হায়দরাবাদ, 12 জানুয়ারি:গত মরশুমে ট্রফি জেতানোর পরেও শ্রেয়স আইয়ারকে রিটেইন করেনি কলকাতা নাইট রাইডার্স ৷ ফলত 2025 আইপিএলে মেগা নিলামে অংশ নিয়েছিলেন শ্রেয়স আইয়ার ৷ মুম্বই ব্য়াটারকে রেকর্ড অর্থে ঘরে তুলেছিল পঞ্জাব কিংস ৷ এবার নাইটদের ট্রফি এনে দেওয়া অধিনায়ককে অধিনায়কের পদে বসাল প্রীতি জিন্টার দল ৷ যে ঘোষণা এল জনপ্রিয় রিয়্যালিটি শো বিগ বসের ঘরে ৷ ঘোষণা করলেন শো'য়ের সঞ্চালক সলমন খান ৷
রিয়্যালিটি শো'য়ে ঘোষণার পর পঞ্জাব কিংসের তরফে সোশাল মিডিয়ায় রবিবার শ্রেয়সকে নয়া অধিনায়ক হিসেবে ঘোষণা করা হল ৷ এদিন সন্ধেয় সোশাল মিডিয়া পোস্টে পঞ্জাবের তরফে লেখা হয়, "ক্ষমতার সঙ্গে সঙ্গে দায়িত্বও বেড়ে যায় ৷" পাল্টা শ্রেয়স আইয়ার জানিয়েছেন, ম্যানেজমেন্ট যে আস্থা তাঁর উপর রেখেছে, দলকে প্রথম খেতাব এনে দিয়ে তাঁর যোগ্য মর্যাদা দিতে চান তিনি ৷
পঞ্জাব কিংস 2025 আইপিএল নিলামে যে অভিজ্ঞতা এবং তারুণ্যের মিশেলে দুর্দান্ত একটা স্কোয়াড বানিয়েছে, তাও এদিন ভিডিয়োবার্তায় জানান শ্রেয়স ৷ ইন্ডিয়ান প্রিমিয়র লিগ জয়ী আটজন অধিনায়কের মধ্যে অন্যতম হলেন শ্রেয়স আইয়ার ৷ দশ বছরের আগল ভেঙে 2024 আইপিএলে কলকাতা নাইট রাইডার্সকে খেতাব এনে দেন মুম্বইকর ৷ তবে ট্রফিজয়ী অধিনায়ককেই রিটেইন লিস্টে রাখেনি পার্পল ব্রিগেড ৷ স্বাভাবিকভাবেই মেগা নিলামে অংশ নেন সাদা বলের ক্রিকেটে জাতীয় দলের নির্ভরযোগ্য ব্য়াটার ৷
গত নভেম্বরে সৌদি আরবে অনুষ্ঠিত মেগা নিলামে মুম্বই ব্য়াটারকে রেকর্ড 26.75 কোটি টাকায় ঘরে তোলে প্রীতির দল ৷ আইপিএল ইতিহাসে সর্বাধিক 27 কোটি দর পাওয়া জাতীয় দলের সতীর্থ ঋষভ পন্তের পরেই জায়গা করে নেন তিনি ৷ গত মরশুমে নাইটদের ট্রফি দেওয়া শ্রেয়সের তুলনায় অধিনায়ক হিসেবে যোগ্য নাম সেই অর্থে ছিলও না পঞ্জাব স্কোয়াডে ৷ ফলত একপ্রকার নিশ্চিতই ছিল বিষয়টা ৷ রবিবার ঘোষণায় সিলমোহর পড়ল তাতে ৷