ETV Bharat / sports

এজের অবিশ্বাস্য গোলে পুরো পয়েন্ট হাতছাড়া সবুজ-মেরুনের - ISL 2024 25

জয়ের হ্য়াটট্রিকের পর আইএসএলে পয়েন্ট খোয়াল মোহনবাগান ৷ নিজেদের অর্ধ থেকে বল ধরে দুর্ধর্ষ গোল করলেন জামশেদপুর ডিফেন্ডার ৷

MOHUN BAGAN SUPER GIANT
গোলের উচ্ছ্বাস শুভাশিসের (MOHUN BAGAN MEDIA)
author img

By ETV Bharat Sports Team

Published : Jan 17, 2025, 10:06 PM IST

কলকাতা, 17 জানুয়ারি: ডার্বি জয়ের পরবর্তী ম্য়াচ সবসময় কঠিন ৷ ময়দানের প্রাচীন প্রবাদ মেনে জামশেদপুরে আটকে গেল মোহনবাগান সুপার জায়ান্ট ৷ টানা তিন ম্য়াচ জয়ের পর খালিদ জামিলের দলের বিরুদ্ধে তাদের ডেরায় গিয়ে দু'পয়েন্ট রেখে এল সবুজ ৷ সৌজন্যে স্টিফেন এজের দুর্ধর্ষ গোল ৷ যা চলতি আইএসএলের অন্যতম সেরা ৷ 1-1 গোলে শেষ হল ম্য়াচ ৷

অবশ্য ইস্পাতনগরীতে এদিন শুরুতে এগিয়ে গিয়েছিল মোহনবাগানই ৷ এমনকী প্রথমার্ধে এক গোলে এগিয়ে ছিল লিগ টপাররা ৷ 25 মিনিটে সবুজ-মেরুনের হয়ে গোল শুভাশিস বসুর ৷ জেসন কামিংসের কর্নার টম আলড্রেড হেডে নামিয়ে দিলে জটলার মধ্যে থেকে তা জালে পাঠান বাগান ডিফেন্ডার ৷ সবুজ-মেরুন রক্ষণের প্রতিপক্ষকে গোল না-করতে দেওয়ার প্রতিজ্ঞা প্রথমার্ধে গোলদুর্গ অক্ষত রাখে ৷

ইস্পাতনগরী মানেই বাঙালির দ্বিতীয় শহর। তাই স্টেডিয়ামে ছিল বাগান সমর্থকদের বিপুল উপস্থিতি। স্থানীয় দল জামশেদপুর এফসি'র হয়েও সমর্থন ছিল যথেষ্ট। কলকাতা ছাড়ার আগে মোলিনা বলেছিলেন লড়াইটা কঠিন হবে। কারণ খালিদ জামিলের দল জয়ের মধ্যে রয়েছে। ঘরের মাঠে কড়া পরীক্ষার সামনে ফেলতে পারে তাঁরা। মোলিনার এমন আশঙ্কা সত্যি হল। জেমি ম্যাকলারেন এবং জেসন কামিংসের জন্য কড়া জোনাল মার্কিং এবং দুই উইঙ্গার মনবীর সিং এবং লিস্টন কোলাসোর দৌড় বন্ধ করে ঘরের মাঠে পয়েন্ট কাড়লেন খালিদ জামিল।

কলকাতায় তিন গোলে হেরেছিল জামশেদপুর। ঘরের মাঠে দুরন্ত লড়ে সেই হারের আংশিক প্রতিশোধ নিল তাঁর দল। তবে পয়েন্ট আসত না যদি না এজে অবিশ্বাস্য গোলটি করতেন ৷ ম্য়াচের 60 মিনিটে জামশেদপুরের ডিফেন্ডার নিজেদের অর্ধ থেকে বল ধরে 60 গজ দৌড়ে গোল করলেন। আপুইয়া, আশিস রাই, টম আলড্রেড, আলবার্তো রড্রিগেজরা দাঁড়িয়ে দেখলেন সবটা। বাকি সময়টা গোলদুর্গ অক্ষুণ্ণ রেখে পয়েন্ট ভাগ করে নেয় দুই দল ৷ ড্র'য়ের ফলে 16 ম্য়াচে 36 পয়েন্ট নিয়ে লিগের মগডালেই রইল বাগান ৷ এক ম্য়াচ কম খেলে 28 পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে উঠে এল জামশেদপুর ৷

