ETV Bharat / state

উচ্চ প্রাথমিকে দ্বিতীয় কাউন্সেলিং প্রক্রিয়া, বিজ্ঞপ্তি প্রকাশ কমিশনের - UPPER PRIMARY SCHOOL TEACHER

কিছুদিন আগেই উচ্চ প্রাথমিকের প্রথম পর্যায়ের কাউন্সেলিং শেষ হয়েছে ৷ এবার দ্বিতীয় দফায় কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন ৷

Upper Primary School Teacher Recruitment
উচ্চ প্রাথমিকে দ্বিতীয় কাউন্সেলিং প্রক্রিয়া (ফাইল ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 10, 2024, 10:28 PM IST

কলকাতা, 10 ডিসেম্বর: বছরের শেষে উচ্চ-প্রাথমিকের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর । 17 ডিসেম্বর থেকে শুরু হবে উচ্চ প্রাথমিকের দ্বিতীয় কাউন্সেলিং ৷ স্কুল সার্ভিস কমিশনের তরফে 17 থেকে 23 ডিসেম্বর পর্যন্ত ওয়েটিং লিস্টে থাকা সকল চাকরিপ্রার্থীদের ডাকা হবে ৷ প্রথমে কাউন্সেলিং চলবে 20 ডিসেম্বর পর্যন্ত । এরপর শনি ও রবিবার বন্ধ থাকবে কাউন্সেলিং প্রক্রিয়া ৷ আবার 23 তারিখ হবে ৷

স্কুল সার্ভিস কমিশন সূত্রে খবর, এই মুহূর্তে ওয়েটিং লিস্টে রয়েছেন প্রায় 5 হাজার 217 জন চাকরিপ্রার্থী ৷ তবে কাউন্সিলের তরফ থেকে প্রকাশিত সূচিতে নাম রয়েছে 2 হাজার 600 চাকরিপ্রার্থীর ৷ প্রসঙ্গত, কিছুদিন আগেই শেষ হয়েছে প্রথম পর্যায়ের কাউন্সেলিং ৷ সেখানে সম্পূর্ণ হয়েছে 8 হাজার 749 জনের কাউন্সেলিং প্রক্রিয়া ৷ 6 হাজার 680 জন সুপারিশপত্র গ্রহণ করেছেন ৷ এছাড়া কাউন্সেলিংয়ে অনুপস্থিত ছিলেন 2 হাজার 69 জন ৷ অনেকে আবার কাউন্সেলিংয়ে উপস্থিত থাকলেও সুপারিশপত্র গ্রহণ করেননি ৷

Upper Primary School Teacher Recruitment Notice
উচ্চ প্রাথমিকে দ্বিতীয় কাউন্সেলিং প্রক্রিয়ার নোটিশ (ছবি সৌজন্য: শিক্ষা দফতর)

সেখানে প্রশ্ন উঠেছিল কবে আবার দ্বিতীয় কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হবে ৷ সে বিষয়ে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেছিলেন, "খুব শীঘ্রই এই প্রক্রিয়ায় শুরু করা হবে ৷" সেই মতো ডিসেম্বর মাসে শুরু হচ্ছে দ্বিতীয় কাউন্সেলিং ৷ চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন, "আগের বারের মতো এবারও যাতে নির্বিঘ্নে সুষ্ঠুভাবে কাউন্সেলিং প্রক্রিয়া সম্পন্ন হয় সেদিকে নজর রাখা হচ্ছে ৷"

এই দ্বিতীয় কাউন্সিলিং প্রক্রিয়া সম্পর্কে আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের মঞ্চের তরফে সুশান্ত ঘোষ বলেন, "অপেক্ষমান তালিকায় 5 হাজার 217 জন প্রার্থী রয়েছেন, 2 হাজার 595 জন প্রার্থীকে ডাকা হয়েছে ৷ এখনও 2 হাজার 622 জন প্রার্থী অপেক্ষায় রয়েছেন ৷ ধারাবাহিকভাবে তৃতীয় কাউন্সেলিং করতে হবে ৷ সর্বোপরি আদালতের রায় মেনে মেধাতালিকায় অন্তর্ভুক্ত প্রার্থীদের চাকরি সুনিশ্চিত করতে হবে ৷"

