চেন্নাই, 26 মে: গত বছরের 19 নভেম্বর ৷ এক অজি ব্য়াটারের হাতে স্বপ্নভঙ্গ হতে দেখেছিল ক্রিকেটপ্রেমিরা ৷ ট্রাভিস হেডের 120 বলে খেলা 137 রানের ইনিংসের জেরেই কাপ নিয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া ৷ তীরে এসেও তরী ডোবার সেই ক্ষত এখনও বয়ে চলেছে ‘রোহিত অ্যান্ড কোং’ ৷ ছ’মাস পর দেশবাসীর সেই জ্বালা খানিক জুড়োলেন হিমাচল প্রদেশের বছর ছাব্বিশের তরুণ-তুর্কি ৷ ঘটনাচক্রে তাঁর মাথায় এখনও ‘মেন ইন ব্লু’র ক্যাপ ওঠেনি ৷
কোয়ালিফায়ারে ট্রাভিস হেডের উইকেট ছিটকে দিয়েছিলেন মিচেল স্টার্ক ৷ ফাইনালে এসে সেই বলটাই বেরল বৈভবের হাত থেকে ৷ যাতে ব্যাট এগিয়ে দেওয়া ছাড়া আর কিছুই করার ছিল না টুর্নামেন্টের শুরু থেকে দুরন্ত ফর্মে থাকা হেডের ৷ ব্যাটের কানা ছুইয়ে বল রহমানুল্লাহ গুরবাজের দস্তানায় জমা পড়তেই ম্যাচে ভাগ্য খানিক ঠিক হয়ে গিয়েছিল ৷