হায়দরাবাদ, 10 ডিসেম্বর: ক্রিকেট ছেড়ে দিয়েছেন ৷ বাইশ গজে তাঁকে দেখা যায় একমাত্র আইপিএলের সময় ৷ তাও প্রতিবার তাঁর অবসরের জল্পনা ছড়ালেও মাহির ঘনিষ্টবৃত্ত বলছে, এটাই হয়তো ধোনির শেষ আইপিএল ৷ ভারতকে বিশ্বকাপ জেতানো মহেন্দ্র সিং ধোনি ইদানিং আদ্যপান্ত ফ্যামিলি-ম্যান ৷ বহুদিন ক্রিকেট ছাড়লেও এখনও তাঁর জনপ্রিয়তায় কোনও ভাঁটা পড়েনি ৷
এমএস ধোনি এখনও বিভিন্ন কারণে শিরোনামে । তাঁর জনপ্রিয়তা দেখে মাহির ফেসভ্যালু এখনও সহজেই অনুমেয় । ট্যাম (Television Audience Measurement) মিডিয়া রিসার্চ দ্বারা প্রকাশিত তথ্য বলছে, প্রাক্তন ভারতীয় অধিনায়কদের ব্র্যান্ড অনুমোদন গত বছরের জানুয়ারি থেকে জুনের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে । মার্কিন যুক্তরাষ্ট্রের Nielsen এবং যুক্তরাষ্ট্রের Kantar-এর যৌথ উদ্যোগ করা ওই সমীক্ষা বলছে, 43 বছর বয়সি ধোনির 2023 সালের জানুয়ারি-জুন মাসে 32টি ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট ডিল ছিল ৷ যা এই বছর 42-এ পৌঁছেছে ।
ধোনি সম্প্রতি ইউরোগ্রিপ টায়ার্সের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়েছেন ৷ গাল্ফ অয়েল, ক্লিয়ারট্রিপ, মাস্টার কার্ড, সিট্রোয়েন, লে'স এবং গারুদা অ্যারোস্পেসের মতো অন্যান্য বড় ব্র্যান্ডের সঙ্গে যুক্ত তিনি । টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট বলছে, বিশ্বজয়ী স্টাম্পার-ব্যাটারের 111 মিলিয়ন ডলারের সম্পত্তি রয়েছে ।
অমিতাভ বচ্চন, শাহরুখ খান এবং অক্ষয় কুমারের মতো বলিউড তারকাদের চেয়ে ধোনির বেশি অনুমোদনের চুক্তি রয়েছে । অমিতাভের 41টি ব্র্যান্ডের চুক্তি রয়েছে এবং শাহরুখ 34টি চুক্তি নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে । 24টি ব্র্যান্ড নিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় রয়েছে তালিকার অষ্টম স্থানে ৷ 21টি ব্র্যান্ড এনডোর্সমেন্ট সহ 10তম স্থানে রয়েছেন বিরাট কোহলি ৷