আরও পড়ুন:

কলকাতা, 17 জানুয়ারি: ডার্বি জয়ের পরবর্তী ম্য়াচ সবসময় কঠিন ৷ ময়দানের প্রাচীন প্রবাদ মেনে জামশেদপুরে আটকে গেল মোহনবাগান সুপার জায়ান্ট ৷ টানা তিন ম্য়াচ জয়ের পর খালিদ জামিলের দলের বিরুদ্ধে তাদের ডেরায় গিয়ে দু'পয়েন্ট রেখে এল সবুজ ৷ সৌজন্যে স্টিফেন এজের দুর্ধর্ষ গোল ৷ যা চলতি আইএসএলের অন্যতম সেরা ৷ 1-1 গোলে শেষ হল ম্য়াচ ৷

অবশ্য ইস্পাতনগরীতে এদিন শুরুতে এগিয়ে গিয়েছিল মোহনবাগানই ৷ এমনকী প্রথমার্ধে এক গোলে এগিয়ে ছিল লিগ টপাররা ৷ 25 মিনিটে সবুজ-মেরুনের হয়ে গোল শুভাশিস বসুর ৷ জেসন কামিংসের কর্নার টম আলড্রেড হেডে নামিয়ে দিলে জটলার মধ্যে থেকে তা জালে পাঠান বাগান ডিফেন্ডার ৷ সবুজ-মেরুন রক্ষণের প্রতিপক্ষকে গোল না-করতে দেওয়ার প্রতিজ্ঞা প্রথমার্ধে গোলদুর্গ অক্ষত রাখে ৷

ইস্পাতনগরী মানেই বাঙালির দ্বিতীয় শহর। তাই স্টেডিয়ামে ছিল বাগান সমর্থকদের বিপুল উপস্থিতি। স্থানীয় দল জামশেদপুর এফসি'র হয়েও সমর্থন ছিল যথেষ্ট। কলকাতা ছাড়ার আগে মোলিনা বলেছিলেন লড়াইটা কঠিন হবে। কারণ খালিদ জামিলের দল জয়ের মধ্যে রয়েছে। ঘরের মাঠে কড়া পরীক্ষার সামনে ফেলতে পারে তাঁরা। মোলিনার এমন আশঙ্কা সত্যি হল। জেমি ম্যাকলারেন এবং জেসন কামিংসের জন্য কড়া জোনাল মার্কিং এবং দুই উইঙ্গার মনবীর সিং এবং লিস্টন কোলাসোর দৌড় বন্ধ করে ঘরের মাঠে পয়েন্ট কাড়লেন খালিদ জামিল।

কলকাতায় তিন গোলে হেরেছিল জামশেদপুর। ঘরের মাঠে দুরন্ত লড়ে সেই হারের আংশিক প্রতিশোধ নিল তাঁর দল। তবে পয়েন্ট আসত না যদি না এজে অবিশ্বাস্য গোলটি করতেন ৷ ম্য়াচের 60 মিনিটে জামশেদপুরের ডিফেন্ডার নিজেদের অর্ধ থেকে বল ধরে 60 গজ দৌড়ে গোল করলেন। আপুইয়া, আশিস রাই, টম আলড্রেড, আলবার্তো রড্রিগেজরা দাঁড়িয়ে দেখলেন সবটা। বাকি সময়টা গোলদুর্গ অক্ষুণ্ণ রেখে পয়েন্ট ভাগ করে নেয় দুই দল ৷ ড্র'য়ের ফলে 16 ম্য়াচে 36 পয়েন্ট নিয়ে লিগের মগডালেই রইল বাগান ৷ এক ম্য়াচ কম খেলে 28 পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে উঠে এল জামশেদপুর ৷

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.