পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

কাজে এল না জেমিমার লড়াই, দক্ষিণ আফ্রিকার কাছে 12 রানে হার ভারতের - IND W vs SA W

India W vs South Africa W: তিনটি ওয়ান-ডে ও একটি মাত্র টেস্টে দক্ষিণ আফ্রিকাকে হেলায় হারিয়েছে 'উইমেন ইন ব্লু' ৷ শুক্রবার থেকে শুরু হয়েছে তিন ম্যাচের টি-20 সিরিজ ৷ চেন্নাইয়ের মাঠে গতকাল একাই ব্যাট চালালেন জেমিমা রদ্রিগেজ ৷ তবে শেষ হাসি হাসতে পারলেন না ৷ প্রোটিয়াদের কাছে প্রথম ম্যাচে তাঁদেরকে হারতে হল 12 রানে।

By ETV Bharat Bangla Team

Published : Jul 6, 2024, 6:52 AM IST

Updated : Jul 6, 2024, 7:31 AM IST

India W vs South Africa W
দক্ষিণ আফ্রিকার কাছে 12 রানে হারল ভারত (এক্স)

চেন্নাই, 6 জুলাই:হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারতীয় দল আলাদা আত্মবিশ্বাস নিয়েই টি-20 সিরিজের প্রথম ম্যাচে নেমেছিল। তবে চিপকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শুরুতেই হোঁচট খেল ভারত। জেমিমা রদ্রিগেজের দুরন্ত লড়াই সত্ত্বেও দক্ষিণ আফ্রিকার প্রমিলা বাহিনীর কাছে হারতে হল হরমনপ্রীতদের ৷ মাত্র 12 রানে প্রোটিয়াদের কাছে হেরে ভারত আপাতত তিন ম্যাচের সিরিজে পিছিয়ে পড়ল 1-0 ব্যবধানে।

এদিনের ম্যাচে প্রথমে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব্যাট করে মাত্র চার উইকেট হারিয়ে 189 রানের বিরাট স্কোর করে। রান তাড়া করতে নেমে 4 উইকেট হারিয়ে 177-এ গুটিয়ে যায় ভারতীয় ব্রিগেড ৷

শুক্রবার চিপকে টস জিসে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর ৷ প্রোটিয়া বাহিনীর হয়ে অধিনায়ক লরা উলভার্ট ব্যাট করতে নেমে 33 রান করে সাজঘরে ফিরে যান ৷ ক্রিজে টিকে থাকেন তাজমিন ব্রিটস ৷ 56 বলে 81 রানের ঝোড়ো ইনিংসে প্রতিপক্ষকে লড়াকু রানের টার্গেট দেন ৷ 10টি চার 3টি ছয় আসে তাঁর ব্যাট থেকে ৷ তাঁকে সঙ্গ দেন মারিজান কাপ ৷ মারিজান কাপ 33 বলে 57 রান করেন। 8টি বাউন্ডারি ও 1টি ওভার বাউন্ডারি হাঁকান তিনি ৷ এরপর আর কোনও ব্যাটার 15 রানের গণ্ডি টপকাতে পারেননি ৷

20 ওভারে 4 উইকেট হারিয়ে 189 রান তোলে প্রোটিয়া বাহিনী ৷ এদিকে হাত ঘুরিয়ে একমাত্র পূজা বস্ত্রকর ও রাধা যাদব 2টি করে উইকেট নেন ৷ পূজা 4 ওভার বল করে 23 রান দেন ৷ অন্যদিকে, রাধা 4 ওভারে 40 রান দেন ৷ বাকি রেণুকা সিং, দীপ্তি শর্মা ও আশা শোবানা 40 করে রান দিলেও কোনও উইকেট পাননি ৷ জবাবে রান তাড়া করতে নেমে ওপেনিং জুটিতে শেফালি বর্মা এবং স্মৃতি মন্ধনা 56 রান যোগ করেন।

সহ-অধিনায়ক স্মৃতি মন্ধনা 30 বলে 46 রান করেন। অধিনায়ক হরমনপ্রীত কৌর 29 বলে করেন 35 রান। জেমিমা 30 বলে 53 রান করে অপরাজিত থেকে যান। তাঁর ব্যাটে 7টি চার ও একটি ছয় আসে ৷ শেষ পর্যন্ত রান চেজ করতে লড়াই চালিয়ে যান ৷ তবে দলকে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে দিতে পারেননি। ভারতীয় দল 4 উইকেট হারিয়ে 177 রান করে আটকে যায়।

উল্লেখ্য, 2023 সালের পর থেকে সাতটি টি-20 সিরিজ খেলেছে ভারত ৷ তারমধ্যে জয় এসেছে তিনটিতে ৷ চারটি হার স্বীকার করেছে 'হরমনপ্রীত অ্যান্ড কোং' ৷ অর্থাৎ কুড়ি-বিশের ফরম্যাটে ভারতের প্রমিলা বাহিনীর পারফরম্যান্স খুব একটা ভালো নয় ৷ এদিকে 19 জুলাই থেকে শ্রীলঙ্কায় শুরু হচ্ছে এশিয়া কাপ ৷ বাংলাদেশে অক্টোবরে বসবে টি-20 বিশ্বকাপের আসর ৷ দুই মেগা ইভেন্টের আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই টি-20 সিরিজকেই হোমওয়ার্ক হিসাবে দেখছিল অমল মজুমদারের নেতৃত্বাধীন ভারতীয় দল ৷ কিন্তু তাতে প্রথম ম্যাচেই ধাক্কা খেল ৷

Last Updated : Jul 6, 2024, 7:31 AM IST

ABOUT THE AUTHOR

...view details