সিডনি, 5 জানুয়ারি: যাঁর নামে ট্রফি তাঁকেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ব্রাত্য করে রাখল ক্রিকেট অস্ট্রেলিয়া ৷ সিডনিতে ভারতকে ছয় উইকেটে হারিয়ে দশ বছর পর বর্ডার-গাভাসকর ট্রফি ঘরে তুলেছে অস্ট্রেলিয়া ৷ জয়ের পর অজি অধিনায়ক প্য়াট কামিন্সের হাতে এদিন অভিজাত সেই ট্রফি তুলে দেন বিশ্বজয়ী অজি অধিনায়ক অ্যালান বর্ডার ৷ কিন্তু অনুষ্ঠানে ডাকাই হল না সুনীল গাভাসকরকে ৷ কেন ভারতীয় কিংবদন্তিকে এহেন ব্রাত্য করে রাখা হল? তা জানা না-গেলেও ঘটনায় হতাশ গাভাসকর নিজেও ৷
অ্যালান বর্ডার এদিন যখন অজি দলনায়কের হাতে ট্রফি তুলে দেন, সেই সময় বাউন্ডারি লাইনে একাকী দাঁড়িয়ে ছিলেন গাভাসকর ৷ যদিও সূত্রের খবর, ক্রিকেট অস্ট্রেলিয়ার পরিকল্পনাই ছিল অস্ট্রেলিয়া সিরিজ জিতলে ট্রফি তুলে দেবেন বর্ডারই ৷ পক্ষান্তরে শেষ টেস্ট জিতে ভারত সিরিজে সমতা ফেরালে সেক্ষেত্রে ডাকা হবে সুনীল গাভাসকরকে ৷ কারণ সিরিজ ড্র হলে ভারতের ঝুলিতেই থাকত ট্রফি ৷ কিন্তু ভারতীয় কিংবদন্তি এই ঘটনা সম্পর্কে হয়তো অবগত ছিলেন না ৷