পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে চোটের কবলে বিরাট! রঞ্জি খেলা নিয়ে অনিশ্চয়তা - VIRAT KOHLI

আইসিসি মার্কি ইভেন্টের আগে নাকি চোটের কবলে বিরাট কোহলি ৷ সৌরাষ্ট্রের বিরুদ্ধে রঞ্জি খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা ৷

VIRAT KOHLI
বিরাট কোহলি (ANI)

By ETV Bharat Sports Team

Published : Jan 17, 2025, 5:22 PM IST

নয়াদিল্লি, 17 জানুয়ারি: বোর্ডের ফতোয়া মেনে আগামী 23 জানুয়ারি থেকে রঞ্জি ট্রফিতে মাঠে নামতে চলেছেন বিরাট কোহলি ৷ 13 বছর পর ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণ ইস্যুতে জল্পনার মধ্যেই বড় আপডেট সামনে এল তারকা ব্যাটারকে নিয়ে ৷ ঘাড়ের চোটে নাকি ভুগছেন বিরাট কোহলি ৷ অবস্থা এমনই যে ব্য়থা কমাতে ইঞ্জেকশনও নিতে হয়েছে তাঁকে ৷ দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে পরবর্তীতে এ ব্য়াপারে আরও বিশদে জানানোর কথা বলা হয়েছে ৷

এক বিশ্বস্ত সূত্রকে উদ্ধৃত করে টাইমস অফ ইন্ডিয়া'র তরফে বলা হয়েছে, "ঘাড়ের চোট পেয়েছেন বিরাট কোহলি এবং ইঞ্জেকশনও নিতে হয়েছে তাঁকে ৷ মনে করা হচ্ছে দিল্লির হয়ে যে দু'টি রঞ্জি ম্যাচ তাঁর খেলার কথা ছিল তার মধ্যে প্রথমটি নাও খেলতে পারেন তিনি ৷ দিল্লির নির্বাচকরাই এ ব্য়াপারে স্পষ্ট বলতে পারবেন ৷"

অর্থাৎ, রাজকোটে সৌরাষ্ট্রের বিরুদ্ধে দিল্লির পরবর্তী রঞ্জি ম্যাচে কোহলি যে চোটের কারণে খেলছেন না, সে ব্যাপারে কোনও নিশ্চয়তা নেই এখনও ৷ 20 জানুয়ারি ম্যাচ খেলতে রাজকোটে রওনা হওয়ার কথা দিল্লি টিমের ৷ বিরাট সেই দলের সঙ্গে গেলে অবাক হওয়ার কিছু নেই ৷ এ ব্যাপারে দিল্লি ক্রিকেটের গভর্নিং বডির এক আধিকারিক টাইমস অফ ইন্ডিয়া'কে জানিয়েছেন, কোহলিকে পাওয়ার ব্য়াপারে নিশ্চয়তা মিললে পরবর্তী ম্য়াচের জন্য তাঁকে স্কোয়াডে যে রাখা হবে, তা একপ্রকার নিশ্চিত ৷ শুক্রবারই চিত্রটা অনেকটা পরিষ্কার হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আধিকারিক ৷

কোহলিকে নিয়ে অনিশ্চয়তা থাকলেও স্টাম্পার-ব্যাটার ঋষভ পন্ত সৌরাষ্ট্রের বিরুদ্ধে নামছেন দিল্লির হয়ে ৷ ঘরের মাঠে রেলওয়েজের বিরুদ্ধেও তাঁকে পাওয়ার ব্যাপারে আশাবাদী ডিডিসিএ ৷ এদিকে বোর্ডের চুক্তিবদ্ধ ক্রিকেটারদের জন্য ফতোয়া জারি করেছে বিসিসিআই ৷ যেখানে ঘরোয়া ক্রিকেটকে বাধ্যতামূলক করা হয়েছে ৷ এমনকী দলে সুযোগ পাওয়ার মানদণ্ড হিসেবে ঘরোয়া ক্রিকেটের পারফরম্য়ান্স বিবেচিত হবে বলে জানিয়েছে বোর্ড ৷

আরও পড়ুন:

  • গড় 752, অধিনায়ক হিসেবে বিজয় হাজারেতে সর্বকালীন রেকর্ড নায়ারের ব্যাটে

ABOUT THE AUTHOR

...view details