লন্ডন, 15 ফেব্রুয়ারি:নিষিদ্ধ ওষুধ ব্যবহারের দায়ে নির্বাসিত হয়েছিলেন 2024 সালের শুরুতে ৷ বিশ্ব ব়্যাংকিংয়ে শীর্ষে থাকা জ্যানিক সিনার অবশ্য জানিয়েছিলেন, নিষিদ্ধ অ্যানাবলিক স্টেরয়েড তিনি ভুল করে নিয়েছিলেন ৷ আবেদনের ভিত্তিতে নির্বাসন সহজে প্রত্যাহার হয়ে গিয়েছিল ৷ যা নিয়ে বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছিল ৷
নিষিদ্ধ ওযুধ সেবনের দায়ে 2024-এর মার্চে মাস্টার্স 1000 টুর্নামেন্টের মাঝে ডোপ টেস্টে ধরা পড়েছিলেন তিনি ৷ চার বছর সাসপেন্ড হওয়ার আশঙ্কা থাকলেও সিনারের আবেদনে সেই সাসপেনশন দ্রুত প্রত্যাহার হয়ে যায় ৷ তারপরই আন্তর্জাতিক টেনিস ইন্টিগ্রিটি এজেন্সি’র তাঁকে ব্যান না-করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়েছিল বিশ্ব অ্যান্টি-ডোপিং সংস্থা ৷ সিনারের ব্যাখ্যা ছিল, ম্যাসাজ নেওয়ার সময় তাঁর আঙুল কেটে যায় ৷ তিনি তাতে যে ওষুধ ব্যবহার করেছিলেন তাতে ক্লোস্টেবল ছিল ৷ শেষ পর্যন্ত নিষিদ্ধ স্টেরয়েড ব্যবহারের অপরাধে 3 মাসের জন্য ব্যান করা হল সিনারকে ৷ তা মেনে নিয়েছেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা ৷