নয়াদিল্লি, 12 অগস্ট: হাতে সময় আর দিনদশেকের মত ৷ আলটিমেট টেবল টেনিসের পঞ্চম মরশুম শুরুর ঠিক আগে বড়সড় দুঃসংবাদ বয়ে এল জয়পুর প্যাট্রিয়টস টিমে ৷ চোটে কারণে ইউটিটি থেকে ছিটকে গেলেন সৃজা আকুলা ৷ যিনি সদ্য অলিম্পিক্সে আত্মপ্রকাশ করেছেন ৷ পরিবর্তে ইউটিটি'তে আত্মপ্রকাশ ঘটতে চলেছে নিত্যশ্রী মানির ৷
চোটে নাম প্রত্যাহার সৃজার: এক বিবৃতি মারফৎ নাম প্রত্যাহারের বিষয়ে জানিয়েছেন সৃজা ৷ যিনি অলিম্পিক্স আত্মপ্রকাশে প্রি-কোয়ার্টার ফাইনালের যোগ্যতা অর্জন করে ইতিহাস গড়েন ৷ বিবৃতিতে সৃজা বলেন, "খুব দুঃখের সঙ্গে শেয়ার করতে বাধ্য হচ্ছি যে স্ট্রেস ফ্র্যাকচারের কারণে চিকিৎসকের নির্দেশে ছয় সপ্তাহ বিশ্রামে রয়েছি ৷ আর সেই কারণে ইউটিটি 2024 থেকে আমি নাম প্রত্যাহার করে নিচ্ছি ৷"
সৃজার পরিবর্তে নিত্যশ্রী: আলটিমেট টেবল টেনিসে নয়া দল হিসেবে আত্মপ্রকাশ করতে চলা জয়পুর প্যাট্রিয়টসের কাছে সৃজার না-থাকা নিঃসন্দেহে বড় ধাক্কা ৷ তবে তারকা প্যাডলারের পরিবর্ত ইতিমধ্যেই খুঁজে নিয়েছে ফ্র্যাঞ্চাইজি দলটি ৷ পরিবর্ত হিসেবে জাতীয় যুব চ্য়াম্পিয়ন নিত্যশ্রী মানিকে দলে নিয়েছে তারা ৷ যাঁর অভিষেক হতে চলেছে ইউটিটি'তে ৷
অলিম্পিক্সে ইতিহাস গড়েছিলেন সৃজা: প্য়ারিসে অলিম্পিক্স আত্মপ্রকাশে পদক না-আনতে পারলেও সৃজা আকুলা ৷ মণিকা বাত্রার পর দ্বিতীয় ভারতীয় প্যাডলার হিসেবে অলিম্পিক্সের শেষ ষোলয় পৌঁছে গিয়েছিলেন তিনি ৷ পরবর্তীতে মহিলাদের দলগত ইভেন্টের কোয়ার্টারে পৌঁছেছিল ভারত ৷ যে দলের সদস্য ছিলেন সৃজা ৷
কবে থেকে শুরু ইউটিটি: আলটিমেট টেবল টেনিসের পঞ্চম মরশুম শুরু হতে চলেছে আগামী 22 অগস্ট, চলবে 7 সেপ্টেম্বর পর্যন্ত ৷ চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে টুর্নামেন্টের পঞ্চম সংস্করণে প্রথমবারের জন্য অংশ নেবে 8টি দল ৷ 16 জন বিদেশি প্য়াডলার-সহ প্রতিযোগিতায় খেলবেন 48 জন ৷