কলম্বো, 14 ফেব্রুয়ারি: এমনিতেই মেগা ইভেন্টের আগে চোট-আঘাতে বিপর্যস্ত অস্ট্রেলিয়া ৷ প্রাথমিক স্কোয়াডে পাঁচটি পরিবর্তন এনে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করতে হয়েছে ৷ শ্রীলঙ্কার মাটিতে অস্ট্রেলিয়ার সেই দলকেই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে চুনকাম হতে হল ৷ প্রথম ম্যাচে 49 রানে হারের পর কলম্বোয় দ্বিতীয় ম্য়াচে অস্ট্রেলিয়া হারল 174 রানে ৷ যা ওয়ান-ডে ক্রিকেটে দ্বীপরাষ্ট্রের কাছে তাঁদের সর্বাধিক ব্যবধানে হার (রানের নিরিখে) ৷ 282 রান তাড়া করতে নেমে স্টিভ স্মিথের অস্ট্রেলিয়ার গুটিয়ে গেল 107 রানে ৷ ওয়ান-ডে ক্রিকেটে এদিন ষষ্ঠ সর্বনিম্ন স্কোরের নজির গড়ল ছ'বারের বিশ্বচ্যাম্পিয়নরা ৷ এশিয়ায় যা সর্বনিম্ন ৷
চ্যাম্পিয়ন্স ট্রফির মহড়া সিরিজের দ্বিতীয় তথা শেষ ম্য়াচে এদিন টসভাগ্যও সঙ্গ দেয়নি অস্ট্রেলিয়াকে ৷ টস জিতে প্রথমে ব্য়াটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা ৷ স্টাম্পার-ব্যাটার কুশল মেন্ডিসের শতরানে চার উইকেট হারিয়ে স্কোরবোর্ডে 281 রান তোলে চ্যাম্পিয়ন্স ট্রফির যোগ্যতা অর্জনে ব্যর্থ হওয়া শ্রীলঙ্কা ৷ ওপেনার পাথুম নিশাঙ্কা পাঁচ রানে ফিরলেও দ্বিতীয় উইকেটে নিশান মধুষ্কার সঙ্গে জুটিতে 98 রান যোগ করেন মেন্ডিস ৷ দ্বিতীয় উইকেটের জুটি পোক্ত ভিতে দাঁড় করিয়ে দেয় দ্বীপরাষ্ট্রকে ৷ 51 রানে মধুষ্কা ফিরলেও শতরান আটকানো যায়নি শ্রীলঙ্কা স্টাম্পার-ব্যাটারের ৷