হায়দরাবাদ, 26 মার্চ: 1, 25, 50, 75, 100, 125, 150 ৷ প্রতিটা সংখ্যার মধ্যে অদ্ভূত মিল ৷ এই বীজগাণিতিক ক্রমবিন্যাসে নিজের প্রতিটি আন্তর্জাতিক ম্যাচে গোল রয়েছে সুনীল ছেত্রীর ৷ আফগানিস্তানের বিরুদ্ধে 38 মিনিটে স্পটকিক থেকে বল জালে জড়াতেই ইতিহাসের পাতায় নাম লেখালেন ‘মেন ইন ব্লু’র দলনেতা ৷
মাত্র 19 বছর বয়সে ছেত্রী তাঁর প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন 2005 সালের 12 জুন ৷ কোয়েট্টায় পাকিস্তানের বিরুদ্ধে একটি আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচে অভিষেক হয়েছিল তাঁর ৷ সেই ম্যাচ ভারত 1-1 ড্র করেছিল ৷ আর ভারতীয় দলের একমাত্র স্কোরার ছিলেন সুনীল ৷ বিশ্ব ফুটবলের 40তম খেলোয়াড় হিসেবে জাতীয় দলের জার্সিতে দেড়শো বা তার বেশি ম্যাচ খেলে ফেললেন ভারতীয় ফুটবলের কিংবদন্তি ৷
নীল জার্সিতে 150তম আন্তর্জাতিক ম্যাচে 94টি গোল করেছেন ভারতীয় তারকা ৷ উল্লেখ্য, সুনীল ছেত্রী ভারতের জার্সিতে প্রথম, 25, 50, 75, 100 ও 125তম ম্যাচেও গোল করেছেন ৷ সেই ধারা বজায় রেখে 150তম মাইলস্টোনের ম্যাচেও গোল করলেন ক্যাপি ৷
39 বছর বয়সে বর্তমান ভারতীয় ফুটবলে সেরা গোল শিকারি সুনীল ছেত্রী । যদিও গুয়াহাটিতে দলনেতার নজিরের দিনে প্রাক-বিশ্বকাপের ম্যাচে ভারত এগিয়ে থেকেও হারের অন্ধকারে । ম্যাচের ফল আফগানিস্তানের পক্ষে 2-1 । এদিন প্রায় এক ঘণ্টা মাঠে ছিলেন । সুনীলের উপস্থিতিতে আফগান রক্ষণ অস্বস্তিতে থাকলেও খুব চাপ দিতে পারেননি ভারতীয় ফুটবলের লেজেন্ড । স্টেডিয়ামে সুনীল ছেত্রীর বাবা-মা উপস্থিত ছিলেন । তাঁরাও ছেলের কৃতিত্বে খুশি । দল জয় পেলে সেই আনন্দটা যে আরও বেশি হত তা বলার অপেক্ষা রাখে না।
আরও পড়ুন:
- নীল জার্সি, বাদামি শর্টস; ইউরোর নয়া কিটে টিনটিনকে শ্রদ্ধা জানাবে বেলজিয়াম
- বছরভর টুর্নামেন্ট, আমূল বদলাচ্ছে দেশের ফুটবল ক্যালেন্ডার
- টেকনিক্যাল কমিটির রদবদল থেকে রোজের কাজ, বিতর্কে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন