ETV Bharat / bharat

কর্ণাটক ও তামিলনাড়ুতে আরও দুটি শাখা খুলছে মার্গদর্শী - MARGADARSI TO OPEN NEW BRANCHES

সংস্থা মনে করছে, নতুন দুটি শাখার সাহায্যে তামিলনাড়ু থেকে শুরু করে তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটক-সহ দক্ষিণ ভারতের একটি বিরাট অঞ্চলে তাদের প্রভাব আরও বাড়ল।

margadarsi
মার্গদর্শীর এমডি শৈলজা কিরণ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 10, 2024, 9:42 PM IST

হায়দরাবাদ, 10 ডিসেম্বর: কর্ণাটক ও তামিলনাড়ুতে নিজেদের উপস্থিতি আরও বাড়াল মার্গদর্শী। দুটি রাজ্যে আরও দুটি নতুন শাখা খুলছে মার্গদর্শী। কর্ণাটকের কেঙ্গিরি এবং তামিলনাড়ুর হসুরে এই নতুন শাখা দুটি খোলা হচ্ছে। এই নতুন দুটি শাখার সাহায্যে তামিলনাড়ু থেকে শুরু করে তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটক-সহ দক্ষিণ ভারতের একটি বিরাট অঞ্চলে নিজেদের প্রভাব আরও বাড়াল সংস্থা।

দুটি শাখার উদ্বোধন হবে বুধবার। তার আগে মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মার্গদর্শীর এমডি শৈলজা কিরণ। সেখানেই এই দুটি শাখা সম্পর্কে বিস্তারিত তথ্য় দিলেন তিনি। তিনি জানালেন, গ্রাহকদের ক্ষুদ্র সঞ্চয়কে কাজে লাগিয়ে তাঁদের জীবনে বড় পরিবর্তন নিয়ে আসাই মার্গদর্শীর কাজ।

কর্ণাটকের কেঙ্গিরি শাখার বিষয় তিনি বলেন, "কর্ণাটকের বাসিন্দাদের আমরা আর্থিক স্বাধীনতা দিতে চাই। সেই দিক থেকে এই শাখার উদ্বোধন আলাদা তাৎপর্যের দাবি অবশ্যই রাখে। গ্রাহকদের অর্থ সুরক্ষিত রাখা আমাদের প্রাথমিক কর্তব্য। তাছাড়া মানুষের বিনিয়োগকে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে ব্যবহার করে তাঁদের জীবনে সুদিন আনতে চাওয়া আমাদের সংস্থার প্রধান লক্ষ্য। এতদিন যেভাবে মানুষ আমাদের থেকে সেরাটা পেয়েছেন আগামিদিনেও আমরা সেটাই দিয়ে যেতে চাই। "

তামিলনাড়ুর হসুরের শাখা প্রসঙ্গে তিনি বলেন, "এই শাখাটি উদ্বোধন করতে পারা আমাদের সকলের কাছে গর্বের বিষয়। তামিলনাড়ু আমাদের কাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি রাজ্য। আমাদের সংস্থার বিশ্বাস নির্দিষ্ট নিয়ম মেনে সঞ্চয় করলে এবং তা সঠিকভাবে কাজে লাগালে মানুষের জীবনে পরিবর্তন আসতে পারে। তামিলনাড়ুর হসুর এলাকার বাসিন্দাদের জীবনেও আমরা সেই কাঙ্খিত পরিবর্তন আনতে চাই ।"

পথ চলার 52 বছর

1962 সাল থেকে নিজের যাত্রা শুরু করেছে মার্গদর্শী। বহু মানুষের জীবনে এসেছে বিরাট পরিবর্তন । এখনও পর্যন্ত 60 লাখ মানুষকে পরিষেবা দেওয়া হয়েছে। অকশন টার্নওভার পৌঁছেছে 9,396 কোটি টাকায় । এই দুটি নতুন শাখা নিয়ে মোট 120টি শাখা খুলল সংস্থা।

হায়দরাবাদ, 10 ডিসেম্বর: কর্ণাটক ও তামিলনাড়ুতে নিজেদের উপস্থিতি আরও বাড়াল মার্গদর্শী। দুটি রাজ্যে আরও দুটি নতুন শাখা খুলছে মার্গদর্শী। কর্ণাটকের কেঙ্গিরি এবং তামিলনাড়ুর হসুরে এই নতুন শাখা দুটি খোলা হচ্ছে। এই নতুন দুটি শাখার সাহায্যে তামিলনাড়ু থেকে শুরু করে তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটক-সহ দক্ষিণ ভারতের একটি বিরাট অঞ্চলে নিজেদের প্রভাব আরও বাড়াল সংস্থা।

দুটি শাখার উদ্বোধন হবে বুধবার। তার আগে মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মার্গদর্শীর এমডি শৈলজা কিরণ। সেখানেই এই দুটি শাখা সম্পর্কে বিস্তারিত তথ্য় দিলেন তিনি। তিনি জানালেন, গ্রাহকদের ক্ষুদ্র সঞ্চয়কে কাজে লাগিয়ে তাঁদের জীবনে বড় পরিবর্তন নিয়ে আসাই মার্গদর্শীর কাজ।

কর্ণাটকের কেঙ্গিরি শাখার বিষয় তিনি বলেন, "কর্ণাটকের বাসিন্দাদের আমরা আর্থিক স্বাধীনতা দিতে চাই। সেই দিক থেকে এই শাখার উদ্বোধন আলাদা তাৎপর্যের দাবি অবশ্যই রাখে। গ্রাহকদের অর্থ সুরক্ষিত রাখা আমাদের প্রাথমিক কর্তব্য। তাছাড়া মানুষের বিনিয়োগকে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে ব্যবহার করে তাঁদের জীবনে সুদিন আনতে চাওয়া আমাদের সংস্থার প্রধান লক্ষ্য। এতদিন যেভাবে মানুষ আমাদের থেকে সেরাটা পেয়েছেন আগামিদিনেও আমরা সেটাই দিয়ে যেতে চাই। "

তামিলনাড়ুর হসুরের শাখা প্রসঙ্গে তিনি বলেন, "এই শাখাটি উদ্বোধন করতে পারা আমাদের সকলের কাছে গর্বের বিষয়। তামিলনাড়ু আমাদের কাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি রাজ্য। আমাদের সংস্থার বিশ্বাস নির্দিষ্ট নিয়ম মেনে সঞ্চয় করলে এবং তা সঠিকভাবে কাজে লাগালে মানুষের জীবনে পরিবর্তন আসতে পারে। তামিলনাড়ুর হসুর এলাকার বাসিন্দাদের জীবনেও আমরা সেই কাঙ্খিত পরিবর্তন আনতে চাই ।"

পথ চলার 52 বছর

1962 সাল থেকে নিজের যাত্রা শুরু করেছে মার্গদর্শী। বহু মানুষের জীবনে এসেছে বিরাট পরিবর্তন । এখনও পর্যন্ত 60 লাখ মানুষকে পরিষেবা দেওয়া হয়েছে। অকশন টার্নওভার পৌঁছেছে 9,396 কোটি টাকায় । এই দুটি নতুন শাখা নিয়ে মোট 120টি শাখা খুলল সংস্থা।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.