কলকাতা, 10 ডিসেম্বর: বছরের শেষে উচ্চ-প্রাথমিকের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর । 17 ডিসেম্বর থেকে শুরু হবে উচ্চ প্রাথমিকের দ্বিতীয় কাউন্সেলিং ৷ স্কুল সার্ভিস কমিশনের তরফে 17 থেকে 23 ডিসেম্বর পর্যন্ত ওয়েটিং লিস্টে থাকা সকল চাকরিপ্রার্থীদের ডাকা হবে ৷ প্রথমে কাউন্সেলিং চলবে 20 ডিসেম্বর পর্যন্ত । এরপর শনি ও রবিবার বন্ধ থাকবে কাউন্সেলিং প্রক্রিয়া ৷ আবার 23 তারিখ হবে ৷

স্কুল সার্ভিস কমিশন সূত্রে খবর, এই মুহূর্তে ওয়েটিং লিস্টে রয়েছেন প্রায় 5 হাজার 217 জন চাকরিপ্রার্থী ৷ তবে কাউন্সিলের তরফ থেকে প্রকাশিত সূচিতে নাম রয়েছে 2 হাজার 600 চাকরিপ্রার্থীর ৷ প্রসঙ্গত, কিছুদিন আগেই শেষ হয়েছে প্রথম পর্যায়ের কাউন্সেলিং ৷ সেখানে সম্পূর্ণ হয়েছে 8 হাজার 749 জনের কাউন্সেলিং প্রক্রিয়া ৷ 6 হাজার 680 জন সুপারিশপত্র গ্রহণ করেছেন ৷ এছাড়া কাউন্সেলিংয়ে অনুপস্থিত ছিলেন 2 হাজার 69 জন ৷ অনেকে আবার কাউন্সেলিংয়ে উপস্থিত থাকলেও সুপারিশপত্র গ্রহণ করেননি ৷

Upper Primary School Teacher Recruitment Notice
উচ্চ প্রাথমিকে দ্বিতীয় কাউন্সেলিং প্রক্রিয়ার নোটিশ (ছবি সৌজন্য: শিক্ষা দফতর)

সেখানে প্রশ্ন উঠেছিল কবে আবার দ্বিতীয় কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হবে ৷ সে বিষয়ে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেছিলেন, "খুব শীঘ্রই এই প্রক্রিয়ায় শুরু করা হবে ৷" সেই মতো ডিসেম্বর মাসে শুরু হচ্ছে দ্বিতীয় কাউন্সেলিং ৷ চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন, "আগের বারের মতো এবারও যাতে নির্বিঘ্নে সুষ্ঠুভাবে কাউন্সেলিং প্রক্রিয়া সম্পন্ন হয় সেদিকে নজর রাখা হচ্ছে ৷"

এই দ্বিতীয় কাউন্সিলিং প্রক্রিয়া সম্পর্কে আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের মঞ্চের তরফে সুশান্ত ঘোষ বলেন, "অপেক্ষমান তালিকায় 5 হাজার 217 জন প্রার্থী রয়েছেন, 2 হাজার 595 জন প্রার্থীকে ডাকা হয়েছে ৷ এখনও 2 হাজার 622 জন প্রার্থী অপেক্ষায় রয়েছেন ৷ ধারাবাহিকভাবে তৃতীয় কাউন্সেলিং করতে হবে ৷ সর্বোপরি আদালতের রায় মেনে মেধাতালিকায় অন্তর্ভুক্ত প্রার্থীদের চাকরি সুনিশ্চিত করতে হবে ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.