গল, 7 ফেব্রুয়ারি: বিশ্বের সর্বকালের অন্যতম সেরা টেস্ট ব্যাটারদের তালিকায় উপরের দিকেই থাকবে তাঁর নাম ৷ সুনীল গাভাসকর, ব্রায়ান লারাদের নজির টপকে আপাতত তাঁর ঝুলিতে 35টি শতরান ৷ ব্যাট হাতে লাল বলের ক্রিকেটে নিশ্চয় আরও নজির গড়বেন তিনি, তবে বৃহস্পতিবার ফিল্ডার হিসেবে টেস্ট ক্রিকেটের এলিট ক্লাবে প্রবেশ করে গেলেন স্টিভ স্মিথ ৷ নন-উইকেটকিপার হিসেবে টেস্টে ক্যাচ তালুবন্দি করার নিরিখে দেশের প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিংয়ে টপকে প্রথম পাঁচে ঢুকে পড়লেন তিনি ৷
গলে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথমদিন জোড়া ক্যাচ ধরে টেস্ট ক্রিকেটে 197টি ক্যাচের মালিক হন স্মিথ ৷ টপকে যান রিকি পন্টিংয়ের 196 ক্যাচের ট্যালি ৷ অজি ফিল্ডার হিসেবে টেস্টে এখন সর্বাধিক ক্যাচের মালিক তিনিই ৷ সামগ্রিকভাবে বিশ্বে সর্বাধিক ক্যাচের তালিকায় স্মিথের সামনে এখন কেবল চার ৷ এরমধ্যে প্রাক্তন দক্ষিণ আফ্রিকা কিংবদন্তি জ্যাক কালিসকে (200) টপকে যেতে আর চারটি ক্যাচের প্রয়োজন অজি ক্রিকেটারের ৷ সেক্ষেত্রে বিশ্বের পঞ্চম ফিল্ডার হিসেবে টেস্টে 200 ক্য়াচের মাইলস্টোনও স্পর্শ করবেন তিনি ৷