পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

পারথ কেবলই ঝলক, আরও ভয়ঙ্কর হয়ে উঠবে ভারত: পারস মামব্রে - INDIA VS AUSTRALIA PERTH TEST

সিরাজের ছন্দে ফেরা নিয়ে খুশি প্রাক্তন গুরু ৷ তবে, বিরাট কোহলির পারথের মাটিতে সেঞ্চুরি দেখে ব্যক্তিগতভাবে খুশি এই মুম্বইকর ৷

INDIA VS AUSTRALIA PERTH TEST
পারথের মাটিতে ভারতের ঐতিহাসিক জয়ে প্রাক্তন ভারতীয় বোলিং কোচ পারস মামব্রের বিশেষ সাক্ষাৎকার ৷ (ইটিভি ভারত)

By Sanjib Guha

Published : Nov 25, 2024, 8:50 PM IST

Updated : Nov 26, 2024, 6:18 AM IST

কলকাতা, 25 নভেম্বর: পারথের পিচের নায়ক এখন জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজরা ৷ তবে, ভারতীয় ক্রিকেটে পেসের এমন দাপট সহসা তৈরি হয়ে যায়নি ৷ বিগত 7-8 বছরে এই পরিবর্তনের শুরু ৷ যার একটা বড় অংশ জুড়ে ছিলেন প্রাক্তন ভারতীয় বোলার পারস মামব্রে ৷ 2021-24 ভারতের বোলিং কোচের দায়িত্ব সামলেছেন তিনি ৷ বর্তমান ভারতীয় পেস ব্রিগেডের অধিকাংশটাই তাঁর তত্ত্বাবধানে গড়ে তোলা ৷ তিনি ভারতকে 2024 টি20 বিশ্বকাপ জেতানোর অন্যতম কারিগরও বটে ৷

টি20 বিশ্বকাপের পর পারস মামব্রে ভারতের বোলিং কোচের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন ৷ তিনি এখন আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের টিম ম্যানেজমেন্টের সদস্য ৷ মামব্রের জায়গায় এখন ভারতের বোলিংয়ের কোচের ভূমিকায় দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা পেসার মর্নি মর্কেল ৷ তিনিই এখন জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজের গুরু ৷ পারথে ভারতের ঐতিহাসিক 295 রানের জয়ের পিছনে তাঁর কৃতিত্বের চর্চা ৷ কিন্তু, বুমরা-সিরাজদের বর্তমান পারফর্ম্যান্সের অন্যতম কারিগরকে ভুললে তো চলবে না !

তাই সাড়ে তিনদিনে অস্ট্রেলিয়াকে 295 রানে পারথের পিচে হারানোর পরেই, ইটিভি ভারত সরাসরি ফোনে যোগাযোগ করেছিল পারস মামব্রের সঙ্গে ৷ রইল সেই বিশেষ সাক্ষাৎকার ৷

ইটিভি ভারত- সকল ভারতবাসীর পাশাপাশি আপনাকে (পারস মামব্রে) বিশেষ অভিনন্দন পারথের মাটিতে ভারতের আজকের সাফল্যের জন্য ৷ এই দুর্ভেদ্য ভারতীয় বোলিং লাইনআপকে গড়ে তোলার জন্য...

পারস- (হাসি) সত্যিই যদি এর কৃতিত্ব নিতে পারতাম, তাহলে খুবই খুশি হতাম... কিন্তু, সত্যিই আমি খুব খুশি বিসিসিআই-এর সঙ্গে কাজ করতে পেরে ৷ বিশেষ করে দীর্ঘ সময় এই ছেলেগুলোর সঙ্গে কাজ করে ৷ এটা দেখে আমি খুব খুশি যে, এই ছেলেগুলো একটা গুরুত্বপূর্ণ সময়ে দুরন্ত পারফর্ম্যান্স করে দেখালো ৷ বাকি সকল ভারতীয়ের মতো আমিও খুশি যে, আমাদের দেশ জিতেছে ৷

ইটিভি ভারত- এই জয়ের রুপোলি রেখাটা কী ?

পারস- (কিছুটা থেমে) আমি খুব একটা এই রুপোলি রেখার অংশ নই ৷ ভারত যেভাবে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে 0-3 হারের পর ঘুরে দাঁড়াল, সেটাই বিশেষত্ব এই জয়ের ৷ 0-3 হারের পর অধিকাংশ লোকজন ভেবেছিলেন, এই সিরিজটা ভারতের জন্য খুবই কঠিন হবে ৷ অবশ্য়ই, অস্ট্রেলিয়ার মাটিতে খেলা খুবই কঠিন ৷ কিন্তু, আসল যে বিষয়টা আমাকে বেশি উত্তেজিত করছে, তা হল- আমরা সেই কঠিন পরিস্থিতিতে যেভাবে সাড়া দিয়েছি ৷ প্রথম টেস্ট ম্যাচ জয়, তাও আবার এইভাবে জেতা ৷ আমরা একটা বার্তা দিলাম যে, ভারতীয় দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কঠিন প্রতিপক্ষ হতে চলেছে ৷

ইটিভি ভারত- এই বোলিং আক্রমণ মাত্র সাড়ে তিনদিনে অজিদের 20 উইকেট তুলেছে ৷ আপনি কী মনে করেন, আগামী টেস্টগুলিতে আরও উন্নতি করার প্রয়োজন আছে ?

