কলকাতা, 6 ফেব্রুয়ারি: সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের অধীনে রাজকোটের এই স্টেডিয়াম একাধিক আন্তর্জাতিক ম্যাচের সাক্ষী ৷ একাধিক রেকর্ডেরও সাক্ষী থেকেছে এই মাঠে ৷ আগামী 14 ফেব্রুয়ারি থেকে যার পরিচয় বদলাতে চলেছে ৷ আর যাঁর নামে নামাঙ্কিত হতে চলেছে এই স্টেডিয়াম, তাঁর নামেও রয়েছে আভিজাত্য ৷ বিসিসিআই-এর প্রাক্তন সচিব নিরঞ্জন শাহর নামে নামকরণ হতে চলেছে সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের এই আন্তর্জাতিক স্টেডিয়ামের ৷ যা ঐতিহাসিকও বটে ৷ কারণ, বিসিসিআই-এর ইতিহাসে জীবদ্দশায় কোনও ক্রীড়া প্রশাসকের নামে স্টেডিয়ামের নামকরণ হয়নি ৷
কেমন এই দীর্ঘসময়ের ক্রিকেট প্রশাসক হিসেবে অভিজ্ঞতা ? কেমন অনুভূতি আজকে ? যেখানে তাঁর ক্রিকেট প্রশাসক হিসেবে সাধনা শুরু হয়েছিল ৷ সেই সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়াম তাঁরই নামে নামঙ্কিত হচ্ছে ৷ ইটিভি ভারতকে একান্ত সাক্ষাৎকারে নিরঞ্জন শাহ বললেন, "ক্রিকেটের প্রতি আমার দীর্ঘ সময়ের সেবার পর এটা আমার জন্য অনেক সম্মানের ৷ বিসিসিআই সচিব জয় শাহ 14 ফেব্রুয়ারি সন্ধে সাড়ে 6টার সময় 30 হাজার দর্শকাসনের স্টেডিয়ামটির উদ্বোধন করবেন ৷ যেখানে বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন ৷"
শাহের দাবি অনুযায়ী, 15 ফেব্রুয়ারি ভারত বনাম ইংল্যান্ড তৃতীয় টেস্ট উপলক্ষ্যে আগের দিন সন্ধেয় একটি ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে রাজকোটে ৷ কারা আসছেন নিরঞ্জন শাহ ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধনে ? শাহ জানালেন, "সুনীল (গাভাসকর) অনুষ্ঠানের আমন্ত্রণে সম্মতি দিয়েছেন ৷ পাশাপাশি প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা কোচ রবি শাস্ত্রী 14 ফেব্রুয়ারির অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ৷ সঙ্গে স্থানীয় কয়েকজন অতিথিরা থাকবেন ৷"