ঢাকা, 12 জানুয়ারি:বোলিং আপাতত নিষিদ্ধ থাকায় হাত ঘোরাতে পারবেন না ৷ স্রেফ ব্য়াটার হিসেবে তাই শাকিব আল হাসানকে চ্য়াম্পিয়ন্স ট্রফির জন্য উপযুক্ত মনে করল না বাংলাদেশ ক্রিকেট বোর্ড ৷ তারকা অলরাউন্ডারকে বাইরে রেখেই রবিবার আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির দলঘোষণা করল তারা ৷ পাশাপাশি আইসিসি ইভেন্টের জন্য অভিজ্ঞ স্টাম্পার-ব্যাটার লিটন দাসকেও 15 সদস্যের স্কোয়াডে রাখল না বিসিবি ৷
প্রথমে নিষেধাজ্ঞা জারি করেছিল ইংল্য়ান্ড ক্রিকেট বোর্ডের তরফে ৷ এরপর সন্দেহজনক বোলিং অ্যাকশনের কারণে গত ডিসেম্বরে ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেটে শাকিবের বোলিংয়ে নিষেধাজ্ঞা আরোপ করা হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে ৷ পুনর্মূল্যায়ণের পর যতক্ষন না শাকিবের ডেলিভারি অ্য়াকশনকে বৈধ ঘোষণা করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত জারি থাকবে এই নিষেধাজ্ঞা ৷ সম্প্রতি চেন্নাইয়ে দ্বিতীয়বারের চেষ্টাতেও অ্যাকশন বৈধ প্রমাণ করতে পারেননি কিংবদন্তি অলরাউন্ডার ৷ ফলে জারি রয়েছে বোলিংয়ে নিষেধাজ্ঞা ৷
তবে আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় ছ'শো উইকেট এবং 14 হাজারেরও বেশি রানের মালিককে কেবল ব্য়াটার হিসেবেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলানোর পক্ষপাতী ছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৷ কিন্তু রবিবার ঘোষিত স্কোয়াডে 37 বছরের ক্রিকেটারকে স্কোয়াডে রাখল না বাংলাদেশ ৷ সবমিলিয়ে তাঁর অভিষেকের পর এই প্রথম শাকিবকে ছাড়া কোনও আইসিসি ইভেন্ট খেলতে নামবে বাংলাদেশ ৷
শাকিবকে না-রাখার কারণ বোঝা গেলেও লিটনকে স্কোয়াডে না-রাখায় অবাক বাংলাদেশ ক্রিকেট অনুরাগীরা ৷ চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বিসিবি'র ঘোষিত স্কোয়াড তারুণ্যের জয়গান ৷ তবে রয়েছে মুশফিকুর রহমান, মাহমুদুল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমানের মত অভিজ্ঞ মুখও ৷