ক্যানিং, 23 সেপ্টেম্বর: সুন্দরবনের দুঃস্থ কচিকাঁচাদের পড়াশোনা, একইসঙ্গে ম্যানগ্রোভ অরণ্যের প্রকৃতিরক্ষায় উৎসাহ দিলেন বিরাট কোহলি। নিজের সই করা ক্যাপ ও টি-শার্ট নিলামের একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থার হাতে তুলে দিলেন তারকা ক্রিকেটার। বিরাটের টি-শার্ট ও টুপি নিলামে তুলে সংগৃহীত অর্থ সারা ভারতের বিভিন্ন এলাকার দুঃস্থ ও অসহায় শিশুদের পড়াশোনার জন্য তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন সংস্থার সদস্যরা ৷ যে তালিকায় রয়েছে সুন্দরবন ৷
নিলামে সংগৃহিত অর্থ সুন্দরবনের পরিবেশ রক্ষার কাজেও ব্যবহার করা হবে বলে জানিয়েছেন স্বেচ্ছাসেবী সংস্থার আধিকারিকরা। গত বছরও এমন মহৎ উদ্যোগে নিজের জার্সি নিলামের জন্য দান করেছিলেন বিরাট। বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে খেলা জার্সি তিনি দান করেছিলেন সংস্থাটিকে। এবারেও দেওয়া কোহলির জার্সি ও ক্যাপ ইতিমধ্যেই মুম্বইয়ের একটি পাঁচতারা হোটেলে নিলামে ওঠে গত 19 সেপ্টেম্বর ৷ যে নিলাম থেকে পাওয়া অর্থ স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমেই পৌঁছে যাবে সুন্দরবনের কচিকাঁচাদের মধ্যে।