি । কৃতিত্ব দিচ্ছি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকেও । মোহনবাগানের অবদানের কথা ইতিহাস বইয়ে অর্ন্তভুক্ত হলে নতুন প্রজন্ম আরও বেশি করে জানবে । ফুটবল এবং ফুটবল মাঠ থেকে সমাজের ওপর এই তিন দলের প্রভাবের কথাও জানবে । স্বাধীনতা সংগ্রামে মোহনবাগানের অবদানের কথা জানতে পারবে । একাদশ শ্রেণিতে করা হয়েছে । আমি চাই, মাধ্যমিক স্তরেও করা হোক । এখনকার প্রজন্ম ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ নিয়ে উৎসাহী ৷ এই তিন ক্লাব যে শুধু ক্লাব নয়, প্রতিষ্ঠান ৷ সেই সম্পর্কে জানা এবং জানানো জরুরি ৷”
তিন প্রধান তাদের ইতিহাস নিজেদের মতো করে সংরক্ষণ করার ব্যবস্থা করেছে । ইস্টবেঙ্গলে লাইব্রেরি এবং মিউজিয়াম গড়া হয়েছে । মোহনবাগানে লাইব্রেরি রয়েছে, মিউজিয়াম গড়া হচ্ছে । মহমেডান স্পোর্টিংও একই উদ্যোগ নিয়েছে ।