পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

অস্ট্রেলিয়ার নেতৃত্বে ফিরলেন স্মিথ, ঘোষিত শ্রীলঙ্কা সফরের স্কোয়াড - STEVE SMITH

শ্রীলঙ্কা সফরে অস্ট্রেলিয়ার নেতৃত্বে ফিরছেন স্টিভ স্মিথ ৷ বৃহস্পতিবার ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে ঘোষিত স্কোয়াডে নেই প্য়াট কামিন্সের নাম ৷

STEVE SMITH
স্টিভ স্মিথ (ANI)

By ETV Bharat Sports Team

Published : 19 hours ago

মেলবোর্ন, 9 জানুয়ারি: দু'বছর পর ফের অস্ট্রেলিয়ার অধিনায়কত্বে স্টিভ স্মিথ ৷ 2023 ভারত সফরের পর আসন্ন শ্রীলঙ্কা সফরে দু'ম্য়াচের টেস্ট সিরিজের জন্য তারকা ব্য়াটারকে নেতৃত্বের দায়িত্ব দিল ক্রিকেট অস্ট্রেলিয়া ৷ পিতৃত্বকালীন ছুটিতে যাচ্ছেন প্য়াট কামিন্স ৷ একইসঙ্গে গোড়ালির সমস্য়ায় ভুগছেন 10 বছর পর অস্ট্রেলিয়াকে বর্ডার-গাভাসকর ট্রফি এনে দেওয়া অধিনায়ক ৷ সেই কারণেই অধিনায়কত্বে স্মিথ ৷

ভারতের বিরুদ্ধে ঘরের মাঠে বর্ডার-গাভাসকর ট্রফি জিতে আসন্ন টেস্ট চ্য়াম্পিয়নশিপ ফাইনালে জায়গা পাকা করেছে অস্ট্রেলিয়া ৷ সেদিক থেকে দেখতে গেলে শ্রীলঙ্কা সফর তাঁদের কাছে পরীক্ষা-নিরীক্ষার জায়গা ৷ প্য়াট কামিন্স তাঁর দ্বিতীয় সন্তান জন্মের আগে পরিবারের সঙ্গে থাকতে দ্বীপরাষ্ট্রে যে যাবেন না, সেটা শোনা যাচ্ছিল ভারতের বিরুদ্ধে সিরিজের মাঝেই ৷ এদিন স্কোয়াড ঘোষণার সঙ্গে সঙ্গে বিষয়টিতে সিলমোহর পড়ল ৷

দ্বীপরাষ্ট্র সফরের দল নির্বাচন প্রসঙ্গে অস্ট্রেলিয়ার নির্বাচক কমিটির প্রধান জর্জ বেইলি বলেন, "ভিন্ন আবহাওয়ায় শ্রীলঙ্কা সফর সবসময়ই বেশ চ্য়ালেঞ্জিং ৷ কী ধরনের উইকেট সেখানে অপেক্ষা করবে জানা নেই ৷ তাই সবদিক ভেবেচিন্তেই এই স্কোয়াড বেছে নেওয়া হয়েছে ৷" একইসঙ্গে কেরিয়ারের শুরুতে যাঁরা, তাঁদের উপমহাদেশে সড়গড় করে তোলার কথাও দলগঠনের সময় ভাবা হয়েছে বলে জানান বেইলি ৷

ভারতের বিরুদ্ধে শেষ দু'টি টেস্টে বাদ পড়েছিলেন ওপেনার ন্যাথন ম্য়াকসুইনি ৷ পরিবর্তে এসে নজর কেড়েছিলেন বছর উনিশের স্য়াম কনস্টাস ৷ ধনঞ্জয় ডি সিলভাদের বিরুদ্ধে স্কোয়াডে জায়গা হল দু'জনেরই ৷ প্য়াট কামিন্সের অনুপস্থিতিতে তিন পেসার মিচেল স্টার্ক, স্কট বোল্য়ান্ড ও স্যেন অ্যাবটকে নিয়ে শ্রীলঙ্কা উড়ে যাবে 'ব্য়াগি গ্রিন' বাহিনী ৷ স্পিন বিভাগে অভিজ্ঞ ন্যাথন লায়নের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে টড মারফি ও ম্য়াথু কুহনেম্য়ানকে ৷

খারাপ পারফরম্যান্সের কারণে ভারতের বিরুদ্ধে শেষ টেস্ট থেকে বাদ পড়েছিলেন অলরাউন্ডার মিচেল মার্শ ৷ শ্রীলঙ্কায় দু'ম্যাচের টেস্ট সিরিজে ব্রাত্য়ই রইলেন তিনি ৷ পরিবর্তে ভারতের বিরুদ্ধে সিডনি টেস্টে নজরকাড়া পারফরম্যান্স করে দ্বীপরাষ্ট্রের বিমানে জায়গা পাকা করলেন বিউ ওয়েবস্টার ৷ গলে অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কা বনাম অস্ট্রেলিয়া জোড়া টেস্ট ম্য়াচ ৷ যার প্রথমটা শুরু হবে আগামী 29 জানুয়ারি ৷

একনজরে ঘোষিত স্কোয়াড:

আরও পড়ুন:

ABOUT THE AUTHOR

...view details