পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

কোহলির আউট ঘিরে বিতর্ক, পঞ্চম জয়েও নাইট শিবিরের চিন্তা ছন্দহীন স্টার্ক - IPL 2024 - IPL 2024

KKR vs RCB Match Highlights: রবিবার জমজমাট ইডেনের মাঠ ৷ কেকেআর-আরসিবির খেলার নাটকীয় মুহূর্তের সাক্ষী থাকল হাজারো উপস্থিত দর্শক ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Apr 21, 2024, 11:10 PM IST

কলকাতা, 21 এপ্রিল: দু'দলের ইনিংস মিলিয়ে 443 রান। রবিবাসরীয় ইডেনে নাইট বনাম রয়্যালের ব্যাট-বলের লড়াইয়ে নাগরদোলার মত চড়াই উৎরাই, আদর্শ টি-20 ম্যাচের উদাহরণ। কলকাতা বনাম বেঙ্গালুরু ম্যাচ মানেই টেনশনের পারদ চড়তে থাকা। রবিবার পর্যন্ত 34টি ম্যাচের পরিসংখ্যান বলছে কুড়িটি ম্যাচে জয়ী কেকেআর।

তবে, পরিসংখ্যান ফলাফল নির্ধারণ করে না। গত চব্বিশ ঘণ্টা ধরেই এই ম্যাচ ঘিরে ভাতৃত্বের একটা আবহ চলছিল। বিরাট কোহলি চলতি আইপিএলে মারকুটে ব্যাটিংয়ের আদর্শ ম্যানুয়াল খুলে বসেছেন। এদিন 7 বলে 18 রানে ইনিংস সমাপ্ত হর্ষিত রানার হাতে। যদিও বলের উচ্চতা নিয়ে কোহলির সংশয় রয়েছে। আউট ঘোষণার পরে আম্পায়ারের সঙ্গে রাগত ভঙ্গিতে কথা বলতে দেখা গিয়েছে তাঁকে। ম্যাচের পরেও আম্পায়ারদের কাছে নিজের আউটের ব্যাখ্যা বুঝতে চাইছিলেন। ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলন কার্যত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বয়কটই করেছিল। তারপর নিয়মের খাড়া এড়াতে জিম করতে ব্যস্ত থাকা রিস টপলেকে সাংবাদিক সম্মেলনে পাঠায় আরসিবি। দলের এই সিদ্ধান্তে তিনি অবাক। তবে খেলোয়াড় টপলেও কোহলির আউট ঘিরে দলের উষ্মা গোপন করলেন না।

KKR vs RCB Match Highlights

সাতটি ম্যাচে পরাজয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে আরও বেশি করে বিদায়ে পথে ঠেলে দিল। দীনেশ কার্তিক বলছিলেন, সাজঘরে পুরো দলকে উজ্জীবিত করতে কোহলি সবচেয়ে বেশি সচেষ্ট। রবিবার ইডেনে তিনিই ছিলেন প্রাণভোমরা। নাইটরা যেমন তাঁর পিঠ দ্রুত দেখতে চেয়েছিল তেমনই ইডেনের দর্শক ব্যাটার বিরাট কোহলিকে অনেক বেশি সময় ধরে দেখতে চেয়েছিল। নাইটরা সফল। ব্যর্থ মনোরথ ইডেনের দর্শক। আইপিএল শুধু ফ্র্যাঞ্চাইজি দলের দ্বৈরথ নয় তারকা পুজোর মঞ্চও বটে।

কোহলিকে ঘিরে উন্মাদনা কলকাতার তাপপ্রবাহেও অব্যাহত। কোহলির প্রতিটি কর্মকাণ্ডে ইডেনে যে পরিমাণ চিৎকার হয়েছে তা শুনে ভ্রম হচ্ছিল ম্যাচের আয়োজক কলকাতা না বেঙ্গালুরু। রবিবাসরীয় ইডেনে বিরাট কোহলি ঘাতক হর্ষিত রানা জানিয়েছেন তিনি শুধু বলটা জায়গায় রাখতে চেয়েছিলেন। বলের উচ্চতা নিয়ে সিদ্ধান্ত আম্পায়ারের। সেখানে তাঁর কিছু করার নেই।

চলতি আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বড় প্রাপ্তি ফিট আন্দ্রে রাসেল। ক্যারিবিয়ান অলরাউণ্ডার ব্যাটে-বলে সফল এবং ম্যাচের সেরা। ব্যাট হাতে 20 বলে 27 রান করার পরে বল হাতে তিন শিকার। শুধু তাই নয় তাঁর নিয়ন্ত্রিত বোলিংয়ে নতজানু রয়্যাল ব্যাটাররা। 12 ওভারে রজত পাতিদার এবং উইল জ্যাকসের উইকেট নিয়ে দলকে ম্যাচে ফেরান। শেষের দিকে মোক্ষম সময়ে দীনেশ কার্তিককে ফিরিয়েও দলের জয়ে বড় ভূমিকা নিলেন। "রাসেলের এক ওভারে দুটো উইকেট নেওয়াই ম্যাচের টার্নিং পয়েন্ট" বলেছেন হর্ষিত রানা।

ফিল সল্টের 48, শ্রেয়স আইয়ারের 50, রাসেলের 27, রমনদীপের 9 বলে 24 রান কেকেআর-কে 222 রানে পৌঁছে দেয়। 20 ওভারে 222 রান যেকোনও দলের ভালো পারফরম্যান্সের ফসল। কিন্তু সেটাও জলে চলে যাচ্ছিল। সৌজন্যে মিচেল স্টার্ক। 21 রানের পুঁজি নিয়ে শেষ ওভারে বল করতে এসেছিলেন। সেই সময় করণ শর্মার হাতে বেধড়ক ঠ্যাঙানি খেয়ে কার্যত দিগভ্রষ্ট হয়ে পড়েছিলেন। কিন্তু করণ শর্মাকে কট অ্যাণ্ড বোল্ড করে প্রত্যাঘাত করেন। শেষ বলে লকি ফার্গুসনকে শরীর ছুঁড়ে রান আউট করেন ফিল সল্ট। উইকেটরক্ষকের ক্ষিপ্রতায় পঞ্চম জয় পেল নাইটরা। কিন্তু ব্যর্থতার তকমা মুছতে পারলেন না আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার মিচেল স্টার্ক।

আরও পড়ুন

1. ইডেনে লাস্ট-ওভার থ্রিলারে নাইটদের জয়, আরসিবির আইপিএল অভিযান কার্যত শেষ

2.পঞ্জাবের চিন্তায় টপ-অর্ডার, শেষ ম্যাচের ব্যাটিং বিপর্যয় ভুলে নতুন শুরুর পথে শুভমনরা

3.বিশ্বকাপে খেলতে চান, দলে নিজেকে দেখার স্বপ্ন দীনেশ কার্তিকের চোখে

ABOUT THE AUTHOR

...view details