কলকাতা, 18 ফেব্রুয়ারি: যশস্বী জয়সওয়ালকে তিন ফর্ম্যাটের ক্রিকেটেই দেখতে চান সৌরভ গঙ্গোপাধ্যায়। রাজকোটে তাঁর বিধ্বংসী পারফরম্যান্স ভারতীয় ক্রিকেটের উজ্বল ভবিষ্যতের ইঙ্গিত দেয় বলে মনে করেন ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। "যশস্বী জয়সওয়াল অসাধারণ ক্রিকেটার। ভবিষ্যতের ক্রিকেটার। সব ধরনের ক্রিকেটের জন্যই শস্বী উপযুক্ত," বলছেন মহারাজ। পাঁচ টেস্টের সিরিজে ভারত 2-1 ব্যবধানে এগিয়ে গেল। ফলে সিরিজের নিয়ন্ত্রণ এখন রোহিত শর্মাদের হাতে।"
"অনেক ক্রিকেটার নেই। তবুও ভারত 2-1 ব্যবধানে এগিয়ে। ভারতকে ভারতে হারানো কঠিন", ভবিষ্যতবাণী প্রাক্তন বোর্ড প্রধানের। বাজদল নিয়ে চর্চা বিশ্বজুড়ে। সৌরভ বলছেন, "ইংল্যান্ড বাজবলের মত খেলেছে। কিন্তু ভারতীয় দল আরও অনেক এগিয়ে।" রবীন্দ্র জাদেজার পারফরম্যান্সের প্রশংসা সৌরভের গলায়। রাজকোটে পরাজয়ের পরে ইংল্যান্ডের প্রত্যাবর্তন সম্ভব নয় বলে মনে করেন তিনি। বলছেন, "ভারতকে ভারতের মাটিতে হারানো কঠিন।" সরফরাজ খানের প্রশংসা করেছেন। তাঁর মতে ঘরোয়া ক্রিকেটে প্রচুর রান করেছেন সরফরাজ। অভিষেক ম্যাচে ভালো খেলেছেন। অনেক দূর যেতে হবে। ভারতের হয়ে দেশের বাইরে ভালো খেলতে হবে তাঁকে।"