পারস- আমরা এখান থেকে শুধু উন্নতি করব ৷ এই সিরিজে আমাদের দল অনেক বেশি আত্মবিশ্বাসী ৷ বলা হচ্ছিল, সিরাজ আসল সময়ে পারফর্ম করতে পারছে না ৷ কিন্তু, যেভাবে ও বল করল, তাতে ওকে দারুণ ছন্দে দেখিয়েছে ৷ এটা খুবই ভালো খবর যে, প্রত্যেক বোলার উইকেট তুলতে সফল হয়েছেন ৷ হর্ষিত রানা ওর অভিষেক ম্যাচে স্নায়ু-চাপ নিয়ন্ত্রণে রেখে দুরন্ত খেলেছে ৷ এখান থেকে ও আগামী দিনে আরও ভালো করবে ৷ আমি নীতীশের জন্যও খুব খুশি ৷ ও নিজের প্রথম টেস্ট উইকেট পেল... আমি খুশি প্রত্যেক ক্রিকেটার ব্যক্তিগতভাবে পারফর্ম করেছে এবং এটা সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য খুবই ইতিবাচক দিক ৷

ইটিভি ভারত- বিরাট কোহলি আবারও শতরান করলেন এবং প্রথম টেস্টেই নিজের অস্তিত্বের জানান দিলেন ৷ এই অনুভূতিটা কেমন ?

পারস- আমি ব্যক্তিগতভাবে ওঁর (বিরাট কোহলি) জন্য খুব আনন্দিত ৷ ওঁর মতো একজন মানুষ এবং ক্রিকেটার থেকে অসাধারণ কিছুই আশা করি ৷ একটা খারাপ সময় যাচ্ছিল ৷ এটা আপনি ওঁর চোখমুখ দেখলেই বুঝতে পারতেন, এটার থেকে ও বেরতে চাইছিল ৷ ওঁর অসাধারণ ইনিংসের ফল আমরা পাচ্ছি ৷ আমি তাই ব্যক্তিগতভাবে খুবই খুশি যে, ও দারুণভাবে ফিরে এল এবং দলের জয়েও অবদান রাখল ৷ এটা ওঁকে অনেক বেশি সন্তুষ্ট ও আত্মবিশ্বাস দেবে ৷

ইটিভি ভারত- প্রথমসারির ফাস্ট বোলার মহম্মদ শামিকে নিয়ে আপনার কী ভাবনা...

পারস- এটা শুনে খুবই ভালো লাগছে যে, ও (মহম্মদ শামি) অনুশীলন শুরু করেছে এবং দ্রুত সেরে উঠছে ৷ ফার্স্ট-ক্লাস ক্রিকেটে খেলছে এবং উইকেটও পাচ্ছে ৷ এটা একটা ইতিবাচক দিক ৷ তবে, আমি এটা জানতে চাই, শামি কবে ভারতীয় দলের সঙ্গে যোগ দিতে অস্ট্রেলিয়ার বিমানে উঠছে ৷ এই আক্রমণের সঙ্গে শামি জুড়ে গেলে, অনেক বেশি প্রভাব পড়বে ভারতীয় দলে ৷ ওঁর সেই দক্ষতা রয়েছে ৷ আর এর আগে এই কাজটা শামি ওখানে করে এসেছে ৷ তাই শামিকে দলে চাই এবং আমি অধীর অপেক্ষায় রয়েছি বড় মঞ্চে প্রত্যাবর্তনে ৷ যাই আমি শামিকে নিয়ে শুনেছি, তা খুবই ইতিবাচক এবং আমি এ নিয়ে আশাবাদী ৷

ইটিভি ভারত-তরুণ তারকা যশস্বী জয়সওয়াল পারথে সেঞ্চুরির পর সচিন তেন্ডুলকর এবং বিরাট কোহলির মতো সেরাদের তালিকায় উঠে এলেন ৷ তাঁর প্রশংসায় কিছু বলবেন ?

পারস- আমি মনে করি ও সেটাই করে দেখিয়েছে, যা করতে ও সক্ষম ৷ এটা অনেকটা আপনার পর্বতশৃঙ্গ জয়ের মতো ৷ কারণ, অস্ট্রেলিয়া সবসময় কঠিন প্রতিপক্ষ...

Last Updated : Nov 26, 2024, 6:18 AM IST

ABOUT THE AUTHOR

...view details