প্যারিস, 1 অগস্ট:বাঁ-হাতপকেটে ঢোকানো ৷ চোখে শুটিং গ্লাসের বদলে সাধারণ চশমা ৷ কানে নেই ইয়ারপ্লাগ ৷ ভাবলেশহীন মুখে গুলি ছুড়লেন ৷ ঠিক যেন বাজার করতে এসে অলিম্পিক্সে খেলার ইচ্ছে হয়েছে ৷ কোনও সাজ-সরঞ্জাম ছাড়াই 10 মিটার এয়ার পিস্তলে দলকে রূপো জেতালেন তুরস্কের শুটার ৷
51 বছর বয়সী ইউসুফ ডিকেচের এই অবতারই এখন সোশাল মিডিয়ায় ঝড় তুলেছে ৷ মনু ভাকের ও সরবজোৎ সিং যে ইভেন্টে ব্রোঞ্জ জিতলেন, সতীর্থ সেভাল ইলেদা’কে নিয়ে সেই 10 মিটার এয়ার পিস্তলের মিক্সড ইভেন্টেই নেমেছিলেন ইউসুফ ডিকেচ ৷ পেপার-সল্ট চুলের ডিকেচ সোনা জিততে না-পারলেও নেটিজেনদের মন জিতে নিয়েছেন ৷ সকাল থেকেই তাঁকে নিয়ে একের পর এক পোস্ট, সোশাল মিডিয়ায় ঝড় তুলেছেন ইউসুফ ৷
বিশেষ পোশাক, কানে শব্দরোধী ইয়ারপ্লাগ, চোখে বিশেষ গ্লাস, হাতে বিশেষ গ্লাভস ৷ এগুলি পরেই শুটিং ইভেন্টে ক্রীড়াবিদদের নামতে দেখা যায় ৷ সরঞ্জামগুলি একাগ্রতা বাড়াতে, লক্ষ্যভেদ করতে সাহায্য় করে ৷ বিশ্বের সবচেয়ে জৌলুসপূর্ণ ক্রীড়া উৎসবের মঞ্চে ডিকেচের এগুলি কিছুই ছিল না ৷ মুখ দেখে বোঝাও যায়নি, অলিম্পিক্সের কোনও ইভেন্টে ফাইনালে নামছেন ৷ যতটা চিন্তিত দেখাচ্ছিল সতীর্থ ইলেদা’কে, ততটাই শান্ত ছিলেন ডিকেচ ৷
এক নেট-নাগরিক লিখেছেন, ‘‘তুরস্ক কী অলিম্পিকে হিটম্যানকে পাঠিয়েছিল ? তুর্কি শুটার ইউসুফ ডিকেচ অলিম্পিকে রূপো জেতার কৃতিত্ব অর্জনে দর্শকদের মুগ্ধই করেননি ৷ তাঁর ব্যতিক্রমী প্রতিভা এবং দৃঢ়তাও তুলে ধরেছেন ।’’ আরেকজন লিখেছেন, ‘‘একেই বোধহয় সোয়্যাগ বলে ৷ তুরস্কের শুটারের ঠোঁটে শুধু সিগারেটটাই নেই ৷’’