প্যারিস, 6 অগস্ট: পদক নিশ্চিত করলেন ভিনেশ ফোগত ৷ প্রথম রাউন্ডে জাপানের ইউয়ুই সাকাই, তারপর কোয়ার্টারে ইউক্রেনের প্রতিদ্বন্দ্বীকে উড়িয়ে দিয়েছিলেন কমনওয়েলথে তিনবার এবং এশিয়াডে একবারের সোনাজয়ী ৷ মহিলাদের 50 কেজি ইভেন্টে সেমিফাইনালে কিউবার প্রতিদ্বন্দ্বীকে 5-0 পয়েন্টে উড়িয়ে দিয়ে পদক নিশ্চিত করলেন ‘দঙ্গল গার্ল’ ৷
সেই সঙ্গে ভারতীয় অলিম্পিক্সে ইতিহাস গড়লেন ভিনেশ ৷ প্রথম ভারতীয় মহিলা হিসেবে কুস্তিতে ফাইনালে ওঠার কৃতিত্ব অর্জন করেন 'হরিয়ানা গার্ল' ৷ এর আগে ভারতীয় হিসেবে অলিম্পিক্সে পুরুষদের কুস্তিতে ফাইনালে উঠেছিলেন সুশীল কুমার ও রবি কুমার দাহিয়া ৷ কিন্তু মহিলা হিসেবে ভিনেশই প্রথম ৷ সোনা জয়ের লক্ষ্যে বুধবার নামবেন ভিনেশ ৷ ফাইনালে তাঁর প্রতিদ্বন্দ্বী মার্কিন যুক্তরাষ্ট্রের সারাহ হিলডেব্র্যান্ড ৷
টোকিয়ো থেকে খালি হাতে ফিরতে হয়েছিল ৷ টোকিয়ো অলিম্পিকসে শৃঙ্খলাভঙ্গ, খারাপ আচরণের জন্য বিশ্ব কুস্তি ফেডারেশনের রোষের মুখে পড়েছিলেন ভিনেশ ৷ শুধু তাই নয়, আন্তর্জাতিক কুস্তি ফেডারেশনের সাসপেন্ডও করেছিল তাঁকে ৷ কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ সরন সিংয়ের বিরুদ্ধে বিদ্রোহের মুখ এবার ভারতের মুখও ৷ একনও পর্যন্ত 3টি ব্রোঞ্জ জিতেছিল ভারত ৷ পদকের রং বদলে দিলেন বিতর্কিত কুস্তিগীর ৷ কাল সোনার জন্য নামবেন ফোগত সিস্টার্সের অন্যতম ৷