পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

শাকিবকে বাইরে রেখে চ্যাম্পিয়ন্স ট্রফির দলঘোষণা বাংলাদেশের - SHAKIB AL HASAN

শাকিবকে ছাড়াই চ্য়াম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ ৷ রবিবার ঘোষিত স্কোয়াড থেকে বাদ পড়লেন আরেক তারকা ব্যাটারও ৷

CHAMPIONS TROPHY 2025
শাকিবকে বাইরে রেখে দলঘোষণা (ANI)

By ETV Bharat Sports Team

Published : Jan 12, 2025, 6:03 PM IST

ঢাকা, 12 জানুয়ারি:বোলিং আপাতত নিষিদ্ধ থাকায় হাত ঘোরাতে পারবেন না ৷ স্রেফ ব্য়াটার হিসেবে তাই শাকিব আল হাসানকে চ্য়াম্পিয়ন্স ট্রফির জন্য উপযুক্ত মনে করল না বাংলাদেশ ক্রিকেট বোর্ড ৷ তারকা অলরাউন্ডারকে বাইরে রেখেই রবিবার আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির দলঘোষণা করল তারা ৷ পাশাপাশি আইসিসি ইভেন্টের জন্য অভিজ্ঞ স্টাম্পার-ব্যাটার লিটন দাসকেও 15 সদস্যের স্কোয়াডে রাখল না বিসিবি ৷

প্রথমে নিষেধাজ্ঞা জারি করেছিল ইংল্য়ান্ড ক্রিকেট বোর্ডের তরফে ৷ এরপর সন্দেহজনক বোলিং অ্যাকশনের কারণে গত ডিসেম্বরে ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেটে শাকিবের বোলিংয়ে নিষেধাজ্ঞা আরোপ করা হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে ৷ পুনর্মূল্যায়ণের পর যতক্ষন না শাকিবের ডেলিভারি অ্য়াকশনকে বৈধ ঘোষণা করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত জারি থাকবে এই নিষেধাজ্ঞা ৷ সম্প্রতি চেন্নাইয়ে দ্বিতীয়বারের চেষ্টাতেও অ্যাকশন বৈধ প্রমাণ করতে পারেননি কিংবদন্তি অলরাউন্ডার ৷ ফলে জারি রয়েছে বোলিংয়ে নিষেধাজ্ঞা ৷

তবে আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় ছ'শো উইকেট এবং 14 হাজারেরও বেশি রানের মালিককে কেবল ব্য়াটার হিসেবেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলানোর পক্ষপাতী ছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৷ কিন্তু রবিবার ঘোষিত স্কোয়াডে 37 বছরের ক্রিকেটারকে স্কোয়াডে রাখল না বাংলাদেশ ৷ সবমিলিয়ে তাঁর অভিষেকের পর এই প্রথম শাকিবকে ছাড়া কোনও আইসিসি ইভেন্ট খেলতে নামবে বাংলাদেশ ৷

শাকিবকে না-রাখার কারণ বোঝা গেলেও লিটনকে স্কোয়াডে না-রাখায় অবাক বাংলাদেশ ক্রিকেট অনুরাগীরা ৷ চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বিসিবি'র ঘোষিত স্কোয়াড তারুণ্যের জয়গান ৷ তবে রয়েছে মুশফিকুর রহমান, মাহমুদুল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমানের মত অভিজ্ঞ মুখও ৷

  • একনজরে বাংলাদেশ স্কোয়াড:নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তনজীব হাসান, তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, মেহদি হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমন, নাসিম আহমেদ, তানজিম হাসান সাকিব এবং নাহিদ রানা ৷

আরও পড়ুন:

  • 14 মাস পর জাতীয় দলে শামি, ইংল্যান্ডের বিরুদ্ধে টি-20 সিরিজে প্রত্যাবর্তন

ABOUT THE AUTHOR

...view details