সেঞ্চুরিয়ন, 29 ডিসেম্বর:ভারত-অস্ট্রেলিয়া মেলবোর্ন টেস্টের ভাগ্যে পঞ্চমদিন কী লেখা রয়েছে জানা নেই ৷ তার আগে খুব কাছাকাছি পৌঁছে গিয়েও ভারতকে স্বস্তি দিতে পারল না পাকিস্তান ৷ সেঞ্চুরিয়নে বক্সিং-ডে টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে দুই উইকেটে হেরে গেল শান মাসুদের পাকিস্তান ৷ উল্টোদিকে পাকিস্তানকে হারিয়ে প্রথম দল হিসেবে আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গেল প্রোটিয়ারা ৷
99 রানে আট উইকেট হারানোর পরও নবম উইকেটে মার্কো জানসেন ও কাগিসো রাবাদার অবিভক্ত 51 রানের জুটি জয় এনে দিল তেম্বা বাভুমার দলকে ৷ অথচ তিন বছর পর লাল-বলের ক্রিকেটে প্রত্যাবর্তনে মহম্মদ আব্বাসের দুরন্ত বোলিংয়ে একসময় সেঞ্চুরিয়নে জয়ের গন্ধ পেয়ে গিয়েছিল পাকিস্তান ৷ তিন উইকেটে 27 রান নিয়ে চতুর্থদিন খেলতে নামা দক্ষিণ আফ্রিকা নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে ৷ যা ভারতের জন্য আশাব্যঞ্জক ছিল ৷ কারণ, পাকিস্তান এই ম্যাচে হারলে ফাইনালে যোগ্যতা অর্জনের নিরিখে খানিকটা সুবিধা হত রোহিত শর্মা নেতৃত্বাধীন ভারতীয় দলের ৷
যা পরিস্থিতি, তাতে এখন অন্য দলের ফলাফলের দিকে তাকিয়ে থাকা ছাড়া গতি নেই ভারতীয় দলের ৷ এমতাবস্থায় ভারতের আশা জাগিয়ে বল হাতে এদিন সেঞ্চুরিয়নে জ্বলে ওঠেন পাক পেসার আব্বাস ৷ 148 রান তাড়া করতে নামা দক্ষিণ আফ্রিকা একশো রানের মধ্যেই আট উইকেট হারিয়ে বসে ৷ গতকাল জোড়া উইকেটের পর এদিন চার উইকেট তুলে নিয়ে টেস্ট ক্রিকেটে ব্যক্তিগত সেরা বোলিং ফিগার উপহার দেন বছর চৌত্রিশের আব্বাস ৷ একে একে ফেরান এইডেন মার্করাম (37), তেম্বা বাভুমা (40), কাইল ভেরেইনে (2) ও করবিন বস্ককে (0) ৷
কিন্তু আট উইকেট হারানোর পরেও লক্ষ্যে অবিচল ছিলেন মার্কো জানসেন ও কাগিসো রাবাদা ৷ চতুর্থদিন মধ্যাহ্নভোজের বিরতির কিছু পরেই দু'য়ের আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে জয় পেয়ে যায় প্রোটিয়ারা ৷ জানসেন অপরাজিত থাকেন 16 রানে ৷ 26 বলে 31 রানের আগ্রাসী ইনিংস উপহার দেন রাবাদা ৷ দুই উইকেটে জিতে প্রথমবার ডব্লিউটিসি ফাইনালে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা ৷ সেইসঙ্গে 1-0 এগিয়ে যায় দু'ম্যাচের সিরিজে ৷