পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

কবাডির নিয়ন্ত্রণ কার ? আইনি যুদ্ধে মুখ্যমন্ত্রী মমতার ভাই বনাম বাকিরা

দেশের জাতীয় খেলার রাজ্য সংস্থায় ক্ষমতা দখলের যুদ্ধ । যা আইনের দরবারে । ফলে রাজ্য কবাডির ভবিষ্যৎ কী, তা এখন কোটি টাকার প্রশ্ন ৷

Tug of War Between Two Groups to Take Control Over Kabaddi in West Bengal
আইনি যুদ্ধে মুখ্যমন্ত্রী মমতার ভাই বনাম বাকিরা (ইটিভি ভারত)

By ETV Bharat Sports Team

Published : 18 hours ago

কলকাতা, 4 ডিসেম্বর: মাঠ দখল নিয়ে দিনভর কবাডি টেন্টে ধুন্ধুমার । অ্যামেচার কবাডি ফেডারেশন অব ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিট ময়দানের কবাডি তাঁবুর দখলদারি নিয়ে রাজ্যে কবাডির নিয়ামক সংস্থা হয়ে উঠেছে । এই দখলদারীকে চ্যালেঞ্জ করে রাজ্য কবাডি অ্যাসোসিয়েশন আদালতের দ্বারস্থ হয়েছিল । সেই দ্বারস্থ হওয়ার ঘটনাও দশ বছরের বেশি পুরনো । এমনকী সেই আবেদনের ভিত্তিতে নগর দায়রা আদালত 2019 সালে তাদের পক্ষে রায় দিলেও তাঁবুর দখল মেলেনি ।

পাঁচ বছর পর 4 ডিসেম্বর বুধবার রাজ্য কবাডি অ্যাসোসিয়েশন কবাডি তাঁবুতে আদালতের রায় মেনে বসতে গেলে গণ্ডগোলের সূত্রপাত । আদালতের রায় নিয়ে রাজ্য কবাডি অ্যাসোসিয়েশন রাজ্য কবাডির সংস্থার দখল নিতে এসেছে শুনে উপস্থিত হয় অ্যামেচার কবাডি ফেডারেশন অব ইন্ডি য়, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিটের সদস্যরা । যার নেতৃত্বে সংশ্লিষ্ট সংস্থার প্রেসিডেন্ট স্বপন বন্দ্যোপাধ্যায় এবং তাঁর কার্যকরী সমিতির পদাধিকারীরা ।

কবাডির নিয়ন্ত্রণ কার ? (ইটিভি ভারত)

দিন যত গড়িয়েছে, দু’পক্ষের লোকজনের ভিড় তত বেড়েছে । গণ্ডগোলের আঁচ পেয়ে উপস্থিত হয় ময়দান থানার পুলিশ এবং সেনাবাহিনীর লোকজন । রাজ্য কবাডির নিয়ন্ত্রণ কার দখলে, তা নিয়ে চাপানউতোর শুরু হয় । রাজ্য কবাডি অ্যাসোসিয়েশনের সদস্যরা আদালতের প্রতিনিধি নিয়ে এসেছিলেন । রায়ের কপিও ছিল তাঁদের কাছে । কিন্তু দিনের শেষে দেখা গেল, আদালতের নির্দেশনামায় সংস্থার নাম ঠিক নেই । ফলে নাম বিভ্রাটকে সামনে রেখে অ্যামেচার কবাডি ফেডারেশন অব ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিট জানিয়ে দেয়, তারা জায়গা ছাড়তে রাজি নয় । একই সঙ্গে তারা জানিয়েছে, বিষয়টি নিয়ে তারাও হাইকোর্টের দ্বারস্থ হবে । অন্যদিকে রাজ্য কবাডি অ্যাসোসিয়েশন বলছে, বর্তমান পদাধিকারীরা আদালত অবমাননা করেছেন ।

আরও বিস্ফোরক অভিযোগ, এই নাম-বিভ্রাটের পেছনে নাম বদলের চেষ্টা রয়েছে । যা দু’মাস আগে করা হয়েছে । রাজ্য কবাডি অ্যাসোসিয়েশনের সভাপতি সুরঞ্জন ভট্টাচার্য বলছেন, ‘‘এই বিভ্রাট প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় করে গিয়েছেন । যা এখনও চলছে ।’’ এই বিভ্রাট মেটাতে আইনের দ্বারস্থ হয়েও সুরাহা হল না । আবার তাঁরা আইনের পথেই যাবেন বলে জানিয়েছেন । অন্যদিকে অ্যামেচার কবাডি ফেডাড়েশন অব ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিটের সহ-সভাপতি দেবু রায়চৌধুরী বলছেন, ‘‘সত্যের অপলাপ হয়েছে । তাঁরা কোনও অন্যায়ের পথে হাঁটেননি ।’’ সভাপতি স্বপন বন্দ্যোপাধ্যায় বলছেন, ‘‘এতদিন এদের দেখা মেলেনি ।’’

সব মিলিয়ে দেশের জাতীয় খেলার রাজ্য সংস্থায় ক্ষমতা দখলের যুদ্ধ । যা আইনের দরবারে । প্রসঙ্গত, অ্যামেচার কবাডি ফেডারেশন অব ইন্ডিয়া (Amateur Kabaddi Federation of India), ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিটের পক্ষে রয়েছে জাতীয় কবাডি সংস্থার সিলমোহর । ফলে রাজ্য কবাডির ভবিষ্যৎ কী, তা এখন কোটি টাকার প্রশ্ন ৷

আরও পড়ুন

ABOUT THE AUTHOR

...view details