দুবাই, 6 জানুয়ারি: ভারত দশ বছর পর বর্ডার-গাভাসকর সিরিজে হেরেছে বটে ৷ কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে সদ্য শেষ হওয়া সিরিজে যে পরিমাণ দর্শকের উপস্থিতি ঘটেছে, তারপর টেস্ট ক্রিকেটে বড়সড় বদল আনার চিন্তাভাবনা শুরু করল বিশ্ব ক্রিকেটের গভর্নিং বডি ৷ আইসিসি'র নবনিযুক্ত চেয়ারম্য়ান জয় শাহের নেতৃত্বেই আসছে বদল ৷ সাম্প্রতিক রিপোর্টে প্রকাশ জয় শাহের নেতৃত্বে 2 টিয়ার টেস্ট ক্রিকেটের ভাবনাচিন্তা করছে আইসিসি ৷ যাতে প্রথমসারির টেস্ট খেলিয়ে দেশগুলো বেশি করে নিজেদের মধ্যে আরও ম্য়াচ খেলতে পারে ৷
কেন এই ভাবনা? ইন্ডিয়া ট্যুডে'তে প্রকাশ যে, অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম 'দ্য এজ'-এ সোমবার প্রকাশিত হয়েছে আইসিসি'র এমন ভাবনার বিষয়টি ৷ সদ্য সমাপ্ত বর্ডার-গাভাসকর ট্রফিতে রেকর্ড সংখ্যক (প্রায় সাড়ে 8 লক্ষ) দর্শক সমাগমের কারণেই যে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার এমন ভাবনা, তাও বলা হয়েছে অজি সংবাদমাধ্যমের রিপোর্টে ৷ উল্লেখ্য, অ্যাশেজ বাদ দিলে ব্র্য়াডম্যানের দেশে সর্বাধিক অনুরাগী সমাগমের নজির গড়েছে সবেমাত্র শেষ হওয়া বর্ডার-গাভাসকর ট্রফি ৷ সামগ্রিকভাবে এই সিরিজ অস্ট্রেলিয়ার মাটিতে কোনও টেস্ট সিরিজে চতুর্থ সর্বাধিক দর্শক টানতে সক্ষম হয়েছে ৷ আর তারপরেই আইসিসি'র ভাবনায় 2 টিয়ার টেস্ট ক্রিকেট ৷
অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মাইক বার্ড, ইংল্য়ান্ড ক্রিকেট বোর্ডের চেয়ারম্য়ান রিচার্ড থম্পসনের সঙ্গে চলতি মাসেই এব্যাপারে আলোচনায় বসবেন জয় শাহ ৷ সূত্রের খবর তেমনই ৷