পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ফাইনালে আরও এক ভারতীয় শুটার, রাইফেল শুটিংয়ে পদকের 'স্বপ্নিল' সম্ভাবনা - PARIS OLYMPICS 2024 - PARIS OLYMPICS 2024

Swapnil Kusale Qualifies For Final: পুরুষদের 50 মিটার রাইফেল-থ্রি পজিশনের ফাইনালে পৌঁছলেন ভারতীয় শুটার স্বপ্নিল কুসালে ৷ যোগ্যতা অর্জন পর্বে সপ্তম স্থানে শেষ করে ফাইনালের যোগ্যতা অর্জন করলেন তিনি ৷ আগামিকাল পদকের লক্ষ্যে নামবেন তিনি ৷

Swapnil Kusale
স্বপ্নিল কুসালে (AP Photo)

By ETV Bharat Sports Team

Published : Jul 31, 2024, 2:43 PM IST

Updated : Jul 31, 2024, 4:30 PM IST

প্যারিস, 31 জুলাই: আপাতত প্যারিস গেমস থেকে ভারতের জোড়া পদকই এসেছে শুটিং থেকে ৷ সম্ভাবনা উসকে হাতছাড়াও হয়েছে পদক ৷ পঞ্চমদিন ফের শুটিং থেকেই আবারও পদক প্রত্যাশা তৈরি করলেন স্বপ্নিল কুসালে ৷ বুধবার পুরুষদের 50 মিটার রাইফেল-থ্রি পজিশনের ফাইনালে পৌঁছলেন ভারতীয় শুটার ৷ যোগ্যতা অর্জন পর্বে সপ্তম স্থানে শেষ করে ফাইনালের যোগ্যতা অর্জন করলেন তিনি ৷

স্বপ্নিল জিতলেও ফাইনালে পৌঁছতে ব্যর্থ হলেন দেশের আরেক শুটার ঐশ্বর্য প্রতাপ সিং তোমার ৷ কোয়ালিফিকেশনে একাদশ স্থানে শেষ করলেন তিনি ৷ ফাইনালে যোগ্যতা অর্জনের পথে স্বপ্নিলের সংগৃহীত অ্যাগ্রিগেট স্কোর 590 ৷ অন্যদিকে 589 পয়েন্ট নিয়ে অল্পের জন্য ফাইনাল মিস করলেন ঐশ্বর্য ৷ আগামিকাল পদক জয়ের লক্ষ্যে নামবেন স্বপ্নিল ৷

ফাইনালে পৌঁছে নজিরও গড়ে ফেললেন মহারাষ্ট্রের কোলাপুরের বাসিন্দা স্বপ্নিল ৷ দেশের প্রথম শুটার হিসেবে 50 মিটার রাইফেল-থ্রি পজিশনস ইভেন্টের ফাইনালে প্রবেশ করলেন তিনি ৷ অলিম্পিক্স শুটিংয়ে অভিনব বিন্দ্রার হাত ধরে ভারতের একমাত্র সোনা রাইফেল শুটিংয়েই, যদিও ইভেন্ট ভিন্ন ৷ এর আগে 2012 পুরুষদের 50 মিটার রাইফেল প্রোনের ফাইনালে পৌঁছেছিলেন বাংলার শুটার জয়দীপ কর্মকার ৷ কিন্তু অল্পের জন্য পদক হাতছাড়া হয় তাঁর ৷ চারে শেষ করেন তিনি ৷ চলতি অলিম্পিক্সেও 10 মিটার এয়ার রাইফেল ইভেন্টে চারে শেষ করেছেন ভারতের অর্জুন বাবুতা ৷

ফলত আগামিকাল পদকের লক্ষ্যে অনুরাগীদের চোখ থাকবে স্বপ্নিলের দিকে ৷ কোয়ালিফিকেশনে এদিন 594 পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে চিনের লিউ ইউকুন ৷ দ্বিতীয়স্থানে শেষ করেন নরওয়ের জন-হার্নম্যান হেগ (593) ৷ তবে এই ইভেন্টে ভারতীয় অনুরাগীদের প্রত্যাশা ছিল ঐশ্বর্যর থেকে ৷ কিন্তু যোগ্যতা অর্জনে হতাশ করলেন বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনাজয়ী ৷

Last Updated : Jul 31, 2024, 4:30 PM IST

ABOUT THE AUTHOR

...view details