কলকাতা, 15 জানুয়ারি: ক্রিকেট-সফরে স্ত্রীদের উপস্থিতি ক্রিকেটারদের মনসংযোগে বিঘ্ন ঘটাচ্ছে। আর তাই ভারতীয় বোর্ডের রিভিউ কমিটি ক্রিকেট সফরে স্ত্রীদের উপস্থিতিতে নিষেধাজ্ঞা টানার কথা বলেছে । প্রাক্তন উইকেটরক্ষক সৈয়দ কিরমানি কলকাতায় বুধবার জানালেন বোর্ডের এই সিদ্ধান্তের সঙ্গে তিনি একমত নন । কারণ স্ত্রীদের উপস্থিতি ক্রিকেটারদের ভালো খেলার পক্ষে অনুপ্রেরণা জোগায়। পাশাপাশি রোহিত শর্মা ও বিরাট কোহলিদের ঘরোয়া ক্রিকেটে খেলানোর পক্ষেও নন কিরমানি। একইসঙ্গে তিনি মনে করেন, কবে অবসর নেবেন সেই সিদ্ধান্ত এই দু'জনের উপরেই ছাড়া উচিত।
চুনী গোস্বামীর জন্মদিন উপলক্ষ্যে মোহনবাগান ক্লাবে আয়োজিত হয়েছিল 'ক্রিকেট ডে'। 1983 সালের বিশ্বকাপ জয়ী দলের কোনও সদস্যের উপস্থিত থাকার কথা আগেই ঘোষণা করা হয়েছিল । সে মতো এদিন উপস্থিত ছিলেন 1983 সালের বিশ্বকাপ জয়ী ক্রিকেট দলের উইকেটরক্ষক কিরমানি। তাঁর হাত ধরেই মোহনবাগান তাদের আধুনিক ক্রিকেট পরিকাঠামোর উদ্বোধন করল।
কিরমানি বলছেন, কলকাতায় তাঁর একাধিক সুখস্মৃতি। ইডেন তাঁর চোখে সেরা মাঠ। এমন দর্শকের তুলনা বিশ্বের আর কোথাও পাওয়া যায় না । মোহনবাগান ক্লাবের থেকে সম্মান পেয়ে গর্বিত । একইভাবে চুনী গোস্বামীর জন্মদিন পালনে যুক্ত হতে পেরেও খুশি। কোনও ক্রিকেট মাঠে একসঙ্গে খেলার সুযোগ পাননি। তবে একটি অনুষ্ঠানে পরিচিত হওয়ার সুযোগ হয়েছিল। সাল-তারিখ মনে না থাকলেও চুনীর সঙ্গে পরিচয় পর্বের সেই স্মৃতি আজও অম্লান কিরমানির মনে।
চুনী গোস্বামীর স্ত্রী বাসন্তী গোস্বামী ছিলেন অনুষ্ঠানে। প্রথমে ক্রিকেট পরিকাঠামোর উদ্বোধন করা হয়। উইকেটের পিছনে দাঁড়িয়ে স্টাম্পও ভাঙেন কিরমানি। রাজ্যের মন্ত্রী অরূপ রায় এবং মলয় ঘটকও ছিলেন অনুষ্ঠানে। এরপর অমর একাদশের মূর্তিতে ফুল দেওয়া হয়। চুনী গোস্বামীর ছবিতে ফুল দেন কিরমানি এবং বাসন্তী গোস্বামী। উপস্থিত ছিলেন মোহনবাগানের প্রাক্তন অধিনায়করা।
কিরমানির মতে বিরাট কোহলি, রোহিত শর্মাদের ক্রিকেট থেকে অবসর নেওয়ার বিষয়টি নিয়ে বাইরে থেকে মাথা ঘামানোর দরকার নেই। এই দু'জনেই মহান ক্রিকেটার। ক্রিকেটের প্রতি তাঁদের যা অবদান তা মাথায় রেখে অবসরের বিষয়টি কোহলি,রোহিতদের উপর ছাড়া উচিত ।
ভারতীয় দলের ক্রিকেটারদের রঞ্জি ট্রফিতে প্রতিনিধিত্ব করা বাধ্যতামূলক বলে জানিয়েছে নিয়ামক সংস্থা বিসিসিআই । কিরমানি এই সিদ্ধান্তের উলটো মেরুতে । তাঁর মতে, বর্তমানে অনেক বেশি ক্রিকেট খেলতে হয় । তাই বিশ্রাম জরুরি । রঞ্জি ট্রফি বা ঘরোয়া টুর্নামেন্টে খেললে পর্যাপ্ত বিশ্রাম মিলবে না ।
তিনি মনে করেন নেতৃত্বের ব্যাটন এমন কারও হাতে দেওয়া উচিত যিনি দীর্ঘদিন ক্রিকেট খেলবেন। এই ব্যাপারে বুমরা তাঁর পছন্দের তালিকায় । নিজে নির্বাচক ছিলেন। এখন উইকেটরক্ষকদের মধ্যে একজনকে বাছতে বললে কিরমানি যে ঋষভ পন্থকে দ্বিধা না রেখে বাছতেন তাও জানিয়েছেন । কোচ গৌতম গম্ভীরের ভবিষ্যত নিয়ে অনেক শব্দ খরচ হচ্ছে। কিরমানি মনে করেন, জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে কথা বলেই ভারতীয় দলের কোচ বাছা উচিত ।