মেলবোর্ন, 9 জানুয়ারি: দু'বছর পর ফের অস্ট্রেলিয়ার অধিনায়কত্বে স্টিভ স্মিথ ৷ 2023 ভারত সফরের পর আসন্ন শ্রীলঙ্কা সফরে দু'ম্য়াচের টেস্ট সিরিজের জন্য তারকা ব্য়াটারকে নেতৃত্বের দায়িত্ব দিল ক্রিকেট অস্ট্রেলিয়া ৷ পিতৃত্বকালীন ছুটিতে যাচ্ছেন প্য়াট কামিন্স ৷ একইসঙ্গে গোড়ালির সমস্য়ায় ভুগছেন 10 বছর পর অস্ট্রেলিয়াকে বর্ডার-গাভাসকর ট্রফি এনে দেওয়া অধিনায়ক ৷ সেই কারণেই অধিনায়কত্বে স্মিথ ৷
ভারতের বিরুদ্ধে ঘরের মাঠে বর্ডার-গাভাসকর ট্রফি জিতে আসন্ন টেস্ট চ্য়াম্পিয়নশিপ ফাইনালে জায়গা পাকা করেছে অস্ট্রেলিয়া ৷ সেদিক থেকে দেখতে গেলে শ্রীলঙ্কা সফর তাঁদের কাছে পরীক্ষা-নিরীক্ষার জায়গা ৷ প্য়াট কামিন্স তাঁর দ্বিতীয় সন্তান জন্মের আগে পরিবারের সঙ্গে থাকতে দ্বীপরাষ্ট্রে যে যাবেন না, সেটা শোনা যাচ্ছিল ভারতের বিরুদ্ধে সিরিজের মাঝেই ৷ এদিন স্কোয়াড ঘোষণার সঙ্গে সঙ্গে বিষয়টিতে সিলমোহর পড়ল ৷
দ্বীপরাষ্ট্র সফরের দল নির্বাচন প্রসঙ্গে অস্ট্রেলিয়ার নির্বাচক কমিটির প্রধান জর্জ বেইলি বলেন, "ভিন্ন আবহাওয়ায় শ্রীলঙ্কা সফর সবসময়ই বেশ চ্য়ালেঞ্জিং ৷ কী ধরনের উইকেট সেখানে অপেক্ষা করবে জানা নেই ৷ তাই সবদিক ভেবেচিন্তেই এই স্কোয়াড বেছে নেওয়া হয়েছে ৷" একইসঙ্গে কেরিয়ারের শুরুতে যাঁরা, তাঁদের উপমহাদেশে সড়গড় করে তোলার কথাও দলগঠনের সময় ভাবা হয়েছে বলে জানান বেইলি ৷