কুয়ালা লামপুর, 21 জানুয়ারি:মেয়েদের অনূর্ধ্ব-19 টি-20 বিশ্বকাপে মালয়েশিয়াকে তাঁদের মাটিতেই ধরাশায়ী করল ভারত ৷ মাত্র 31 রানে মালয়েশিয়াকে অলআউট করে দশ উইকেটে ম্যাচ জিতে নিল 'উইমেন ইন ব্লু' ৷ তাও আবার 103 বল বাকি থাকতে ৷ ম্যাচে হ্য়াটট্রিক করে ইতিহাসে নাম তুললেন বাঁ-হাতি স্পিনার বৈষ্ণবী শর্মা ৷ প্রথম ভারতীয় বোলার হিসেবে অনূর্ধ্ব-19 টি-20 বিশ্বকাপে হ্য়াটট্রিক করলেন তিনি ৷
টিম ইন্ডিয়ার জার্সিতে এদিনই আত্মপ্রকাশ হয় বৈষ্ণবীর ৷ আর আত্মপ্রকাশে হ্য়াটট্রিক-সহ পাঁচ উইকেটে উজ্জ্বল মধ্যপ্রদেশের ক্রিকেটার ৷ মালয়েশিয়ার ব্য়াটিং লাইন-আপকে কার্যত একাই এদিন ধসিয়ে দেন বছর ঊনিশের বৈষ্ণবী ৷ ইনিংসের চতুর্দশ ওভারে এবং ব্যক্তিগত চতুর্থ ওভারে এদিন হ্যাটট্রিক করেন ভারতীয় স্পিনার ৷ ওভারের দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ বলে তিনি ফেরান যথাক্রমে নূর বিনতি রোসলান, নূর ইসমা বিনতি এবং সিতি নাজওয়াকে ৷ চার ওভারে মাত্র পাঁচ রান দিয়ে পাঁচ উইকেট ঝুলিতে পুরে নেন বৈষ্ণবী ৷