বিশাখাপত্তনম, 7 ফেব্রুয়ারি: দলের খেলোয়াড়দের নিয়ে গুরুগম্ভীর বৈঠক নয় ৷ বরং, নিজেদের মধ্যে হাসিঠাট্টা ও একে অপরের সঙ্গ উপভোগ করেন ইংল্যান্ড দলের ক্রিকেটাররা ৷ বেন স্টোকস এবং ব্র্যান্ডন ম্যাককুলামের নেতৃত্বে এটা বর্তমানে থ্রি-লায়ন্স টেস্ট দলের পরিবেশ ৷ যেখানে প্রতিপক্ষকে নিয়ে কোনও জটিল ও দীর্ঘ আলোচনা হয় না ৷ কেবলমাত্র মাঠে গিয়ে নিজেদের আগ্রাসী ক্রিকেট উপভোগ করার পরামর্শ দেওয়া হয় ৷ এমনটাই জানালেন ইংল্যান্ডের তারকা ব্যাটার জো রুট ৷
সিরিজ সম্প্রচারকারী ওটিটি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে প্রাক্তন ইংরেজ অধিনায়ক বলেন, "আমরা এখন আর কোনও টিম মিটিং করি না ৷ এখানে একটা বিষয় খুবই দারুণ, আমরা একসঙ্গে হয়ে যে আলোচনাগুলি করি, তা পুরোপুরি খেলার বাইরে ৷ আমরা নিজেদের মধ্যে সময়টাকে উপভোগ করি ও খুব মজা করি ৷" রুট জানান, গত দু’বছরে খুব কমই ইংল্যান্ড দল টিম মিটিংয়ে বসেছে ৷ তিনি বলেন, "আমি মনে করি এই পরিবেশ অনেক বেশি খাঁটি ও আসল, যা আমাদের নৈশভোজের টেবিলেও বজায় থাকে ৷ সেটা সকালে কফির কাপে চুমুক দেওয়ার সময়ও হতে পারে ৷ এখান থেকেই একজন খেলোয়াড় নিজের সেরা শিক্ষা লাভ করেন ৷"
উল্লেখ্য, হায়দরাবাদ টেস্টে প্রথম ইনিংসে ইংল্যান্ড 195 রানে পিছিয়ে থেকেও 28 রানে ম্যাচ জিতেছিল ৷ ঠিক উলটোদিকে বিশাখাপত্তনমে অনেক ভালো ব্যাটিং উইকেটে প্রথম ইনিংসে 143 রানে পিছিয়ে থেকেও 106 রানে ম্যাচ হেরেছেন বেন স্টোকসরা ৷ কিন্তু, সেটা নিয়ে চিন্তিত নন জো রুট ৷ তিনি বলেন, "খেলার ফলাফল যাই হোক না-কেন, আমরা সেভাবেই মাঠে নেমে খেলব; যেভাবে আমরা খেলে এসেছি এতদিন ৷ এই অ্যাপ্রোচটা একটা সময়ের পরে আমাদের সাফল্য দিতে শুরু করেছে ৷ এটা আমাদের সকলের মধ্যে থেকে সেরা পারফরম্যান্স বের করে আনছে ৷ আমরা এর আগেও এমন পরিস্থিতিতে পড়েছি ৷"
আর এক্ষেত্রে উদারহণ হিসেবে, ইংল্যান্ডের ঘরের মাঠে পাঁচ ম্যাচের সিরিজের অসমাপ্ত ম্যাচটিকে তুলে ধরেন জো রুট ৷ যেখানে 2022 সালের সেই ম্যাচে বিশাল বড় ব্যবধানে পিছিয়ে পড়েও, আক্রমণাত্মক ক্রিকেট খেলে ইংল্যান্ড ম্যাচটি জিতেছিল ৷ উল্লেখ্য, এজবাস্টনে সেই টেস্টে ইংল্যান্ডের সামনে চতুর্থ ইনিংসে 378 রানের টার্গেট ছিল ৷ যা শেষদিনে মাত্র 3 উইকেট হারিয়ে তুলে দিয়েছিল 'থ্রি-লায়ন্স' ৷ এমনকী সিরিজ 2-2 ড্র করেছিল তারা ৷
আরও পড়ুন:
- অশ্বিনকে সরিয়ে প্রথম ভারতীয় পেসার হিসেবে টেস্ট ব়্যাংকিংয়ের শীর্ষে বুমরা
- একটা পার্টনারশিপ ম্যাচে ফিরিয়ে আনবে, আত্মবিশ্বাসী ছিলেন দেশকে ফাইনালে তোলা অধিনায়ক
- ভাইজ্যাগে নজির গড়ে রাজকোটে মাইলস্টোনের অপেক্ষায় অশ্বিন