পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

সুন্দরবনের কচিকাঁচাদের জন্য 'বিরাট' উদ্যোগ, নিলামে কোহলির ক্য়াপ-জার্সি - VIRAT KOHLI

KOHLI DONATES FOR SUNDARBANS: মাঠের বাইরে কোহলি যে বিরাট মনের মানুষ, তা প্রমাণিত আবার ৷ সুন্দরবনের দুঃস্থদের জন্য এবার এক স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে জার্সি ও ক্য়াপ নিলামে তুললেন ভারতীয় ক্রিকেটার ৷

KOHLI DONATES FOR SUNDARBANS
সুন্দরবনের জন্য কোহলির উদ্যোগ (ETV Bharat)

By ETV Bharat Sports Team

Published : Sep 23, 2024, 8:05 PM IST

Updated : Sep 24, 2024, 5:30 AM IST

ক্যানিং, 23 সেপ্টেম্বর: সুন্দরবনের দুঃস্থ কচিকাঁচাদের পড়াশোনা, একইসঙ্গে ম্যানগ্রোভ অরণ্যের প্রকৃতিরক্ষায় উৎসাহ দিলেন বিরাট কোহলি। নিজের সই করা ক্যাপ ও টি-শার্ট নিলামের একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থার হাতে তুলে দিলেন তারকা ক্রিকেটার। বিরাটের টি-শার্ট ও টুপি নিলামে তুলে সংগৃহীত অর্থ সারা ভারতের বিভিন্ন এলাকার দুঃস্থ ও অসহায় শিশুদের পড়াশোনার জন্য তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন সংস্থার সদস্যরা ৷ যে তালিকায় রয়েছে সুন্দরবন ৷

নিলামে সংগৃহিত অর্থ সুন্দরবনের পরিবেশ রক্ষার কাজেও ব্যবহার করা হবে বলে জানিয়েছেন স্বেচ্ছাসেবী সংস্থার আধিকারিকরা। গত বছরও এমন মহৎ উদ্যোগে নিজের জার্সি নিলামের জন্য দান করেছিলেন বিরাট। বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে খেলা জার্সি তিনি দান করেছিলেন সংস্থাটিকে। এবারেও দেওয়া কোহলির জার্সি ও ক্যাপ ইতিমধ্যেই মুম্বইয়ের একটি পাঁচতারা হোটেলে নিলামে ওঠে গত 19 সেপ্টেম্বর ৷ যে নিলাম থেকে পাওয়া অর্থ স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমেই পৌঁছে যাবে সুন্দরবনের কচিকাঁচাদের মধ্যে।

নিলামে ওঠা কোহলির জার্সি ও ক্য়াপ (ETV Bharat)

দীর্ঘদিন ধরেই এক আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থার এহেন মহৎ কার্যকলাপের সাথে যুক্ত 'দ্য রানমেশিন'। সংস্থার সমর্থনে এভাবে প্রতিবছর নিজের ব্যবহৃত খেলার সামগ্রী নিলামের জন্য তুলে দেন কোহলি। সেগুলি বিক্রি করেই দেশ-বিদেশে বিভিন্ন প্রান্তে নানা ধরনের সেবামূলক কাজে অংশগ্রহণ করে সংস্থাটি। শিক্ষা-স্বাস্থ্য-পরিবেশ-দুর্যোগ মোকাবিলা-সহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করে এই সংস্থাটি। গত 14 সেপ্টেম্বর সংস্থার পূর্ব ভারতের প্রধান তথা সুন্দরবন বিশেষজ্ঞ দেবব্রত মণ্ডলের হাতে চেন্নাইয়ের হোটেলে বৈঠকের পর নিজের ক্য়াপ ও জার্সি তুলে দেন বিরাট।

দেবব্রত মণ্ডল বলেন, "বিরাট একজন খুব ভালো মনের মানুষ। সারা দেশের পাশাপাশি সুন্দরবনের দুঃস্থ-অসহায় ছেলেমেয়েদের শিক্ষার জন্য তিনি যথেষ্ট উদ্বিগ্ন। পাশাপাশি চিন্তিত এখানকার পরিবেশ নিয়েও। তাই বারে বারে সুন্দরবনের মানুষের পাশে দাঁড়াতে এভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেন তিনি। আগামীতে সুন্দরবনে আসার ইচ্ছেও প্রকাশ করেছেন বিরাট।"

Last Updated : Sep 24, 2024, 5:30 AM IST

ABOUT THE AUTHOR

...view details