সিডনি, 26 অগস্ট: 2013 সালে আইসিসি বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়েছিলেন চোটের কারণে ৷ তারপর থেকে অস্ট্রেলিয়ার জার্সিতে আইসিসি টুর্নামেন্টের আর কখনও মাঠের বাইরে থাকতে হয়নি অজি মহিলা দলের বাঁ-হাতি স্পিনার জেস জোনাসেনকে ৷ আসন্ন টি20 বিশ্বকাপ স্কোয়াডে উপলব্ধ থাকা সত্ত্বেও, এবার বাদ পড়লেন তিনি ৷ যা নিয়ে অজি মহিলা দলের অধিনায়ক জানালেন, জোনাসেনের কাছে এখনও সুযোগ রয়েছে জাতীয় দলে ফেরার ৷ তবে, বিশ্বকাপ দলে ফিরবেন কি ? সেনিয়ে খোলসা করলেন না কিছুই ৷
আজ ক্রিকেট অস্ট্রেলিয়া মহিলা টি20 বিশ্বকাপের জন্য 15 জনের দল ঘোষণা করেছেন ৷ যেখানে জর্জিয়া ওয়্যারহ্যাম, সোফিয়া মোলিনেক্স, আলানা কিং এবং অ্যাশলে গার্ডনারদের সঙ্গে কঠিন প্রতিযোগিতায় পিছিয়ে পড়েছেন জেস জোনাসেন ৷ অবশ্য দেওয়াল লিখনটা অনেক আগেই হয়ে গিয়েছিল ৷ যখন বাংলাদেশ সফরের দল থেকে জোনাসেনকে বাদ দেওয়া হয়েছিল ৷ তারপর থেকেই মহিলা অজি দলে ফেরার রাস্তা কঠিন হয়ে যায় তাঁর জন্য ৷
এনিয়ে অজি অধিনায়ক অ্যালিসা হিলি বলেছেন, "একশো শতাংশ সুযোগ রয়েছে ৷ রাস্তা এখনও খোলা আছে ৷ দরজা এখনও পুরোপুরি খোলা ৷ ওর কেরিয়ার দেখুন, বিশেষ করে শেষ 5-6 বছরে কীভাবে ওর কেরিয়ার গ্রাফ উপরের দিকে উঠেছে ৷ ওর আর সোফি মোলিনেক্সের মধ্যে লড়াইটা ছিল ৷ এখনও ওর জন্য সুযোগ রয়েছে ৷"
ক্রিকেট অস্ট্রেলিয়ার ঘোষিত দলে, পেসার ডার্সি ব্রাউনের সুযোগ পাওয়া বড় চমক ৷ ডার্সি সম্প্রতি তাঁর পায়ের চোট থেকে সেরে উঠেছেন ৷ তার পরেই 15 জনে স্কোয়াডে নাম ওঠা চমকই বটে ৷ অস্ট্রেলিয়ার মহিলা দলের মুখ্য নির্বাচক শন ফ্লেগলার বলেন, "তাইলা এবং ডার্সির পেস জুটিকে আমরা অনেকদিন ধরেই পেশ করতে চাইছিলাম ৷ এটি আমাদের জন্য একটা বড় পার্থক্য গড়ে দেবে ৷" অস্ট্রেলিয়া মহিলা দল এর আগে পরপর তিনবার টি20 বিশ্বকাপ জিতেছে ৷ এবার তাদের সামনে সুযোগ পরপর চারবার ট্রফি তোলার ৷ থালিয়া ম্যাকগ্রাকে টি20 বিশ্বকাপে ভাইস-ক্যাপ্টেন করেছে টিম ম্যানেজমেন্ট ৷
অস্ট্রেলিয়ার 15 জনের দল: অ্যালিসা হিলি (ক্যাপ্টেন), থালিয়া ম্যাকগ্রা (ভাইস-ক্যাপ্টেন), ডার্সি ব্রাউন, অ্যাশলে গার্ডনার, কিম গার্থ, গ্রেস হ্যারিস, আলানা কিং, ফোবি লিচফিল্ড, সোফি মোলিনেক্স, বেথ মুনি, এলিস পেরি, মেগান শুট, অ্যানাবেল সাদারল্যান্ড, জর্জিয়া ওয়ারহ্যাম এবং তাইলা ভামিনিক ৷