কলকাতা, 26 অক্টোবর:ভালো ক্রিকেটের জন্য ভালো বাইশ গজ জরুরি । নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলের সিরিজ হার নিয়ে এক লাইনের প্রতিক্রিয়া সৌরভ গঙ্গোপাধ্যায়ের । ব্যাঙ্গালুরু এবং পুণেতে পরপর দু’টো টেস্ট হেরে ঘরের মাঠে প্রায় এক যুগ পরে সিরিজ হেরেছে ভারত । ফলে হারের পর্যালোচনা চলছে ।
সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতীয় দলের ব্যর্থতা নিয়ে সরাসরি মুখ খুলতে রাজি হননি । তবে প্রাক্তন অধিনায়ক বলেন, “আমি আগেও বলেছি, ভালো ক্রিকেটের জন্য ভালো মানের বাইশ গজ জরুরি ।” ভারতীয় দলের প্রাক্তন অধিনায়কের এই ছোট্ট মন্তব্যে প্রমাণিত, কাঠগড়ায় দু’টো মাঠের পিচের চরিত্র ।
সৌরভ সবসময়ই বলেন দেশের মাটিতে ভারতীয় দলকে হারানো কঠিন । সেই আধিপত্য বিস্তার করা দলের এমন ভেঙে পড়া চিন্তার অবশ্যই । ঘরের মাঠে সিরিজ শেষ করে ভারতীয় দল অস্ট্রেলিয়া যাবে । সেখানে পাঁচ ম্যাচের সিরিজ খেলবে টিম ইন্ডিয়া । বর্ডার-গাভাসকর ট্রফির দ্বৈরথ যে কঠিন চ্যালেঞ্জ, তা বলার অপেক্ষা রাখে না । কিউয়িদের বিরুদ্ধে সিরিজ হারের পরে ক্যাঙারুদের দেশে ব্যর্থতার অর্থ, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছনো টিম ইন্ডিয়ার পক্ষে কঠিন হয়ে যাবে ।